মা হতে যাচ্ছেন পরীমনি

ফাইল ফটো
মা হতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তিনি আরো জানিয়েছেন, অভিনেতা রাজ এই সন্তানের বাবা এবং গত অক্টোবরে বিয়ে করেছেন তারা।
সোমবার (১০ জানুয়ারি) গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ।
পরীমনি জানান, গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘গুনিন’-এর সেটে তাঁদের পরিচয় ও প্রেম। তারপর তাঁদের প্রেম গড়ায় পরিণয়ে।
‘আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে,’ পরীমনি জানান।
আপাতত শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, ‘আগামী দেড় বছর একদম ছুটি। বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি একটা সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।’
