বাংলাদেশে শুটিংয়ে কলকাতার পার্ণো মিত্র

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্ণো মিত্র বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে ২১ ডিসেম্বর থেকে একটি সিনেমার শুটিং করছেন তিনি। বিএফডিসিতে বৃহস্পতিবার (২২ডিসেম্বর) শেষ হবে এর শুটিং। সিনেমার নাম ‘সুনেত্রা সুন্দরম’। এটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক শিবরাম শর্মা।
চলতি বছরের ২৩ মার্চ কলকাতায় এর শুটিং শুরু হয়েছিল। এক নারী স্কলারকে কেন্দ্র করে এর গল্প এগিয়ে যাবে। যেখানে দেখা যাবে সেই নারী কিডনির সমস্যায় ভুগছেন।
সিনেমায় সুনেত্রা চরিত্রে অভিনয় করছেন পার্ণো মিত্র। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। আরও আছেন রূপাঞ্জনা মিত্রসহ বাংলাদেশি শিল্পী চুমকি ও নাদিয়া।
এর আগেও কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে নির্মিতব্য ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশের এসেছিলেন পার্ণো মিত্র।
এএম/এসএন
