সিনেমা থেকে সরে আসা আমার উচিৎ হয়নি: তামান্না

নব্বই দশকের শেষের দিকে ঢাকাই সিনেমায় যে কজন নায়িকা আলোচিত ছিলেন তাদের মধ্যে অন্যতম তামান্না। জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শহিদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার।
চিত্রনায়ক রুবেলের বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমার মাধ্যমেই তুমুল আলোচনায় আসেন এই চিত্রনায়িকা।
এরপর একে একে ‘আমার প্রতিজ্ঞা’, ‘কঠিন বাস্তব’, ‘মুখোশধারী’, ‘তুমি আমার ভালোবাসা’, ‘অশান্তির আগুন’ ‘তাজ্য পুত্র’সহ বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।
সে সময়ে জনপ্রিয় প্রায় সব নায়কের বিপরীতেই কাজ করেছেন তিনি। শাকিব খানের বিপরীতেও তিনটি সিনেমায় অভিনয় করেছেন তামান্না।
তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাগল তোর জন্য রে’। দীর্ঘদিন এ অভিনেত্রী সিনেমাতে নেই। বর্তমানে তিনি সূদুর সুইডেনে বসবাস করছেন। ক্যারিয়ারের সুসময়ে সিনেমা থেকে দুরে সরে যান তিনি। ২০১৪ সালে সুইডেনে উড়াল দেন তামান্না।
সিনেমাকে বিদায় জানানো প্রসঙ্গে তামান্না বলেন, ‘আমি শুরু থেকেই আমার মতো চলেছি। সিনেমার মানুষদের ভাষা বুঝতে পারতাম না। কীভাবে তাদের মিশতে হয়। কিংবা সবার সঙ্গে সখ্যতা রেখে চলার মতো বিষয়টি আমার মাথায় ছিল না।
এ ছাড়া, সিনেমা থেকে সরে আসার পিছনে ব্যক্তিগত কিছু বিষয়ও ছিল। এখন উপলব্দি হয় আসলে সেগুলো আমার ভুল সিদ্ধান্ত ছিল। সিনেমা থেকে সরে আসা আমার উচিৎ হয়নি। সে সময়ে আমার হাতে ভালো কাজও ছিল। আমার ভুল সিদ্ধান্তে সেখান থেকে সরে এসেছি।’
এএম/এমএমএ/
