সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ফিরে দেখা ২০২১

দু:সময়ে আশা জাগালো ওটিটি প্ল্যাটফর্ম, বাংলায় আলোচিত কিছু সিরিজ

ছবি: সংগ্রহ

বিশ্ববাসীর মতো বাংলাদেশির কাছেও বিনোদনের সংজ্ঞাটা পাল্টে যাচ্ছে রাতারাতি। প্রেক্ষাগৃহ, মঞ্চ করোনাকালে দীর্ঘকাল বন্ধ থাকার ফলে বাঙালি দর্শক মজেছে ওয়েব সিরিজে। করোনাকাল অভিশপ্ত বছর হলেও ওয়েব সিরিজের বাজার ছিল রমরমা। লকডাউনে দেশবাসীর কাছে সুস্থ বিনোদনের মাধ্যম বলতে ভরসা ছিল ওটিটি প্ল্যাটফর্ম। একাধিক ওয়েব সিরিজ ও সিনেমাগুলি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয়েছে এবং বহু সিনেমা কিংবা সিরিজ দর্শকদের মনে ছাপ ফেলতে সফল হয়েছে।

ওটিটির সবচেয়ে বড় সুবিধা হলো, এর দর্শক শ্রেণি শুধু দেশেই সীমাবদ্ধ নয়। ভালো এবং যুগপোযোগি কন্টেন্ট হলে দেশের গণ্ডিও ছাড়াতে পারে। তেমনি শক্তিশালী কিছু বাংলা কন্টেন্ট এ বছর দেখতে পেয়েছেন দর্শক। এরই মধ্যে ‘চরকি’ সহ একাধিক নতুন প্লাটফর্ম আশা জাগানিয়া অবস্থান তৈরী করে ফেলেছে, বেশকিছু প্লাটফর্ম আছে পাইপলাইনে। এ ছাড়াও ভারতীয় কিছু প্লাটফর্ম নিয়মিত বাংলাদেশি নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীদের নিয়ে কন্টেন্ট নির্মাণ করছে। প্রতিনিয়ত সাড়াও ফেলেছে কন্টেন্টগুলো। এরমধ্যে আছে ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ এবং অমনিবাস সিরিজ। শুধু বাংলাদেশি দর্শকদের মাঝে নয়, কলকাতা কিংবা বিশ্বের নানা প্রান্তের বাঙালি দর্শকদের মাঝেও সমান জনপ্রিয়তা পাচ্ছে কন্টেন্টগুলো।

ইতিমধ্যে বাংলাদেশে পাঁচটি ওটিটি প্ল্যাটফর্ম আছে। এ ছাড়া ভারতের তিনটি প্ল্যাটফর্ম বাংলাদেশে ওয়েব সিরিজ, সিনেমা প্রযোজনা করছে। ওটিটি প্ল্যাটফর্মের এমন জনপ্রিয়তায় সরকারিভাবে এ ধরনের একটি প্ল্যাটফর্ম খোলার পরিকল্পনা করা হচ্ছে। এরই মধ্যে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে সভাও অনুষ্ঠিত হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া।

বিজনেস ইনসাইডারের একটি জরিপে দেখা গেছে, ২০২১ সালে পৃথিবীজুড়ে শুধু নেটফ্লিক্সই দেখেছে প্রায় ৩০ কোটি মানুষ। নতুন নতুন সিনেমা, সিরিজ এই প্ল্যাটফর্মেই দেখা হয়েছে বেশি। সামাজিক যোগাযোগমাধ্যমেও এগুলো নিয়ে আলোচনা ট্রেন্ডি ছিল। নেটফ্লিক্স, হইচইয়ের মতো বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম আর চরকির মতো দেশীয় স্ট্রিমিং সাইট বিচিত্র স্বাদের সিনেমা ও সিরিজ দিয়ে মানুষকে বিনোদন দিয়েছে। দেশে তৈরি সিনেমা ও সিরিজ দেখার প্রতি আগ্রহ দেখা গেছে অনেক বেশি।

২০২১ সালে বেশ কিছু বাংলাদেশি ওয়েব সিরিজ সাড়া জাগিয়েছে। ওয়েবের দর্শকদের জন্য বছরটা ছিল বেশ উষ্ণ। একের পর এক সিরিজ তাদের চাঙা রাখে বছরজুড়ে। তার মধ্য থেকে আলোচিত ৫টি ওয়েব সিরিজের কথা জানা যাক।

 

লেডিস এন্ড জেন্টলম্যান

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রশংসিত ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’। বাংলাদেশের এই নির্মাতার প্রথম ওয়েবের জন্য প্রথম কাজ এটি। কর্মক্ষেত্রে নারীকে হয়রানি, বৈষম্যসহ বিভিন্ন স্তরের গল্প দেখানো হয়েছে ওয়েব সিরিজটিতে। নুসরাত ইমরোজ তিশার প্রযোজনায় নির্মিত এই ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। এছাড়াও আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, হাসান মাসুদ, সাবেরী আলেম, পার্থ বড়ুয়া, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শরাফ আহমেদ জীবন, মারিয়া নূর প্রমুখ। ৮ পর্বের এই ওয়ব সিরিজটি চলতি বছরের জুলাইয়ে জি-ফাইভে স্ট্রিমিং হয়। ক্রাইম থ্রিলার ঘরানার ভিড়ে এমন দারুণ গল্পে ওয়েব সিরিজ নির্মাণ করায় প্রশংসিতও হয়েছেন এই নির্মাতা।

 

মহানগর

শুধু ঢাকা কলকাতা নয়, বাংলা ভাষাভাষি মানুষের কাছে চলতি বছরে যে ওয়েব কন্টেন্টটি সাড়া ফেলেছে সেটি হলো আশফাক নিপুণের ‘মহানগর’। ভারতীয় স্ট্রিমিং অ্যাপ হইচইয়ে মুক্তি পাওয়া এই সিরিজটি তুমুল আলোচনার জন্ম দেয়। ‘মহানগর’ এর গল্প, পারফরম্যান্স, কাস্ট, ক্রু সবকিছু নিয়ে পরবর্তীতে ইতিবাচক মন্তব্য লক্ষ্য করা গেছে সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেআলোচকদের মধ্যেও। ৮ পর্বের এই ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, খায়রুল বাসার, মোস্তাফিজ নূর ইমরান প্রমুখ।

 

নেটওয়ার্কের বাইরে

চলতি বছরে দেশীয় প্লাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেই চমকে দিয়েছে ‘চরকি’। প্রথম বছরেই বেশকিছু কন্টেন্ট দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে প্লাটফর্মটি। বিশেষ করে তারুণ্যকে ধরতে এই প্লাটফর্মের অন্যতম সাড়া জাগানো ওয়েব কন্টেন্ট ‘নেটওয়ার্কের বাইরে’ বিরাট প্রভাব ফেলেছে। ছোটপর্দার তারকা নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই ওয়েব ফিল্মটির গল্প, নির্মাণ এবং অভিনয়শিল্পীদের দুর্দান্ত অভিনয় ছুঁয়ে যায়নি এমন সিনেদর্শক খুঁজে পাওয়া মুশকিল! বন্ধুত্বের অন্যরকম গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন শরীফুল রাজ, ইয়াশ রোহান, খায়রুল বাসার, জুনায়েদ, অর্ষা, ফারিণ সহ অনেকে।

 

ঊনলৌকিক

দেশীয় প্লাটফর্ম চরকির সবচেয়ে প্রশংসিত উদ্যোগ ‘ঊনলৌকিক’ অমনিবাস সিরিজটি। রবিউল আলম রবি পরিচালিত শিবব্রত বর্মণের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন শিবব্রত বর্মণ, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, নেয়ামত উল্লাহ মাসুম, ও নাসিফ আমিন। মরিবার হলো তার স্বাদ, দ্বিখণ্ডিত, মিসেস প্রহেলিকা, হ্যালো লেডিজ এবং ডোন্ট রাইট মি- অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, গাজী রাকায়েত, নাজিবা বাশার, সুমন আনোয়ার, আসাদুজ্জামান নূর, সোহেল মণ্ডল, ফারহানা হামিদ, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, শাহানা রহমান সুমী এবং ইন্তেখাব দিনার প্রমুখ। ভিন্ন স্বাদের পাঁচটি গল্পে নির্মিত অমনিবাস সিরিজ ‘ঊনলৌকিক’ এর প্রতিটি গল্প নিয়ে পরবর্তীতে দর্শক কথা বলেছেন মন খুলে। অসংখ্য ইতিবাচক পর্যালোচনাও দেখা গেছে সিরিজটি নিয়ে।

