নতুন নায়িকা নিয়ে আসছেন ডিপজল

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের সিনেমা মানেই একটু ব্যতিক্রম আয়োজন। তার সিনেমার মাধ্যমে শাকিব খান, অপু বিশ্বাস, রেসি’র মতো শিল্পীরা জনপ্রিয়তা পেয়েছেন। অনেক নায়ক-নায়িকার ক্যারিয়ার শুরু হয়েছে ডিপজলের হাত ধরে।
এবার আরও এক নতুন নায়িকাকে দেখা যাবে ডিপজলের সিনেমায়। জানা গেছে, ডিপজলের সিনেমায় রুপালি পর্দায় হাজির হবেন নবাগত নায়িকা কাজল। যিনি একেবারেই মিডিয়ার বাইরের। ডিপজলের পরবর্তী সিনেমা ‘আলী ভাই’-এ দেখা যাবে তাকে। কাজলের নায়ক হবেন জয় চৌধুরী।
আগামী জানুয়ারিতে এর শুটিং শুরু হবে। এটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর। ‘আলী ভাই’ ছাড়াও ডিপজলের পরবর্তী সময়ে আরো ছয়টি সিনেমায় কাজলকে নায়িকা করা হবে বলেও জানা গেছে। এগুলোর মধ্যে রয়েছে ‘সরকার’, ‘বাবুর্চি’, ‘আক্রোশ’, ‘মানিক রতন’ ইত্যাদি।
কাজলের সম্পর্কে ডিপজল বলেন, মেয়েটি একেবারে নতুন। ওর মধ্যে সম্ভাবনা দেখেছি। নায়িকা হওয়ার সব গুণ তার মধ্যে রয়েছে। এ জন্য পরিপূর্ণ নায়িকা হিসেবে গড়ে তুলতে ওর জন্য যা করা দরকার তাই করা হয়েছে। আশা করছি, চলচ্চিত্রের শিল্পী সংকটের সময় একজন প্রতিভাময়ী নতুন নায়িকা পাওয়া যাবে।
নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, কাজলকে ইতোমধ্যে নায়িকা হওয়ার উপযুক্ত করে গড়ে তোল হয়েছে। ওর মধ্যে সম্ভাবনা রয়েছে। এ কারণেই ওকে নিয়ে কাজ করছি।
এএম/এমএমএ/
