রবিবার, ৯ মার্চ ২০২৫ | ২৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

অড্রে হেপবার্নের বায়োপিক নির্মাণের উদ্যোগ, অড্রে হবেন কে?

ছবি: সংগ্রহ

অনেকের চোখে ভাসে ‘রোমান হলিডে’ সিনেমার সেই দৃশ্য। পাগলের মতো ভেসপা চালাচ্ছিলেন রাজকুমারী অ্যান। পেছনে বসে ভেসপাটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক জো ব্রাডলি। সে এক রোমাঞ্চকর দৃশ্য! রোমান হলিডের সেই ‘রাজকুমারী’ অড্রে হেপবার্ন। হলিউডের স্বর্ণযুগের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। সারা বিশ্বেই ছড়িয়ে আছে ভুবনজয়ী সুন্দরীর ভক্ত-অনুরাগী। অড্রের ভক্তদের জন্য সুখবর, তার বায়োপিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় এই অভিনেত্রীকে পর্দায় আনছে অ্যাপল স্টুডিওস। এ খবর প্রকাশ করেছে সিএনএন, নিউ ইয়র্ক পোস্টসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানা গণমাধ্যম।

অড্রের চরিত্রে কে অভিনয় করবেন? এটা বড় আগ্রহের বিষয়। অড্রে–ভক্তদের কাছে তো অবশ্যই। পর্দায় অড্রে রূপে আসবেন রুনি ম্যারা। রুনিকে চিনতে পারছেন? ‘নাইটমেয়ার অ্যালি’, ‘মেরি ম্যাগডালেন’, ‘লায়ন’, ‘আ ঘোস্ট স্টোরি’, ‘ক্যারল’-এর মতো ছবির জনপ্রিয় অভিনেত্রী। ম্যারা দুবার অস্কারে মনোনীত হন। ২০১১ সালে ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’ ও ২০১৫ সালে ‘ক্যারল’ ছবির জন্য মনোনীত হয়েছিলেন। ছবি পরিচালনার ভার ‘কল মি বাই ইয়োর নেম’ খ্যাত পরিচালক লুকা গডানিনোর কাঁধে। ছবির বিষয়ে এর বাইরে আর কিছুই প্রকাশ করেনি অ্যাপল।

১৯২৯ সালের ৪ মে বেলজিয়ামে জন্মেছিলেন অড্রে। মা–বাবা নাম রেখেছিলেন অড্রে ক্যাথলিন রুস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মনাম নেন এডা ভন হেমেস্ট্রা। পরে যখন সিনেমার দুনিয়ায় প্রবেশ করলেন, পরিচিতি পেলেন অড্রে হেপবার্ন নামে। গত শতকের প্রতিভাবান এই অভিনেত্রী ও ফ্যাশন আইকনের অভিনয় যেমন ছিল সাবলীল, তেমনি তার দ্যুতিময় চাহনি সহজে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।

অড্রে ‘রোমান হলিডে’ দিয়ে সবার হৃদয়ে পৌঁছেছেন। এ ছবিতে প্রযোজকেরা প্রথমে এলিজাবেথ টেলরকে নিতে চাইলেও পরিচালক উইলিয়াম উইলারের অড্রেকে স্ক্রিন টেস্টে ভালো লেগে যায়। ছবিতে সাংবাদিক জো ব্রাডলি চরিত্রে অভিনয় করা গ্রেগরি পেক আগেই বলেছিলেন, অড্রে তার এই অভিনয়ের জন্য অস্কার পাবেন। তাই হয়েছিল, অড্রে ১৯৫৪ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেরা নারী অভিনয়শিল্পী হিসেবে প্রথমবারের মতো জিতে নেন অস্কার, বাফটা আর গোল্ডেন গ্লোব—তিনটি পুরস্কার। এ ছাড়াও অড্রে ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিস’, ‘মাই ফেয়ার লেডি’, ‘ফানি ফেস’ ও ‘সাব্রিনা’ ছবিগুলোতে পান ব্যাপক খ্যাতি ও জনপ্রিয়তা।

Header Ad
Header Ad

ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট ১৪ মার্চ থেকে, শতভাগ অনলাইনে

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন রোববার (৯ মার্চ) বিদ্যুৎ ভবনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানান।

নির্ধারিত তারিখ অনুযায়ী, আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে:

১৪ মার্চ → ২৪ মার্চের টিকিট
১৫ মার্চ → ২৫ মার্চের টিকিট
১৬ মার্চ → ২৬ মার্চের টিকিট
১৭ মার্চ → ২৭ মার্চের টিকিট
১৮ মার্চ → ২৮ মার্চের টিকিট
১৯ মার্চ → ২৯ মার্চের টিকিট
২০ মার্চ → ৩০ মার্চের টিকিট

চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রির বিষয়েও পরবর্তীতে জানানো হবে।

যাত্রার আগের দিন ২৫% টিকিট সংশ্লিষ্ট স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। একজন যাত্রী একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ ৪টি আসন নিতে পারবেন। কেনা টিকিট রিফান্ডযোগ্য নয়, অর্থাৎ ফেরত দেওয়া যাবে না।

