ডলফিনের মুখে মেহজাবিনের চুমু

জনপ্রিয় মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বর্তমানের তিনি আমেরিকায় রয়েছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডে যোগ দিতেই সেখানে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে সেরা অভিনেত্রী হিসেবে সম্মাননাও পেয়েছেন এই তারকা অভিনেত্রী।
অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষে আমেরিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন মেহজাবিন। তার সঙ্গে রয়েছেন দেশের আরও জনপ্রিয় মডেল অভিনেত্রী তানজিন তিশা ও তাসনিয়া ফারিণসহ আরও অনেকেই।
এবার মেক্সিকোর ডলফিল পার্কে সুইমিং করার সময় ডলফিলনের মুখে চুমু খেলেন মেহজাবিন। সেই ছবি আবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশও করেছেন তিনি।
ছবিগুলোতে কোনো ক্যাপশন না দিলেও চেইক ইন দিয়ে নিজের অবস্থান ভক্তদের জানিয়ে দিয়েছেন এই তারকা অভিনেত্রী।
এএম/এমএমএ/
