বিজয় দিবসে বাংলাদেশে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রুপালি পর্দায় আবারও আসছে জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’। সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ওই বছর অস্কারের নয়টি বিভাগে মনোনয়ন পেয়ে তিনটি পুরস্কারও জিতে নেয় ‘অ্যাভাটার’।
এরপর থেকেই অগণিত দর্শকের অপেক্ষা পরবর্তী সিক্যুয়েলের জন্য। সেই অপেক্ষার পালা শেষ করে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’।
মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
এবারের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে দর্শকদের কৌতুহল এখনো চূড়ায়। এবার লড়াই চলবে জলে। সে লড়াই কেমন হবে, তার কিছু ধারণা দর্শকদের দিতে প্রকাশ করা হয়েছে সিনেমার ট্রেইলার।
টিজারে দেখা গেছে, জেমস ক্যামেরন এবার একটি জলজ জগৎ সৃষ্টি করেছেন দর্শকদের জন্য। এ পর্বে আরও বেশি কাল্পনিক চরিত্রের সমাহার ঘটিয়েছেন তিনি। অ্যাভাটারের ভেরিফায়েড ফেসবুকে টিজার প্রকাশের ১৯ ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে এটি।
এএম/এসএন