শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ঢাকাই চলচ্চিত্রে বাঁকবদলের বছর ২০২২

বিশ্ব চলচ্চিত্র যখন তরতর করে এগিয়ে যাচ্ছে তখন দেশীয় সিনেমা মুখ থুবড়ে পড়ছিল। একদিকে চলচ্চিত্রের মন্দা হাওয়া, অন্যদিকে করোনা মহামারি। সবকিছু মিলিয়ে সিনেমা ও সিনেমা সংশ্লিষ্টরা হতাশায় ডুবে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছে একের পর এক প্রেক্ষাগৃহ। এমন অবস্থার মাঝেই ঢাকাই চলচ্চিত্রে সুবাতাস বইতে শুরু করল এ বছর।

বছর শেষে হিসেবের আঙিনায় বোনা হয়েছে বাংলা সিনেমার বেশকিছু সফলতা। যে সফলতায় আলো ছুঁয়ে গিয়েছে সবাইকে। নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ দেখাচ্ছে সিনেমাপ্রেমীদের।

চলতি বছরের সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি জানায়, এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে ৪৭টি ছবি মুক্তি পেয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে আরও কয়েকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সবমিলিয়ে এ বছর সিনেমা মুক্তির সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে।

চলতি বছরের শুরুর দিকে মুক্তি পায় এইচ আর হাবিবের ‘ছিটমহল’ সিনেমাটি। এটি মাত্র পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দর্শকদের কাছ থেকে সিনেমাটি গ্রহণযোগ্যতা লাভ করেনি। বছরের শুরুর প্রথম তিন মাসে মোট ৯টি সিনেমা মুক্তি পায়। শুরুতেই আলোচনায় আসে নির্মাতা দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি। বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস জুটির এই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখা যায়।

জনপ্রিয় তারকা মোশাররফ করিম ও চিত্রনায়িকা পরীমনির ‘মুখোশ’ সিনেমাটি আলোচনায় থাকলেও ব্যবসাসফল হয়নি।
মনপুরা খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমাটি দর্শক বেশ ইতিবাচকভাবে নিয়েছে। এরপর আবারও সিনেমায় শুরু হয় দর্শক শুন্যতা। কয়েকটি সিনেমা মুক্তি পেলেও কোনো সাড়া ফেলতে পারেনি।

সিনেমার মূল আলোচনা শুরু হয় এ বছর ঈদুল ফিতরে। দেশের সিনেমা হলগুলোতে মুক্তি পায় চারটি সিনেমা। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলো- ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’। শাকিব খানের দুইটি সিনেমা ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ মুক্তি পেলেও সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ সিনেমাটি সফলতার দৌঁড়ে এগিয়ে যায়। মূলত শান সিনেমার মাধ্যমেই শাকিব খানকে টেক্কা দেন সিয়াম। এরপর থেকেই হল মালিক এবং সিনেমা সংশ্লিষ্টরা আশার আলো খুঁজে পান।

ঈদুল আজহায় মুক্তি পায়, ‘পরাণ’, ‘দিন: দ্য ডে’ ও ‘সাইকো’। অমিতাভ রেজার ‘আয়নাবাজির’ পরে তরুণ নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দেয়। এই সিনেমার মাধ্যমে হলগুলোতে ফিরে পায় হারানো ঐতিহ্য। দর্শকদের উপচে পড়া ভিড়ে সিনেমাটি ব্যবসা সফল হয়। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান প্রমুখ।

‘পরাণ’ সিনেমার পাশাপাশি অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি বেশ হইচই ফেলে দেয়।

এরপর মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের পরিচালনায় আলোচিত সিনেমা ‘হাওয়া’। সিনেমাটি মুক্তির আগেই এর গান ‘সাদা সাদা কালা কালা’ তুমুল জনপ্রিয়তা পায়। চারদিকে ছড়িয়ে পড়ে ‘হাওয়া’ সিনেমার খবর।

সিনেমা মুক্তির আগেই শুরু হয় অগ্রিম টিকিক বিক্রি। সিনেপ্লেক্স ও হল মালিকরা আনন্দে আত্মহারা হয়ে যায় এমন দৃশ্যে। অবশেষে সিনেমাটি মুক্তির পর ‘হাওয়া’ ঝড় বয়ে যায়। হল মালিক ও চলচ্চিত্র বিশ্লেষকদের বিবেচনায় এটিই ২০২২ সালের সবচেয়ে সাড়া জাগানো ও ব্যবসা সফল সিনেমা। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ প্রমুখ।

সেপ্টেম্বর মাসে মুক্তি পায় তারকাবহুল সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ ও ‘যাও পাখি বলো তারে’। এরপর মুক্তি পায় ‘বিউটি সার্কাস’ ও ‘দামাল’।

অক্টোবর মাসে একটিমাত্র সিনেমা হলে মুক্তি পায় ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমা। এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ একদমই দেখা যায়নি।

১৮ নভেম্বর মুক্তি পায় সরকারি অনুদানের সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন প্রদীপ। প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। এই সিনেমাটি নিয়েও দর্শকদের তেমন আগ্রহ দেখা যায়নি।

এ ছাড়া, এ বছর আরও মুক্তি পায় ছিটমহল, তোর মাঝেই আমার প্রেম, মাফিয়া- ১, মুখোশ, তালাশ, শিমু (মেইড ইন বাংলাদেশ), লকডাউন লাভ স্টোরি, জাল ছেঁড়ার সময়, আগামীকাল, বিক্ষোভ, অমানুষ, কার্নিশ, যা হারিয়ে যায়, আশীর্বাদ, ভাইয়ারে, লাইভ, বীরত্ব, ঈশা খাঁ, হৃদিতা, রাগী, জীবন পাখি, বসন্ত বিকেল, রোহিঙ্গা, দামাল, আদিম,
দেশান্তর, ভাঙন, মেইড ইন চিটাগং, ও মাই লাভ, হডসনের বন্দুক, জয় বাংলা, ৭১ এর একখণ্ড ইতিহাস, পায়ের ছাপ এবং কাগজ সিনেমাগুলো।