জাগো বাহে

‘ঊনলৌকিক’ এর মতো বছর শেষে আবারও দারুণ অমনিবাস সিরিজ উপহার দিয়েছে চরকি। স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনটি স্বল্পদৈর্ঘ্য নিয়ে এই সিরিজ মুক্তি পায় চলতি ডিসেম্বরেই। লাইট ক্যামেরা অবজেকশন, শব্দের খোয়াব এবং বাংকার বয় নামে তিনটি পর্ব পরিচালনা করেছেন যথাক্রমে সালেহ সোবহান অনীম, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান। এরমধ্যে ‘লাইট ক্যামেরা অবজেকশন’ স্বল্পদৈর্ঘ্যটির প্রশংসা করেন সব শ্রেণির দর্শক। কারণ এই গল্পটি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী চিত্রপরিচালক জহির রায়হানকে কেন্দ্র করে। ১৯৭০ সালে জহির রায়হান নির্মাণ করেছিলেন ঐতিহাসিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। তৎকালীন সেন্সর বোর্ড চলচ্চিত্রটি আটকে দিয়েছিল। সেই সময় বোর্ডের সঙ্গে যুক্তিতর্কে লিপ্ত হয়েছিলেন জহির রায়হান। অজানা এমন ঘটনাকেই উপজীব্য করে ‘লাইট, ক্যামেরা…অবজেকশন’। এতে জহির রায়হানের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার।

 

মরীচিকা
 

‘মরীচিকা’ হচ্ছে একজন হোঁচট খাওয়া পুলিশ অফিসারের স্ট্রাগলের গল্প, একজন ঘৃণ্য অপরাধীর অন্ধকার জীবনের গল্প, সর্বোপরি মরীচিকা এক নারীর ঘুরে দাঁড়িয়ে ‘না’ বলতে পারার গল্প। একটি হত্যাকাণ্ড কে ঘিরেই এই গল্প আবর্তিত হয়। শিহাব শাহীনের নির্মিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’। সিরিজটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, ফারহান আহমেদ জোভান, ফারজানা রিক্তা প্রমুখ।

 
 
বলি
 
বছরের আলোচিত ওয়েব সিরিজ ‘বলি’। এ ওয়েব সিরিজে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নতুন রূপে দেখা গেছে। শঙ্খ দাসগুপ্তের পরিচালনায় নির্মিত সিরিজটিতে আরও অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মৌসুমি মৌ, সোহেল মণ্ডল, সোহানা সাবা, সাফা কবির, লুৎফর রহমান জর্জ, জিয়াউল হক পলাশ, কাজী রোকসানা রুমা, নাসির উদ্দিন খান প্রমুখ।
Header Ad

ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের

প্রতীকী ছবি

বাংলাদেশি নারীদের দিয়ে যৌন ব্যবসা চালানো একটি চক্রের সন্ধান মিলেছে ভারতে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এক কিশোরীসহ অন্তত ২৩ তরুণী বাধ্য হয়ে সেখানে এসব কাজ করছেন। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে তাদের উদ্ধার করা হয়। রাজ্যটির স্থানীয় সংবাদমাধ্যম ওড়িশাটিভি রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তরুণীরা বৃহৎ মানবপাচারের শিকার হয়েছেন। তাদের দৈনিক ২ হাজার রুপি বেতনের কাজের লোভ দেখিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা শোষণ ও অন্যায়ের শিকার হয়েছেন।

এই যৌনব্যবসার সঙ্গে জড়িত থাকা দালালরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে খদ্দেরের সঙ্গে যোগাযোগ করেন। যখন কোনো খদ্দের আগ্রহ প্রকাশ করেন তখন তাদের বাংলাদেশি তরুণীদের ছবি পাঠানো হয়। সেখান থেকে যে কোনো একজনকে বেঁছে নেয় তারা। এরপর আগেই অর্থ পরিশোধ করতে হয়। সবশেষে ওই খদ্দেরকে হোটেলের ঠিকানা দেওয়া হয় যেখানে নির্দিষ্ট তরুণী অপেক্ষা করেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোটাক থেকে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে উদ্ধারের পর পুরো বিষয়টি সামনে আসে। ওই কিশোরীকে লিংক রোডের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর তদন্ত শুরু হয় কীভাবে বাংলাদেশি তরুণীদের ওড়িশায় নিয়ে আসা হচ্ছে।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া এক যৌনকর্মী জানান, নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি এই কাজ করতে বাধ্য হচ্ছেন। তিনি এখানে আটকা পড়ে গেছেন। উদ্ধারকৃত ওই যৌনকর্মী জানান, পুরো বিষয়টি পরিচালনা করে একটি সংঘবদ্ধ চক্র।

ধারণা করা হচ্ছে, প্রতারণার শিকার এই তরুণীদের কয়েক বছর ধরে আটকে রেখেছে চক্রটি। যারা এরসঙ্গে জড়িত তাদের ধরে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে।

স্থানীয় যেসব দালাল এই ব্যবসা চালানোয় ভূমিকা রেখেছে তাদের শনাক্ত করতে সক্রিয় অভিযান শুরু করেছে পুলিশ।

ভুবনেশ্বরের ডিসিপি পিনাক মিশ্রা ওড়িশাটিভিকে বলেছেন, “আমরা টুইন সিটিতে এ ধরনের অবৈধ কার্যক্রমের ওপর দৃষ্টি রাখছে। আমাদের কাছে এসব বিষয়ে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে। যারা এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Header Ad

ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল।

রবিবার (২৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আর্জেন্টিনা ব্রাজিলকে চাপে রেখে ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

পেরুর লিমাতে বসেছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। যদিও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল। বিপরীতে আর্জেন্টিনা রার্নাসআপ হয়ে। গ্রুপ পর্বের চার ম্যাচের চারটিতেই জিতেছিল ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা জয় পায় দুইটিতে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিকই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

আগামীকাল সোমবার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়াও গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়েকে একই ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে।

Header Ad

আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন

নায়েব আলী জোয়ারদার এবং তাহজীব আলম সিদ্দিকী সমি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ২টি মামলায় ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। অন্যদিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমি ৩টি মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চেীধুরী আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এ জামিন আদেশ দেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান।

জানা যায়, সাবেক সংসদ সদস্য নায়ের আলী জোয়ারদারকে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপির অফিসে হামলা অগ্নিসংযোগের অভিযোগের মামলায় গত ১২ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন রাতে ঝিনাইদহ শহরের আরপপুরের জামতলা এলাকার বাড়ি থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। তারপর থেকেই তিনি জেলে ছিলেন। ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হাই মৃত্যুবরণ করলে বিনাভোটে নায়েব আলী জোয়ারদার এমপি নির্বাচিত হন।

এ দিকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে গত ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও জেলা বিএনপি অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা রয়েছে।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, মেডিকেল গ্রাউন্ডে আদালত আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন তারা শারীরিকভাবে অসুস্থ বলে আসামির আইনজীবী আদালতকে জানান। তারপরও তাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জামিন মঞ্জুর করেছেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

ভারতে যৌন ব্যবসায় বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের
ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল আর্জেন্টিনা
আওয়ামী লীগের ২ সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
পলাশবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
আইপিএল মেগা নিলাম সর্বশেষ: কোন দলে কোন ক্রিকেটার?
রেকর্ড এডিট দাবি, দশ লাখ টাকার চেক নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা
পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৮২
হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