আনন্দে ব্রাজিলের জার্সি পরবেন পরীমনি

ফুটবল বিশ্বকাপ নিয়ে চারদিকে উন্মাদনা। দিন যত গড়াচ্ছে এ উন্মাদনা আরও বেড়েই চলছে।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অপরদিকে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ব্রাজিল। এ কারণে ভক্তরা পেয়েছেন কষ্ট।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি আর্জেন্টিনা দলের একজন সমর্থক। তার স্বামী অভিনেতা শরিফুল রাজ ব্রাজিলের সমর্থক। তাই ব্রাজিল হেরে যাওয়া এবং আর্জেন্টিনা দলের খেলা নিয়ে পরীমনি জানালেন তার অন্যরকম উদযাপনের কথা। পরীমনি তার স্বামীকে সান্ত¦না দিতে সাতদিন ব্রাজিলের জার্সি পড়বেন বলে ঘোষণা দিলেন তার ফেসবুকে।
ফেসবুকে পরী লেখেন, আজকে আর্জেন্টিনা জিতে গেলে আমি রাজের (স্বামী শরিফুল রাজ) জন্যে সাত দিন ব্রাজিলের জার্সি পরে ঘুরব প্রমিস। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।
এএম/এমএমএ/