এই সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ তেমন একটা চোখে পড়েনি। সিনেমা হল মালিক, প্রযোজক, পরিচালকরা তারপরও এ বছর মুক্তি পাওয়া সিনেমা নিয়ে আশাতে বুক বেঁধেছেন। সিনেমা সংশ্লিষ্টরা মনে করছেন বাংলা সিনেমার যে জোয়ার শুরু হয়েছে তা আগামীতে আরও গতিশীল হবে।

কানে বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমার ট্রেইলার

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ১৯মে দেখানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’র সিনেমার ট্রেইলার। উৎসবের মার্শে দ্য ফিল্ম বাণিজ্যিক শাখায় ভারতীয় প্যাভিলিয়নে প্রকাশিত হয় ট্রেইলারটি।

এই সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। শুভ ছাড়াও সিনেমার ট্রেইলার প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকটি পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এবং ভারত সরকারের এনএফডিসির যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ফার্স্টলুক প্রকাশিত হয় গত ১৪ এপ্রিল। এরপর উন্মুক্ত হয়েছে একটি পোস্টার। ট্রেইলার উদ্বোধনে অংশ নেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ।

অস্কারে ‘মশারি'

‘অস্কার কোয়ালিফাইং’ চলচ্চিত্র উৎসব ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে’ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে ‘মশারি’। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক নুহাশ হুমায়ূন। অস্কারে এই উৎসব থেকে যে তিনটি পুরস্কারের জন্য মনোনয়নের সুযোগ মেলে, এই পুরস্কার তার মধ্যে একটি। চলতি বছর মার্চ মাসে সিনেমাটি মুক্তি পায় সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। এতে অভিনয় করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।

এ ছাড়া, কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মেও থাকছে নুহাশ হুমায়ূন নির্মিত এই ভৌতিক সিনেমাটি। এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের প্রধান শহর অস্টিনে অনুষ্ঠিত সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘মশারি’। এরপর একই শহরের ‘ইন্ডিমিম ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটি প্রশংসিত হয়। সর্বশেষ ২৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভারতীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় ‘মশারি’।

‘আদিম’ সিনেমার নেটপ্যাক জুরি পুরস্কার জয়

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছে সিনেমা ‘আদিম’। গত ২ সেপ্টেম্বর বিকালে সিনেমাটির নির্মাতা যুবরাজ শামীম এ পুরস্কার গ্রহণ করেন।

প্রথম সিনেমা নির্মাণ করেই এমন পুরস্কার জিতে ভীষণ উচ্ছ্বসিত যুবরাজ শামীম। টঙ্গী রেলস্টেশনের পাশের ব্যাংকের মাঠ বস্তির মানুষের গল্প ‘আদিম’। শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে সিনেমাটির নির্মাণ খরচ।

২০১৮ সালে শুরু হয় এর শুটিং। সিনেমাটিতে অভিনয় করা কেউ পেশাদার অভিনয়শিল্পী নন, স্থানীয় বস্তির বাসিন্দা। এই পুরস্কার জয়ের পর দেশজুড়ে আলোচিত হন সিনেমাটি। এরপর সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। হলে সিনেমাটি তেমন দর্শক সাড়া না পেলেও ‘আদিম’ চলতি বছর বিভিন্ন উৎসবে সিনেমাটির প্রদর্শিত হয়। এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্টলিস্টে ছিল সিনেমাটি। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পায়নি।

কলকাতা আন্তর্জাতির চলচ্চিত্র উৎসবে সিনেমাটি সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করেছে।

এএম/এমএমএ/

 

Header Ad

ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি

কেলি এম ফে রজরিগেজ (বামে) এবং থিয়া লি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা, প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষে ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ এবং বিস্তারিত নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এদিন দুপুরে বৈঠক করবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সঙ্গে। এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

জানা গেছে, প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেকহোল্ডারদের সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে।

এই সফর অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান, সেইসঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং ব্যাপকভাবে ভাগ করা সমৃদ্ধির উন্নতি ও অগ্রগতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর জোর দেয়।

Header Ad

আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজেরে অবস্থান জানিয়েছেন তিনি।

ফেসবুকে পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে চব্বিশের অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা।’

এর আগে বৃহস্পতিবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে, সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও ক্ষমতার অপব্যহারের সঙ্গে জড়িত, যখন তাদের বিচার সম্পন্ন হবে, তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটাই স্বাধীন। আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব।

Header Ad

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন আরও ৮২ জন বাংলাদেশি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন তারা। তাদের মধ্যে ৭৬ জন সম্পূর্ণ সরকারি ব্যয়ে ও ছয়জন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অর্থায়নে দেশে ফিরেন। এ নিয়ে ১১টি ফ্লাইটে এখন পর্যন্ত ৬৯৭ জন বাংলাদেশি দেশে ফিরলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে আসা ৮২ বাংলাদেশির মধ্যে ৭৬ জন লেবাননের বৈরতে বাংলাদেশ দূতাবাসে রেজিষ্ট্রেশন করেন। আর বাকি ছয়জন রেজিস্ট্রেশন করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায়। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রত্যাবাসন করা এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রসঙ্গত, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে সরকার রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত আনার ঘোষণা দিয়েছে।

Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের