‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ট্রেলার ও পোস্টার প্রকাশিত
জনপ্রিয় লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে আবু রায়হান জুয়েল নির্মাণ করেছেন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদান পাওয়া শিশুতোষ এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি।
এ উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসম্বের) রাতে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সিনেমাটির পোস্টার উন্মোচন ও ট্রেইলার প্রকাশ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক জাফর ইকবাল, নির্মাতা মোরশেদুল ইসলাম, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক মুনিরা মোর্শেদ মুন্নি, নন্দিত অভিনেত্রী লাকী ইনাম, সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল, অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, পরীমনিসহ এই সিনেমায় অভিনয় করা শিশুশিল্পীরা।
সিয়াম বলেন, ‘করোনা থেকে অনেকেই যেমন ফিরে এসেছে, তেমনি সিনেমাটাও ফিরেছে। রাতুল চরিত্রটা আমার অনেক আগে থেকে জানা। সেই চরিত্রটা করতে পারব, এটা কোনোদিন ভাবিনি। সেটাই হলো এবং এটা স্বপ্ন পূরণের মতো। আমি সিয়াম আহমেদ হয়ে গিয়ে ছিলাম, শিশুরা আমাকে রাতুল ভাইয়া করে ঢাকায় পাঠিয়েছে।’
পরীমনি এতে অভিনয় করেছেন তিশা চরিত্রে। এ সম্পর্কে আবেগবাড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে নিয়ে এসেছি অনুষ্ঠানে। সিনেমাটাও দেখব। ও যখন বড় হবে, তখন দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। করোনার সময় মনে হয়েছিল, সিনেমাটা শেষ পর্যন্ত আসবে কি না। এখন সিনেমাটা মুক্তি পাচ্ছে, সেটাই বড় পাওয়া। আমারও আনন্দ হচ্ছে।’
‘২০১৮-২০১৯ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমার চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। এতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশিষ খন্দকার, আবু হুরায়রা তানভীর প্রমুখ।
এএম/এসএন