এই সিদ্ধান্ত জানাতে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।

অনলাইনে টিকিট বুকিং সুবিধার কারণে এবারও যাত্রীদের স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করলেন শিবির সভাপতি

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রশংসা করেছেন। হিংসা-বিদ্বেষ পরিহার করে সব ছাত্রসংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে, এমনটাই আশা করেন শিবির সভাপতি।

শনিবার (৮ মার্চ) রাতে ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন জাহিদুল ইসলাম। স্ট্যাটাসে ছাত্রদলের একটি ফটোকার্ডও যুক্ত করেন তিনি।

এতে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট।

স্ট্যাটাসে জাহিদুল ইসলাম লেখেন, মাশাআল্লাহ। বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে। আল্লাহ কবুল করুন। আশা করি হিংসা-বিদ্বেষ পরিহার করে সব ছাত্রসংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে। অনেক অনেক দোয়া ও শুভ কামনা।

Header Ad
Header Ad

আমার কাছে শাকিবই শাহরুখ খান: অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন, ব্যবসা এবং বিভিন্ন এন্ডোর্সমেন্ট নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। তবে সিনেমায় ফেরার জন্যও তিনি বড় পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি কালের কণ্ঠ-এর সঙ্গে এক আলাপচারিতায় অপু বিশ্বাস জানান, তিনি একটি বড় কাজের পরিকল্পনা করছেন। তবে সেটা নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তিনি বলেন, "জানি না, পরিকল্পনাটি কতটা সফল হবে। তাই আগে থেকে কিছু শেয়ার করতে চাই না। দেখা গেল, কাজটাই হলো না। আমি তো অনেকটাই আনলাকি।"

 

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

বর্তমানে বিভিন্ন এন্ডোর্সমেন্ট নিয়ে কাজ করছেন অপু বিশ্বাস। শো-রুম উদ্বোধনের কাজও কমিয়ে দিয়েছেন। তার ভাষায়, "ভালো কিছু করতে হলে নিজেকে আরও এক্সক্লুসিভ করা দরকার। দর্শক আমাদের যত কম দেখবে, তত বেশি সিনেমা হলে গিয়ে দেখার আগ্রহ বাড়বে। এটা শাকিব খানের ক্ষেত্রেও বারবার ঘটে আসছে।"

আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। সিনেমাটি দেখার ইচ্ছার কথা জানিয়ে অপু বিশ্বাস বলেন, "হ্যাঁ, ইচ্ছে আছে দেখার। ট্রেলারটা দেখেছি, দুর্দান্ত লেগেছে। আমি দেখার পরই প্রথম ফেসবুক পেজ থেকে ট্রেলারটি শেয়ার করি।"

তিনি আরও বলেন, "আমি তো অনেকের মতো রচনা ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে হাস্যকর লাগে। মিথ্যা কথা বলা বা মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।"

 

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

শাকিব খানের পারফরম্যান্সের প্রশংসা করে অপু বিশ্বাস বলেন, "আগে বলতাম, আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান। কিন্তু এখন মনে হচ্ছে, আমার ঘরেই তো শাহরুখ খান আছে! আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।"

অপু বিশ্বাসের এই মন্তব্য শাকিব ভক্তদের জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই তার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং তাদের একসঙ্গে আবারও বড় পর্দায় দেখার আশা প্রকাশ করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট ১৪ মার্চ থেকে, শতভাগ অনলাইনে
ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করলেন শিবির সভাপতি
আমার কাছে শাকিবই শাহরুখ খান: অপু বিশ্বাস
মব জাস্টিস যেখানে, গ্রেপ্তার সেখানেই: তথ্য উপদেষ্টা
মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সাবেক এমপি’র বাসা দখল করা ‘সমন্বয়ক’
ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে, বিচার শেষ করতে হবে ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা
ধর্ষণ প্রতিরোধে নারীদের কারাতে শেখার আহ্বান চিত্রনায়ক রুবেলের
সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা প্রস্তুত করছে পুলিশ
আদালতে তোলার সময় ‘ধর্ষক’কে গণধোলাই
মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ
ধর্ষণ-নিপীড়ন ইস্যুতে ছাত্রদলের নতুন কর্মসূচি
ছাত্রীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার শিক্ষক বললেন ‘শয়তানের প্ররোচনায়’
বনশ্রীতে স্বর্ণ ডাকাতি মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের নেতা
সাবেক এমপির বাড়িকে পাগলাগারদ বানানো হলো না ‘সমন্বয়কের’(ভিডিও)
ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণ করতে হাইকোর্টের নির্দেশ
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা  
কুমিল্লায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
রাজু ভাস্কর্যকে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষনা, ধর্ষকের প্রকাশ্যে শাস্তিসহ ২ দাবি  
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হাতে দুই দিনে হাজারেরও বেশি বেসামরিক নিহত
শিরোপার লড়াইয়ে, শেষ হাসি কার ভারত নাকি কিউইদের