শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ফিরে দেখা ২০২১

শাকিবকে হটিয়ে শীর্ষে শুভ ও সিয়াম

ছবি: সংগ্রহ

অনেকদিন ধরে একাই ঢাকাই চলচ্চিত্রে রাজত্ব করছেন ঢালিউড কিং শাকিব খান। সম্প্রতি ক্রমান্বয়ে তার রাজত্বের জৌলুস কমছে, অন্যদিকে ক্রমান্বয়ে প্রভাব বাড়ছে চিত্রনায়ক আরিফিন শুভ ও সিয়াম আহমেদের। বিদায়ী বছর ২০২১-তে শাকিবের একক রাজত্বে ভাগ বসিয়েছেন শুভ, সিয়াম। ভিন্ন আঙ্গিকের উপস্থাপন ও নিত্য নতুন আমেজের গল্প ও চরিত্রের সিনেমা দিয়ে তারা দর্শককে আকৃষ্ট করার চেষ্টা করে যাচ্ছেন। অন্যান্য কিছু নায়কও আলোচনায় ছিলেন। দর্শকশ্রোতাদের কিছু গুরুত্বপূর্ণ সিনেমা উপহার দিয়েছেন।


শাকিব খান কেন্দ্রিক ঢাকাই সিনেমার বলয় ভেঙে অন্যান্য নায়কদের আগমনকে বাংলা সিনেমার জন্যই শুভবার্তা বলছেন অনেকেই। শিক্ষিত ও স্মার্ট তরুণরা যদি সিনেমায় এগিয়ে আসেন, রূপালী পর্দার হাল ধরেন, তাহলে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যই তা মঙ্গলজনক হবে। অনেকে আশা করছেন, শুভ ও সিয়াম অনেকদূর যাবেন। শাকিব পরবর্তী বাংলা সিনেমার রাজত্ব তারাই দখল করবেন।

আরিফিন শুভ

অগ্রজ সুপারস্টার শাকিব খানের রাজত্বে ভাগ বসানোর চেষ্টা করা নায়ক আরিফিন শুভ এবার যেন সিংহাসনে বসেছেন। তিনি এগিয়ে ছিলেন মুক্তি পাওয়া সিনেমার আলোচনা দিয়ে। তাকে এগিয়ে দিয়েছে ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ও বড় পরিসরের ঐতিহাসিক সিনেমা ‘বঙ্গবন্ধু’। তিনি এগিয়ে ছিলেন নতুন সিনেমার চুক্তিতে। বিজ্ঞাপনের বাজারেও আরিফিন শুভ ছিলেন সিনেমার নায়কদের মধ্যে সবার চেয়ে এগিয়ে।

প্রায় দুই বছর ধরে আলোচনায় থাকা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে শুভ বছরের সবচেয়ে ব্যবসা সফল নায়কের তকমা পেয়েছেন। সিনেমাটি দেশের সিনেমা হলে খুব একটা আশানুরূপ ব্যবসা না করলেও এটি বিদেশের শতাধিক হলে ভালো অংকের আয় ঘরে তুলেছে। সিনেমাটি বেশ মোটা অংকের বিনিময়ে অনলাইন স্ট্রিমিং অ্যাপ টফি কিনে নিচ্ছে। যা বাংলা সিনেমার ক্ষেত্রে একটি রেকর্ড হতে যাচ্ছে।

পাশাপাশি আরিফিন শুভ সারা বছরই আলোচনায় ছিলেন শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ সিনেমা দিয়ে। এই ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন, সিনেমাটি বদলে দেবে শুভর ক্যারিয়ারের গ্রাফ।

এদিকে নতুন করে ‘নূর’ নামে একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন এই নায়ক। মুক্তির অপেক্ষায় আছে তার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দ্বিতীয় কিস্তি। আর নতুন চমক হিসেবে শিগগিরই জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’ থেকে কিছু কাজ শুরু করার অপেক্ষায় আছেন শুভ।

বিজ্ঞাপন দিয়েও এবার সব নায়কদের চেয়ে এগিয়ে ছিলেন শুভ। বিগ বাজেটে নির্মিত ‘পকেটে কি, ভিটামিন সি’ স্লোগানের মেরিল পেট্রোলিয়াম জেলি দিয়ে শুভ ছিলেন তুমুল আলোচিত একজন মডেলও।

