পতিতা পল্লীতে ছিলেন নিপুণ!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। এবার জানা গেল নিপুণের নতুন খবর। আর তা হলো-কিছু দিন পতিতা পল্লীতে বসবাস করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
তবে পতিতা পল্লীতে নিপুণ সিনেমার কাজে চরিত্রের প্রয়োজনেই ছিলেন। এমন তথ্য জানা গেছে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে অনুষ্ঠিত মুক্তি প্রতীক্ষিত ‘বীরত্ব’ সিনেমার সাংবাদিক সম্মেলনে।
অনুষ্ঠানে সিনেমার নায়ক ইমন বলেন, ‘চরিত্রের প্রয়োজনে দৌলদিয়ার পতিতা পল্লীতে কয়েকদিন ছিলেন চিত্রনায়িকা নিপুণ। সেখানে তার সাজগোজ এতটাই নিঁখুত ছিল যার কারণে পতিতা পল্লীতে আসা লোকজন সত্যি সত্যিই তাকে কাছে পেতে চাইত।’
সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। এতে খলনায়কের চরিত্রে দেখা যাবে দিনার ও আহসান হাবিব নাসিমকে। ইতোমধ্যেই এর ট্রেলার প্রকাশিত হয়েছে।
‘বীরত্ব’ সিনেমার নিপুণ, ইমন ছাড়া আরও অভিনয় করেছেন নবাগত সালওয়া, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন পিংপং এন্টারটেইনমেন্ট।
এএম/এমএমএ/
