অস্ট্রেলিয়ায় 'অপারেশন সুন্দরবন' এর প্রিমিয়ার

দেশের গণ্ডি পেরিয়ে এবার অস্ট্রেলিয়ায় 'অপারেশন সুন্দরবন' সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে এর প্রিমিয়ার শো। এর মাধ্যমে এ সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হচ্ছে।
ক্রেজি টিকেটস ও পথ প্রোডাকশনের আয়োজনে অস্টেলিয়ার সিডনিতে ব্যাঙস্টাউন হয়টস সিনেমায় বিকাল ৫টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে এই প্রিমিয়ার শো। অপারেশন সুন্দরবন দেশে গত ২৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের কাছে প্রশংসা লাভ করেছে। ২য় সপ্তাহে ১০টি সিনেমা হলে বেড়ে বর্তমানে ৪৫টি সিনেমা হলে চলছে সিনেমাটি।
এ সম্পর্কে পরিচালক দীপংকর দীপন বলেন, 'সিডনির মাধ্যমে অপারেশন সুন্দরবন সিনেমা দেশের বাইরে যাত্রা শুরু করতে যাচ্ছে। এটা খুবই আনন্দের কারণ সিডনির দর্শকরা সব সময় ভালো সিনেমার সঙ্গে থাকে, ভালো সিনেমাকে সাপোর্ট করেন। আশা করি অপারেশন সুন্দরবন সিনেমাটি তারা খুব পছন্দ করবে। সেই সঙ্গে তারা তাদের বিদেশি পরিচিতদের সিনেমা হলে নিয়ে আসবেন, ছবিতে সাবটাইটেল করা আছে এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে খুব আকর্ষণীয় করে দেখানো হয়েছে। '
ক্রেজি টিকেটস এর কর্ণধার ওয়াহেদ সিদ্দিকী বলেন, 'অপারেশন সুন্দরবন সিনেমার পরিচালক দীপংকর দীপনের প্রথম সিনেমা ঢাকা অ্যাটাক দেখার পরেই বুঝেছি এই মানুষটার পক্ষে খারাপ সিনেমা বানানো সম্ভব নয়। তাই আমরা দীর্ঘদিন পর আবার অপারেশন সুন্দরবন সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি।'
পথ প্রোডাকশনের হেড অব কনটেন্ট সাকিব ইফতেখার বলেন, 'আমরা এই বিশ্বাস করি অপারেশন সুন্দরবন সিনেমার মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি ও সিনেমার উৎকর্ষের একটা সুন্দর চিত্র বাঙালি ও অবাঙালি দর্শকদের কাছে তুলে ধরতে পারব।'
বাংলা ড্রাইভ ইন মুভির পরিচালক আকাশ বুলবুল বলেন, বিদেশের মাটিতে বলে দেশের প্রতি দ্বায়িত্বটা পালন করতে চাই দেশের চলচ্চিত্র শিল্পকে সাপোর্ট করার মাধ্যমে। আমি বিশ্বাস করি এই সিনেমা একবার যে দেখবে সে আরও অনেককে দেখতে সুপারিশ করবে। ক্রেজি টিকেটস ডট কমে সিনেমাটির টিকেট পাওয়া যাবে।
অপারেশন সুন্দরবন সিনেমায় মোট ৭৫০টি ভিএফএক্স শট আছে। প্রায় ১৩০০ জন শিল্পীদের নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, দর্শনা বণিক, তাসকীন রহমান, মনোজ, সামিনা বাশার, আরমান পারভেজ মুরাদ, শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
র্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি ফরুচুন গ্রুপের সঙ্গে যৌথভাবে সিনেমাটি নির্মিত হয়েছে।
এএম/এসজি