সিয়াম আহমেদ

২০২১ সালের হিসেবে শুভর পরই নায়কদের মধ্যে এগিয়ে রাখতে হবে সিয়াম আহমেদকে। চলতি বছরে মুক্তি পাওয়া সবচেয়ে প্রশংসিত ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার নায়ক তিনি। এই সিনেমায় বাবা-ছেলের যে অদ্ভূত চমৎকার রসায়ন ফুটে উঠেছে তার একপ্রান্ত মজবুত অভিনয় দিয়ে ধরে রেখেছেন ছেলের চরিত্রে অভিনয় করা সিয়াম। ছবিটি ব্যবসার বাজারে তেমন সাফল্য পায়নি। তবে বছরের উল্লেখযোগ্য সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

সেইসঙ্গে চলতি বছরে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘মরিচীকা’ দিয়েও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন সিয়াম। আলোচনায় ছিলেন শিহাব শাহীন পরিচালিত আফরান নিশো ও মাহিয়া মাহি অভিনীত এই ছবিটি দিয়ে। সিয়াম আলোচনায় রয়েছেন ‘শান’ দিয়ে। এখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা দেবেন তরুণ এই অভিনেতা। দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’, ‘অপারেশন সুন্দরবন’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’ ছবিগুলোও রয়েছে মুক্তির তালিকায়। যা আগামী বছরটা মাতিয়ে রাখবে বলেই ধারণা করা হচ্ছে।

শোনা যাচ্ছে রায়হান রাফির ‘জানোয়ার ২’ ছবিতে নায়ক হবেন সিয়াম। আরও কিছু সিনেমায় কাজের কথা চলছে। মুঠোফোন অপ্পোসহ বেশ কিছু নামি দামি ব্রান্ডের সঙ্গেও জড়িয়ে আছেন সিয়াম। যা তাকে সময়ের চাহিদাসম্পন্ন নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সবকিছু মিলিয়ে হতে পারে এই নায়কই ২০২২ সালের সেরা নায়কের ভূমিকায় হাজির হবেন নতুন রাজত্বের সূচনা করে।

শাকিব খান

ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। তিনি যেখানে যান সেখানেই খবরের জন্ম হয়। যেখানে দাঁড়ান সেখান থেকেই শুরু হয় নতুন লাইনের। ফ্যান-ফলোয়ার ও হল বুকিং এজেন্টদের চাহিদায় তিনি সব নায়কদের চেয়ে এক দশকেরও বেশি সময় ধরে এগিয়ে। তবে চলতি বছরে নিজের নামে প্রতি সুবিচার করতে পারেননি ‘ঢালিউড কিং’ খ্যাত এই নায়ক।


এবারে মাত্র একটি সিনেমা তার মুক্তি পেয়েছে। অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ নামের সেই সিনেমাটি প্রথমে দেশি ওটিটি প্ল্যাটফর্ম তারপরে সিনেমা হলে মুক্তি পায়। তবে হতাশার বিষয় হলো শাকিবের নাম অনুযায়ী সাফল্য পায়নি ছবিটি। শাকিবও অনেকটা চুপ ছিলেন সিনেমাটির প্রচার ও প্রসারে।

এছাড়া শাকিব আলোচনায় ছিলেন ‘অন্তরাত্মা’, ‘লিডার আমিই বাংলাদেশ’ ও সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নিয়ে। এগুলো আসছে বছর মুক্তির পাবে। এসব সিনেমার হাত ধরেই হয়তো আবারও নিজের স্বরূপে ফিরবেন দেশসেরা এ নায়ক।

বছরের শেষদিকে শাকিব নতুন আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রে গিয়ে। তিনি দেশটির নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছেন। যে খবরটি ছিলো একটি চমক। পাশাপাশি সেখানে কিছু সিনেমার ঘোষণা দিয়েও আলোচনায় এসেছেন শাকিব খান।

