শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ফিরে দেখা ২০২১

সারা বছর আলোচনার শীর্ষে পরীমনি, বাঁধন ও মাহি

রুপালী জগতের নায়িকাদের নিয়ে মানুষের যেমন আগ্রহের শেষ নেই, তেমনই তাদের নিয়ে আলোচনারও শেষ নেই। প্রশংসা ও নিন্দা দুটোই পান তারা। কেউ কম, কেউ বেশি। ২০২১ সালে বাংলা চলচ্চিত্রাঙ্গনে আলোচিত ছিলেন পরীমিন, বাঁধন এবং মাহি। এ ছাড়াও অন্যান্য নায়িকাদের নিয়েও আলোচনা-সমালোচনা ছিল বিস্তর। তবে বছর শেষে বিশ্লেষণে দেখা যায়, সারা বছর আলোচনার শীর্ষে পরীমনি, বাঁধন ও মাহি।

চিত্রনায়িকা বাঁধন তার কাজ দিয়ে আলোচনায় ছিলেন। বলতে গেলে বিদায়ী বছর তার জন্য দারুণ ছিল। অন্যদিকে পরীমনি আলোচনায় ছিলেন মামলা, গ্রেপ্তার, রিমান্ড, কারাগার যাপন, জামিন নিয়ে। মাহি আলোচনায় ছিলেন বিবাহ বিচ্ছেদ, পুণরায় বিয়ে ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ফোনকল ফাঁসসহ ইত্যাদি ব্যাপার নিয়ে।

তাদের বাইরে তেমন কোনো নায়িকা বা অভিনেত্রী সিনেমা নিয়ে খুব একটা সাফল্য পাননি। দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানও এবার ছিলেন গেল বছরগুলোর তুলনায় ম্লান। ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকাদের মধ্যে অপু-বুবলীর একটি করে সিনেমা এলেও পরী-মাহিরা আলোচনায় ছিলেন নানা বিতর্কে।

পরীমনি

মিডিয়াপাড়ায় চলতি বছরের সবচেয়ে আলোচিত চরিত্র চিত্রনায়িকা পরীমনি। বোট ক্লাব কাণ্ড, বাসায় র‌্যাবের অভিযান, মামলা, রিমান্ড, গ্রেপ্তার, জামিন, মুক্তি। এমন সব ঘটনার সঙ্গে জুন থেকে ডিসেম্বর বারবার উচ্চারণ হয়েছে পরীমনির নাম। শুরুটা হয়েছিল ৮ জুন রাতে। সেদিন রাতে পারিবারিক বন্ধু নিয়ে যান আশুলিয়ার একটি ক্লাবে পরীমনি। সেখানে জোর করে তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানান তিনি। এর পর ৪ আগস্ট পরীমনির রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে আটক করেছে র‌্যাব। অভিযান চালানোর সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুকে লাইভে এসে পরীমনি থানাপুলিশ ও ডিবির কর্মকর্তা এবং তার পরিচিতজনদের কাছে ফোন করে তাকে বাঁচানোর আহ্বান জানান।

৫ আগস্ট পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেদিন রাত সাড়ে ৮টার দিকে এই মামলায় তাকে আদালতে তোলা হয়। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করে পুলিশ। এর মধ্যে ৭ আগস্ট এফডিসিতে সংবাদ সম্মেলন করে পরীমনির সদস্যপদ স্থগিতের কথা জানায় চলচ্চিত্র শিল্পী সমিতি। চার দিনের রিমান্ড শেষে ১০ আগস্ট আরও দুই দিনের জন্য রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে।

পরীমনির জামিন আবেদন নাকচ করে ১৩ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তাকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে। ১৯ আগস্ট পরীমনিকে তৃতীয় দফায় ১ দিনের জন্য রিমান্ডে নেয় সিআইডি। ২২ আগস্ট পরীমনির পক্ষে তার আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। পরে ৩১ আগস্ট তার জামিন হয়। ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। তিনি ২৬ দিন বন্দি ছিলেন।

এ বছরে তার ‘স্ফুলিঙ্গ’ সিনেমা মুক্তি পেলেও সেটি দর্শক টানতে পারেনি। তবে ‘প্রীতিলতা’, ‘কাগজের বউ’ সিনেমাগুলোতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির মিছিলে আছে তার ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মুখোশ’ সিনেমাগুলো।

আজমেরী হক বাঁধন

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চলতি বছরটা একদম নিজের করে নিয়েছেন ‘রেহানা মরিয়ন মূর’ দিয়ে। এই সিনেমাটি দিয়েই প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে নাম উঠে ঢালিউডে। ৬০ বছরেরও বেশি সময় ধরে চলমান ইন্ডাস্ট্রির জন্য এটাই সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্জন।

‘রেহানা মরিয়ম নূর’ ঘুরে এসেছে মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যাল, বিএফআই লন্ডন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, হংকং এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, বুশান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিডনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালসহ মোট ১৩টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে।

‘রেহানা মরিয়ম নূর’সিনেমায় অভিনয় করার কারণে পেয়ছেন দেশে-বিদেশের অনেক পুরস্কার-প্রশংসা। বিদেশি গণমাধ্যমে শিরোনামও হয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি বাঁধন নাম লিখিয়েছেন বলিউডেও। যা শোবিজের জন্য এ বছরের সেরা চমকের একটি।

 

মাহিয়া মাহি

ঢালিউডে অভিনেত্রী মাহিয়া মাহি। চলতি বছরে তার ‘নবাব এলএলবি’ সিনেমাটি মুক্তি পায় হলে। এটি আশানুরূপ সাড়া পায়নি। তাছাড়া সিনেমায় মাহি ছিলেন শাকিবের ছায়ায় ম্লান। কবে ওয়েব সিরিজ ‘মরীচিকা’ দিয়ে বেশ আলোচনায় ছিলেন এই নায়িকা। কাজ করেছেন ‘নরসুন্দর’, ‘আশির্বাদ’, ‘আনন্দ অশ্রু’, ‘বুবুজান’ সিনেমায়। হাতে আছে আরও কিছু নতুন সিনেমা ও সিরিজের প্রস্তাব।

তবে ২০২১ সালটা মাহি মাতিয়ে রেখেছেন ব্যক্তি জীবনের নানা ঘটনায়। প্রথমত আসে প্রাক্তন স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের খবর। এরপর দেন নতুন বিয়ের ঘোষণা। স্বামীকে নিয়ে ওমরাহ হজ করতে গিয়ে তিনি আলোচনায় আসেন একটি অডিও ফাঁস কেলেঙ্কারী দিয়ে। প্রাক্তন মন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অডিও ক্লিপটিতে শোনা যায়, মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলছেন প্রতিমন্ত্রী মুরাদ। নায়িকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন তিনি। এই কারণে মাহিয়া মাহি দেশে আলোচনা কেন্দ্র বিন্দু হয়ে যায়। এই রেকর্ড জন্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশন ছিল। এই ঘটনাটি বছরের সেরা আলোচিত ঘটনার একটি। আর এর সঙ্গে জড়িয়ে আলোচনায় ছিলেন মাহিও।

 

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছরে বাংলাদেশি কোনো সিনেমা তার মুক্তি পায়নি। কলকাতাতেও ছিলেন না খুব একটা সফল। করোনার কারণেই নিজেকে খানিকটা গুটিয়ে রেখেছিলেন এই অভিনেত্রী। মনযোগী ছিলেন প্রাণিদের অধিকারসহ নানা রকম সামাজিক আন্দোলন ও উদ্যোগের প্রতি। তবে বছরের শেষ দিকে এসে সরব হয়েছেন। বেশ কিছু সিনেমায় কাজ করতে যাচ্ছেন জয়া। মুক্তির অপেক্ষায় আছে তার ‘ঝরা পালক’ সিনেমাটি। আশা করা যাচ্ছে, আবারও নিজেরে স্রোতে ভাসবেন বর্তমান সময়ে বাংলা সিনেমার সবচেয়ে উজ্জ্বল অভিনেত্রী জয়া।

 

