অড্রে হেপবার্নের বায়োপিক নির্মাণের উদ্যোগ, অড্রে হবেন কে?
ছবি: সংগ্রহ
অনেকের চোখে ভাসে ‘রোমান হলিডে’ সিনেমার সেই দৃশ্য। পাগলের মতো ভেসপা চালাচ্ছিলেন রাজকুমারী অ্যান। পেছনে বসে ভেসপাটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক জো ব্রাডলি। সে এক রোমাঞ্চকর দৃশ্য! রোমান হলিডের সেই ‘রাজকুমারী’ অড্রে হেপবার্ন। হলিউডের স্বর্ণযুগের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। সারা বিশ্বেই ছড়িয়ে আছে ভুবনজয়ী সুন্দরীর ভক্ত-অনুরাগী। অড্রের ভক্তদের জন্য সুখবর, তার বায়োপিক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় এই অভিনেত্রীকে পর্দায় আনছে অ্যাপল স্টুডিওস। এ খবর প্রকাশ করেছে সিএনএন, নিউ ইয়র্ক পোস্টসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানা গণমাধ্যম।
অড্রের চরিত্রে কে অভিনয় করবেন? এটা বড় আগ্রহের বিষয়। অড্রে–ভক্তদের কাছে তো অবশ্যই। পর্দায় অড্রে রূপে আসবেন রুনি ম্যারা। রুনিকে চিনতে পারছেন? ‘নাইটমেয়ার অ্যালি’, ‘মেরি ম্যাগডালেন’, ‘লায়ন’, ‘আ ঘোস্ট স্টোরি’, ‘ক্যারল’-এর মতো ছবির জনপ্রিয় অভিনেত্রী। ম্যারা দুবার অস্কারে মনোনীত হন। ২০১১ সালে ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’ ও ২০১৫ সালে ‘ক্যারল’ ছবির জন্য মনোনীত হয়েছিলেন। ছবি পরিচালনার ভার ‘কল মি বাই ইয়োর নেম’ খ্যাত পরিচালক লুকা গডানিনোর কাঁধে। ছবির বিষয়ে এর বাইরে আর কিছুই প্রকাশ করেনি অ্যাপল।
১৯২৯ সালের ৪ মে বেলজিয়ামে জন্মেছিলেন অড্রে। মা–বাবা নাম রেখেছিলেন অড্রে ক্যাথলিন রুস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছদ্মনাম নেন এডা ভন হেমেস্ট্রা। পরে যখন সিনেমার দুনিয়ায় প্রবেশ করলেন, পরিচিতি পেলেন অড্রে হেপবার্ন নামে। গত শতকের প্রতিভাবান এই অভিনেত্রী ও ফ্যাশন আইকনের অভিনয় যেমন ছিল সাবলীল, তেমনি তার দ্যুতিময় চাহনি সহজে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।
অড্রে ‘রোমান হলিডে’ দিয়ে সবার হৃদয়ে পৌঁছেছেন। এ ছবিতে প্রযোজকেরা প্রথমে এলিজাবেথ টেলরকে নিতে চাইলেও পরিচালক উইলিয়াম উইলারের অড্রেকে স্ক্রিন টেস্টে ভালো লেগে যায়। ছবিতে সাংবাদিক জো ব্রাডলি চরিত্রে অভিনয় করা গ্রেগরি পেক আগেই বলেছিলেন, অড্রে তার এই অভিনয়ের জন্য অস্কার পাবেন। তাই হয়েছিল, অড্রে ১৯৫৪ সালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেরা নারী অভিনয়শিল্পী হিসেবে প্রথমবারের মতো জিতে নেন অস্কার, বাফটা আর গোল্ডেন গ্লোব—তিনটি পুরস্কার। এ ছাড়াও অড্রে ‘ব্রেকফাস্ট অ্যাট টিফানিস’, ‘মাই ফেয়ার লেডি’, ‘ফানি ফেস’ ও ‘সাব্রিনা’ ছবিগুলোতে পান ব্যাপক খ্যাতি ও জনপ্রিয়তা।