'বজরঙ্গি ভাইজান' এর সিক্যুয়েলের নাম প্রকাশ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার 'বজরঙ্গি ভাইজান' এর সিক্যুয়েলের নাম প্রকাশ হলো। এর আগে নিজের জন্মদিনে সালমান খান ‘বজরঙ্গি ভাইজান’র সিক্যুয়েল আসছে বলে ঘোষণা দিয়েছিলেন।
এই সিনেমার সহ-চিত্রনাট্য লেখক বিজয়েন্দ্র প্রসাদ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘বজরঙ্গি ভাইজান’ এর সিক্যুয়েলের নাম হবে ‘পবনপুত্র ভাইজান’।
কবির খান নির্মিত সুপারহিট সিনেমা বজরঙ্গি ভাইজান ২০১৫ সালে মুক্তি পেয়েছিল, যাতে সালমান খানের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, নওয়াজউদ্দিন সিদ্দিকী।
‘বজরঙ্গি ভাইজান’ এর সিক্যুয়েলের আইডিয়াটা সালমান খানকে তিনিই দিয়েছেন বলে জানান বিজয়েন্দ্র প্রসাদ। তিনি বলেন, 'সিক্যুয়েল নিয়ে ভাবতে খুব বেশি কিছু লাগেনি, আর সালমান ভাই এই আইডিয়াটি পছন্দ করেছেন।'
সিক্যুয়েলের পরিচালক কে হবেন, তা ঠিক না হলেও সিক্যুয়েলের চিত্রনাট্য লিখবেন বিজয়েন্দ্র প্রসাদ। লেখা শুরু করে দ্রুতই তা শেষ করবেন বলে জানিয়েছেন।
টিটি/
