‘যাও পাখি বলো তারে’ দেখে মন ভরে গেছে: মালেক আফসারী

দেশের ২১ প্রেক্ষাগৃহে শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে নিটোল প্রেমের গল্পের সিনেমা ‘যাও পাখি বলো তারে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক আদর আজাদ ও শিপন মিত্র। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
এর প্রথম শো প্রায় প্রেক্ষাগৃহে দর্শক বেশ আগ্রহ নিয়ে দেখছেন। প্রথম শো দেখতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন গুণী চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। সিনেমা দেখার পর তিনি বলেন, ‘যাও পাখি বলো তারে’ সুপার সিনেমা। দেখে মন ভরে গেছে। বহুদিন পর একটা প্রেমের গল্প দেখলাম। গানগুলো চমৎকার। আমি পরিবার নিয়ে আগামীকাল আবারও দেখবো। পরিচালক মানিক পরীক্ষায় উত্তীর্ণ। তাকে ১০ এ ১০ দেব। সিনেমাটি সবার দেখা দরকার'।
তিনি আরও বলেন, আদর আজাদের ভবিষ্যৎ ভালো। ও খুবই ভালো করেছে। সিনেমার সংলাপগুলো দুর্দান্ত। সিনেমার শেষটা সুন্দর ছিল। সিনেমার শেষটা দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন।
সবাইকে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখার এবং বাংলা সিনেমার সঙ্গে থাকার আহ্বান জানান মালেক আফসারী।
এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে মাহিয়া মাহি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।
জাহিদ হাসান অভির দি অভি কথাচিত্র পরিবেশিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।
এএম/এএস