বুবলী

উধাও হওয়ার আগে ‘ক্যাসিনো’ ছিল বুবলী অভিনীত সর্বশেষ সিনেমা। আর মুক্তি পায় বীর। এ ছবি মুক্তির সময় কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কয়েক মাস ধরে উধাও। নেই তো নেই, কোথাও নেই। কারও সঙ্গে কোনো কথা নেই। আড়ালে থাকা সময়টায় খবর রটে, মা হয়েছেন তিনি। জানুয়ারির প্রথম সপ্তাহে হঠাৎ সংবাদমাধ্যমে হাজির। ফেসবুকে নতুন ছবি প্রকাশ করেন। উধাও থাকা বুবলী হঠাৎ হাজির হয়ে যেন নতুন আলোচনার জন্ম দেন। বুবলীকে নিয়েও সরব হয় সংবাদমাধ্যম। এরপর আবার কাজে মনোযোগী হন। এদিকে খবর রটে, শাকিবের সঙ্গে নতুন কোনো সিনেমায় দেখা যাবে না বুবলীকে। দেশে ফেরার পর শাকিবের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেও তাকে নিয়ে আবার আলোচনা হয়। বছরের শেষ দিকে বিদেশে পাড়ি দিয়েও আলোচনায় ছিলেন বুবলী।

 

জান্নাতুল ফেরদৌস ঐশী

চলতি বছরেই সিনেমার নায়িকা হিসেবে অভিষিক হয়েচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। ৩ ডিসেম্বর মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ৩১ ডিসেম্বর ‘রাত জাগা ফুল’। দুটি সিনেমাই নবাগত ঐশীকে আলোচনায় রেখেছিলো তার সিনিয়রদের চেয়েও বেশি।

বিদ্যা সিনহা মীম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম আলোচনায় ছিলেন বিয়ের জন্য। তার হবু বরের নাম সনি পোদ্দার। তিনি পেশায় একজন ব্যাংকার। সিনেমার বাজারে মিম আগামী বছরের জন্য অপেক্ষা করেছেন। আসছে বছর ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাবে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা দুটিও।

নোভা ফিরোজ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা ফিরোজ। এই প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন তিনি। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায়। হলে খুব একটা দর্শক টানতে পারেনি সিনেমাটি। তবে নোভা ছিলেন অভিনয়ে প্রশংসিত।

অপু বিশ্বাস

গেল কয়েক বছর ধরেই নায়িকা অপু বিশ্বাস যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। একটা সময় যার নামে দর্শক হলে আসতো সেই নায়িকার ভক্তরা এখন আফসোস করেন প্রিয় তারকাকে মনের মতো সিনেমায় না পেয়ে। চলতি বছরে ‘প্রিয় কমলা’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে অপুর। তবে এটির প্রচার প্রসারে তেমন জৌলুস ছিলো না। দর্শক সাড়াতেও ছবিটি ছিল নিরব। আশার কথা হলো এই বছর কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছেন অপু। যা সামনে বছরে প্রথম দিক থেকে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে। দেখা যাক, আসছে বছরটা জমিয়ে তুলতে পারেন কি না এক সময়ের সুপারহিট এই নায়িকা।

 

পূজা চেরী

পূজার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ‘মাসুদ রানা’, ‘শান দুটি সিনেমা দিয়েবছরজুড়েই তিনি ছিলেন আলোচনায়। বছরের মাঝামাঝিতে পূজা চমক দেখান শাকিব খানের নায়িকা হয়ে। সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমায় শাকিবের সঙ্গে দেখা যাবে পূজাকে।

এছাড়াও মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, নিপুণ আলোচনায় ছিলেন বছরজুড়েই। কেউ সিনেমা-নাটক নিয়ে, কেউ পরিবার নিয়ে। কেউ কেউ রাজনীতির মাঠে। নতুন প্রজন্মের মধ্যে তমা মির্জা, তানহা তাসনিয়া, জাহারা মিতু, কেয়া, দিঘী, অধরা খান, মৌ খান, শিরিন শিলাসহ আরও কয়েকজন নতুন পুরনো নায়িকারা নিজেদের সরব রেখেছেন শোবিজে। উল্লেখ করার মতো কাজ বা সাফল্যের দেখা না পেলেও সবাই চেষ্টা করে যাচ্ছেন করোনার প্রকোপ কাটিয়ে ব্যস্ত হয়ে উঠার।

Header Ad
Header Ad

ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতির কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ছাত্র-জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, "আমরা বাংলাদেশকে সামনে রেখে, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র গঠন করব। পেছনের ইতিহাস পেরিয়ে আমরা সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই।"

তিনি আরও বলেন, "আজকের মঞ্চ থেকে আমরা শপথ নিচ্ছি—বাংলাদেশকে বিভাজিত হতে দেব না।" এরপর তিনি দলের লিখিত ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে উল্লেখ করা হয়—জুলাই ২০২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হয়েছে। ফ্যাসিবাদী শাসনের পতনের পর জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়েছে।

ঘোষণাপত্রে আরও বলা হয়, নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যৎ রাজনীতিতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও পরিবারতন্ত্রের কোনো স্থান থাকবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থনীতিতে স্বনির্ভরতা, সম্পদের সুষম পুনর্বণ্টন ও উদ্ভাবনী সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পরিশেষে, নাহিদ ইসলাম বলেন, "এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার, এবং একটি নতুন বাংলাদেশ গড়ার।"

Header Ad
Header Ad

জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের নামে যেসব মামলা হয়েছে, সরকার সেগুলো এখনো প্রত্যাহার করেনি।"

নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি বিএনপির সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, "সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানাই। এছাড়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে।"

তিনি আরও বলেন, "শেখ হাসিনার আমলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, গুম, খুনসহ নানা নির্যাতন চালানো হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ মামলা হয়েছে।"

দুদু সরকারের উদ্দেশে বলেন, "দেশের জনগণ সরকারের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখিয়েছে। কিন্তু কাজের কাজ না করলে তারা সেই সমর্থন মুহূর্তেই প্রত্যাহার করতে পারে। তাই সরকারকে সতর্ক থাকতে হবে এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে।"

Header Ad
Header Ad

খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!

খালেদা জিয়ার মতো সাজে কিশোরী জৌতি খাতুন। ছবি : ঢাকাপ্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা মতো সাজলেন এক কিশোরী। তার সঙ্গে ছবি ও সেলফি উঠতে উৎসুক জনতা ভিড় করেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা উপমন্ত্রী ও সদ্য কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুকে গণসংবর্ধনা অনুষ্ঠানে ওই কিশোরীকে খালেদা জিয়ার মতো সাজে দেখা যায়।

খালেদা জিয়ার মতো সাজে ওই কিশোরীর নাম জৌতি খাতুন। তিনি উপজেলার ফলদা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল খানের কন্যা। জৌতি খাতুন অর্জুনা ইউনিয়নের বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

জানা যায়, শুক্রবার বিকালে ভূঞাপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী সদ্য কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর গণসংবর্ধনার আয়োজন করা হয়। খালেদা জিয়ার মতো সাজে ওই কিশোরী উপস্থিত সকলের নজর কাড়ে। এ সময় তার সাথে উপস্থিত উৎসুক লোকজন ছবি, সেলফি ও ভিডিও করতে ভিড় করেন।

কিশোরী জৌতি খাতুন বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো করে সাজে সাজতে পেরে ভালো লাগছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সংবর্ধিত অতিথি- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী সদ্য কারামুক্ত অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।

এছাড়াও অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুর হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তানপন্থীর কোনো ঠাঁই বাংলাদেশে হবে না: নাহিদ ইসলাম
জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না : দুদু
খালেদা জিয়ার মতো সাজলেন কিশোরী, ছবি তুলতে উৎসুক জনতার ভিড়!
ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই
বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয়: ড. কামাল হোসেন
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা
দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা
সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে না বাংলাদেশ
বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপা বাদে সব দল আমন্ত্রিত
চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য আটক
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলেন জেদনী
বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার