সিনেমার ঘোষাণাতেই কি বদনাম ঘুচবে শাকিবের?

ঢাকাই সিনেমার স্বঘোষিত সুপারস্টার শাকিব খান। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। আর এই বিতর্ক ও সমালোচনাকে নিজেই ডেকে ঘরে নিয়ে এসেছেন। অপু বিশ্বাসের পর বুবলীর সঙ্গেও একই কেরামতিতে বিয়ে ও সন্তানের জন্ম দিয়ে আলোচনায় তিনি।
যে কারণে স্যোশাল মিডিয়াতেও নেটিজনরা গালিগালাজ ও সমালোচনার জলে ধুয়ে দিচ্ছেন এই নায়ককে। শুধু তাই নয়, অপু বিশ্বাস, বুবলীর পর নাকি হালের নায়িকা পূজা চেরির প্রেমেও মজেছেন শাকিব। এটাও মিডিয়াপাড়ায় জোর গুঞ্জন চলছে।
শাকিকের হাত ধরেই পূজা নাকি আমেরিকায় যাচ্ছেন। ইতোমধ্যেই ভিসাও পেয়ে গেছেন তিনি। ভিসা নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নায়িকা। তবে সেই উচ্ছ্বাসের মাত্রা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে সেই ভিসা’র পোস্ট সরিয়ে নিয়েছেন এই আলোচিত নায়িকা। এরমধ্যে শাকিবের বিভিন্ন ঘনিষ্ট সূত্র জানিয়েছেন সমালোচনার তোপে নাকি শাকিব আপাতত আমেরিকাও যাচ্ছেন না।
সিনেমার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, শাকিব ও রাফীর নতুন এই সিনেমার নাম 'প্রেমিক'। এতে শাকিবের নায়িকা হচ্ছেন ছোটপর্দার মডেল অভিনেত্রী তানজিন তিশা।
এত বিতর্ক ও সমালোচনার মাঝেই শাকিব খান তার নতুন সিনেমার ঘোষণা দিলেন। আজ ৪ অক্টোবর শাকিব খান তার ফেরিফায়েড ফেসবুক পেজে এই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন। ক্যারিয়ারে প্রথমবার পরিচালক রায়হান রাফীর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন তিনি। তবে সিনেমার নাম এখনো ঠিক হয়নি। এই সিনেমায় একজন নবাগতা চিত্রনায়িকাও থাকবে বলে জানিয়েছেন পরিচালক রাফী।
এত এত সমালোচনা ও বদনামের সময়ে শাকিব খান নতুন সিনেমার ঘোষণা দিয়েই কি বদনাম থেকে রেহাই পাবেন? নাকি ধ্বংসস্তুপে দাঁড়ানো ক্যারিয়ারটা বাঁচানোর জন্যই এমন কৌশলের আশ্রয় নিয়েছেন তিনি।
এএম/এমএমএ/
