দু’মাসে দ্বিতীয় বার বিয়ে

হলিউডের জনপ্রিয় তাকরা জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ ধুমধাম করে বিয়ে করেছেন। গত জুলাই মাসে সবার অজান্তে লাস ভেগাসের এক ছোট্ট চ্যাপেলে আগেই বিয়ের কাজ সেরেছিলেন তারা। তবে একই বিয়ে দ্বিতীয় বার হল দু’পক্ষের আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের উপস্থিতিতেই।
বিয়ের আয়োজনের মাঝেই আমন্ত্রিত অতিথিদের মধ্যে এক জন অসুস্থও হয়ে পড়েন। তাই বিয়েবাড়ি থেকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়ে অ্যাম্বুলেন্সে।
বেন এবং জেনিফারের প্রেমকাহিনি অনেকটা হলিউডের রোমান্টিক সিনেমার মতোই। ২০০১ সালে তাঁদের প্রথম আলাপ ‘গিগলি’ ছবির সেট-এ। গড়ে ওঠে গভীর সম্পর্ক।
বেন-জেনিফারের ঘনিষ্ঠরা বহু আগে থেকেই আভাস দিয়েছিলেন যে, দু’জনে এ বার বিয়ের কথা ভাবছেন। লাস ভেগাসে গিয়ে মুহূর্তের উন্মাদনায় দু’জনে বিয়ে করে ফেলেন। তার পর সকলকে নিয়ে ধুমধাম করে আরও এক বার বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু সম্প্রতি বেনের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মায়ের জন্য দুশ্চিন্তায় একের পর একে সিগারেট খেতে আর হাসপাতালের বাইরে বিভ্রান্তের মতো ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল বেনকে।
অনেকে ভেবেছিলেন, হয়তো বিয়ের উদ্যাপন এবার পিছিয়ে যাবে। তবে তা হয়নি। যথাসময়ে দু’জনে আনুষ্ঠানিকভাবে ফের বিয়ে করলেন।
তবে বিয়েবাড়িতে হঠাৎই বিপত্তিও ঘটে। কোনো এক আমন্ত্রিত খুব অসুস্থ হয়ে প়ড়ায় অ্যাম্বুলেন্স ডাকতে হয়। ঠিক কী কারণে তাকে হাসপাতালে নিয়ে যেতে হলো, তা এখনও জানা যায়নি।
এএম/এমএমএ/