নিরব

নিরব এই বছরে তার অভিনীত একমাত্র সিনেমা ‘চোখ’ মুক্তি পেয়েছে। শাপলা মিডিয়ার এই সিনেমাটি করোনা আবহের পর এ বছরে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে। নিরবের সঙ্গে এই ছবিতে ছিলেন বুবলী ও রোশান। এ সিনেমাটিও আশানুরূপ দর্শক টানতে পারেনি। তবে এবছর ওটিটি প্ল্যাটফর্ম ‘আই থিয়েটারে’ মুক্তি পাওয়া সিনেমা ‘কসাই’ দিয়ে আলোচিত ছিলেন নিরব। পাশাপাশি ‘ছায়াবৃক্ষ’, ‘অমানুষ’, ‘ফিরে দেখা’, ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’, ‘কয়লা’ সিনেমার শুটিং করে এ বছরের সবচেয়ে বেশি সিনেমায় ব্যস্ত নায়কের তকমাটি নিজের করে নিয়েছেন নিরব। সম্প্রতি নিরব কলকাতার মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

অনন্ত জলিল

হঠাৎ করেই সিনেমা ছেড়ে সরে গিয়ে ধর্ম কর্মে মন দিয়েছিলেন অনন্ত জলিল। সবাই ভেবেছিলেন সিনেমায় আর দেখা মিলবে না এই অ্যাকশন হিরোর। তিনি ফিরেছেন। আর নতুন প্রত্যাবর্তনে অনেক চমক দেখিয়েছেন। বছরজুড়ে অনন্তর কোনো সিনেমা মুক্তি না পেলেও তিনি আলোচিত ছিলেন প্রায় ১০০ কোটি টাকা বাজেটের ‘দিন: দ্য ডে’ সিনেমা নিয়ে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় এই সিনেমাটি নির্মিত হয়েছে হলিউডের আদলে। আসছে বছর ছবিটি মুক্তি পেলে অনন্ত নায়ক হিসেবে তার পুরনো প্রভাব ফিরে পাবেন বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা।
সেইসঙ্গে তার প্রযোজিত ও পরিচালিত ‘নেত্রী-দ্য লিডার’ ছবির শুটিং চলছে। বিগ বাজেটের এই ছবিটি নিয়েও অনন্ত জলিলের ভক্ত অনুরাগীরা আশাবাদী।

বাপ্পি চৌধুরী

বাপ্পি চৌধুরী অভিনীত ‘প্রিয় কমলা’ সিনেমাটি এবার মুক্তি পেয়েছে। ছোট পরিসরের সিনেমা, খানিকটা ঢিমেতালেই মুক্তি পেয়েছে। খুব একটা প্রত্যাশা ছিলো না এ ছবিকে ঘিরে। সেই তুলনায় নতুন মাত্রার একটি চরিত্রে কাজের আলোচনাটুকুই ছিলো নায়ক বাপ্পির প্রাপ্তি। এছাড়াও তিনি এ বছর ‘যন্ত্রণা’, ‘জয় বাংলা’ ছবির শুটিং করেছেন। বছরের শেষদিকে চুক্তিবদ্ধ হয়েছেন শাহীন সুমনের ‘কুস্তিগির’ সিনেমায়। আগামী বছরটা এ নায়কের জন্য বেশ ইতিবাচক যাবে বলেই মনে করছেন তার অনুরাগীরা।

সাইমন সাদিক

কোনো সিনেমা মুক্তি না পাওয়া নায়কদের মধ্যে আছেন সাইমন সাদিকও। রাজনীতির মাঠ আর পরিবার পরিজনকে সময় দিয়েই বছরের বেশিরভাগ সময় কেটেছে ‘পোড়ামন’খ্যাত নায়কের। তবে আগামী বছরটা মাতিয়ে রাখার মতো কিছু সিনেমা রয়েছে ‘জান্নাত’ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ নায়কের হাতে। তার মধ্যে অন্যতম ‘লাইভ’, ‘নরসুন্দরী’, ‘গ্যাংস্টার’, ‘আনন্দ অশ্রু’। এদিকে তিনি নিজ জেলায় ‘নিজেকে ভালোবাসলেই, দেশকে ভালোবাসা যায়’ স্লোগানে ‘কলিজার গ্রাম’ নামে নতুন একটি সামাজিক উদ্যোগ হাতে নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন।

ইমন


এই বছরে নায়ক ইমনেরও কোনো সিনেমা মুক্তি পায়নি। তার ‘আগামীকাল’, ‘কাগজ: দ্য পেপার’ সিনেমাগুলো মুক্তি অপেক্ষায় আছে। এ বছরে আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘মাফিয়া’ শুটিং করেছেন । তাছাড়াও সম্প্রতি ‘কাগজের বউ’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং শুরু করেছেন এ নায়ক। বছরের শেষ দিকে তার ফোনে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির আলাপ বেশ বিতর্কের জন্ম দেয়।

জায়েদ খান


অভিনেতা জায়েদ খান অভিনীত সিনেমা ‘এ দেশ তোমার আমার’ মুক্তি পায় নভেম্বর মাসে। তার এ সিনেমাটি দর্শক টানতে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও হলগুলো দর্শক খরায় ভুগেছে। ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে জায়েদের বিপরীতে অভিনয় করেছেন রোমানা। এছাড়া এই বছরে তিনি ‘সোনার চর’, ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং করেছেন। তবে এ নায়ক আলোচনায় ছিলেন শিল্পী সমিতির রাজনীতিকে কেন্দ্র করে।

Header Ad
Header Ad

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে হিজরি ১৪৪৬ সালের রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে সৌদি আরবের মসজিদভিত্তিক ওয়েবসাইট “ইনসাইড দ্য হারামাইন” চাঁদ দেখতে পাওয়ার খবর নিশ্চিত করে। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। রাজধানী রিয়াদের কাছের সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়। তবে তুমাইরের আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেখানে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে সুদাইর কেন্দ্রের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয় এবং ৫টা ৫৭ মিনিটের দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়।

এর আগে, সৌদি আরবের সাধারণ মানুষকে খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখার আহ্বান জানানো হয় এবং কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ কোর্টে জানাতে বলা হয়।

এদিকে, বিশ্বে প্রথম রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়, যদিও প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান শুরু হবে ২ মার্চ। এছাড়া ফিলিপাইনও জানিয়েছে, তাদের দেশে আজ চাঁদ দেখা যায়নি।

অন্যদিকে, আফ্রিকার তানজানিয়া ও ইথিওপিয়ায় চাঁদ দেখা গেছে এবং ফ্রান্সও শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

Header Ad
Header Ad

রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখা ও সব ধরনের "অশ্লীলতা" বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রমজান মুসলমানদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাস। এই মাসে সমাজকে কোরআনের শিক্ষার আলোকে গড়ে তুলতে হবে।

জামায়াত আমির আরও বলেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। রমজান তাকওয়া, সহনশীলতা ও পারস্পরিক সহানুভূতির মাস। তাই এ মাসে সব ধরনের অন্যায় ও অশ্লীলতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

Header Ad
Header Ad

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার

জস বাটলার। ছবি: সংগৃহীত

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জস বাটলার। চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ব্যর্থতার পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।

বাটলার বলেন, "ইংল্যান্ড অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ছি। আমার মতে, এটাই সঠিক সিদ্ধান্ত এবং দলের জন্যও ভালো সিদ্ধান্ত। আশা করি, ব্রেন্ডন ম্যাককালামের অধীনে নতুন নেতৃত্ব দলকে সামনে এগিয়ে নেবে।"

টুর্নামেন্টে পরপর দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়। বিশেষ করে, আফগানিস্তানের বিপক্ষে ৮ রানের পরাজয়ের পর বাটলারের নেতৃত্ব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর আগে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড, যা তার অধিনায়কত্বে দলের দ্বিতীয় বড় ব্যর্থতা।

 

জস বাটলার। ছবি: সংগৃহীত

৩৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান বাটলার ২০২২ সালে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় তিনি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) নতুন অধিনায়ক খুঁজতে কাজ শুরু করবে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন হ্যারি ব্রুক, যিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাটলারের ডেপুটি ছিলেন। তবে ইসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু
রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার
স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে আত্মহত্যা
শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর
ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত
নতুন দলের সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে: জামায়াতের সেক্রেটারি
ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু
খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!
ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই
বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয়: ড. কামাল হোসেন
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা
দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা