জাবিতে ‘অপারেশন সুন্দরবন’ টিম
আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে দীপংকর দীপন পরিচালিত আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। ইতোমধ্যে সিনেমার প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে শোভা পাচ্ছে সিনেমাটির পোস্টার, কার্ড, বোর্ড।
প্রচারের অংশ হিসেবে রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে উপস্থিত হন সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়াসহ একঝাঁক তারকা।
জহির রায়হান মিলনায়তনে তারকাদের ঘিরে ছিলেন ভক্ত-দর্শকরা। সেখানে শিক্ষার্থী ও সাধারণের ভালোবাসায় সিক্ত হয়েছেন তারা। সিনেমার প্রচারের কর্মসূচি হিসেবে জহির রায়হান মিলনায়তনে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেইলার ও গান প্রদর্শনী হয়।
এসময় সিয়াম বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি শীতেই আমি ঘুরতে আসতাম, দেশের সেরা একটা বিশ্ববিদ্যালয় এটা। অপারেশন সুন্দরবনের পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দীপংকর। স্বাভাবিকভাবেই আপনাদের সাহায্য সহযোগিতা আমরা পাব। সবাইকে হলে গিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ।’
নুসরাত ফারিয়া বলেন, ‘সবার ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এই সিনেমা আমার ২০তম সিনেমা। কিন্তু মনে হচ্ছে এটা প্রথম সিনেমা। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি করতে প্রায় ৪ বছর লেগেছে। এই সিনেমার জন্য আমরা ৪ বছর কষ্ট করেছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে ভালো কাজ করতে আগ্রহ পাব।’
প্রসঙ্গত, ‘অপারেশন সুন্দরবন’ সুন্দরবনকে জলদুস্যমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত। বন্যজীবন নিয়ে দেশের প্রথম রোমাঞ্চকর কাহিনিচিত্র এটি। সিনেমাটি প্রযোজনা করেছে র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
এসজি