সাংস্কৃতিক মেলবন্ধনের শিল্পীরা ২০২৬ সালের কমনওয়েল গেমসে
২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক রাজ্য হলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। ফলে গেমসটিকে তার চরিত্র অনুসারে ‘ভিক্টোরিয়া গেমস ২০২৬’ নামে অভিহিত করা হচ্ছে। মোট ৫৬টি দেশ। এই দেশগুলো আগে ব্রিটিশ উপনিবেশ ছিল। অস্ট্রেলিয়ার চারটি রাজ্যে হবে তাদের খেলাগুলো।
শুরুর অনুষ্ঠানগুলো হবে বিশ্বখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। স্টিভ, মার্ক, ডিন জোনস, অ্যালান বর্ডার, শেন ওয়ার্নের কারণে দুনিয়ার সবার চেনা, অতি প্রিয়। ১২ দিনের কমনয়েলথ গেমসের শুরু হবে ১৭ মার্চ, শেষ ২৯ মার্চ।
আয়োজন করা হবে কমনওয়েলস গেমস ফেডারেশনের (সিজিএফ) অধীনে।
এই গেমসের শেষ দিনের অনুষ্ঠানে যারা পারফর্ম করবেন তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। আছেন তাদের মধ্যে ‘ইউবি ৪০’ ও ‘ডেক্সিস মিডনাইট রানার’। উইবি ৪০ হলো একটি ইংরেজ র্যাগে ও পপ ব্যান্ড। বার্মিংহামে ১৯৭৮ সালে জন্ম। ব্রিটিশ সিঙ্গেল চার্টে তাদের ৫০টিরও বেশি গান আছে। আন্তর্জাতিক সাফল্যও অনেক। ৭ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে বিশ্বজুডে। তারা আদিবাসী গানেরও শিল্পী। ইংরেজ, ওয়ালশ, জ্যামাইকান, স্কটিশ, ইয়েমেনি গায়কদের একটি দল তারা।
‘ডেক্সিস মিডনাইট রানার’কে সবাই ভালোবেসে ডাকেন ‘ডেক্সিস’। একটি ইংরেজি পপ রক গানের দল। তারাও বার্মিংহামের। ১৯৭৮ সাল থেকে। ‘কাম অন আইলিন’ গানটি তাদের সবচেয়ে বিখ্যাত। আরেকটি হলো ‘জিনো’। দুটিই সিঙ্গেল চার্টে এক নম্বরে ছিল। আরো ২০টি সেরা গান আছে। তবে কম জনপ্রিয় তুলনায়। শুরুর একমাত্র গায়ক হিসেবে এখন আছেন সহ-প্রতিষ্ঠাতা কেভিন রোল্যান্ড। তিনি ও জিম প্যাটারসন সবগুলো অ্যালবামে আছেন। তাদের শেষ অ্যালবাম বেরিয়েছে ২০১৬ সালে।
শিল্পীরা সবাই বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে পারফর্ম করবেন।
১১ দিন টানা খেলাগুলো আয়োজনের শেষ দিন তাদের মাধ্যমে বিনোদনের আসর বসবে।
আরো থাকবে স্টিভেন নাইটের তৈরি ‘পিকি ব্লাইন্ডার্স’ নামের তুমুল জনপ্রিয় অপরাধ কাহিনীর টিভি সিরিজের একটি উপস্থাপনা। একটি অতি পুরোনো গল্প। ২০২২ সালে টিভিতে সিরিজটি শেষ হয়েছে। স্টেডিয়ামে আয়োজনটির নাম হলো ‘পিকি ব্লাইন্ডার্স : দি রিডেমশন অব টমাস শ্যালবি’। আসলে একটি নাচ। থিয়েটারে পারফর্ম করেন টমি অ্যান্ড গ্রেসের কাহিনী। তখন প্রথম বিশ্বযুদ্ধ, টমি একজন সার্জেন্ট মেজর আর গ্রেস নারী একজন গোয়েন্দা। মূল চরিত্র টমাস শ্যালবিও থাকবেন। এভাবেই আত্মীকরণ করা হয়েছে উপস্থাপনাটি।
‘বেভারলি নাইট, এমবিই’, ৪৯ বছরের গায়িকা ও সঙ্গীতময় নাটকের শিল্পী, থাকবেন সেদিন। তিনি আমেরিকান সোল মিউজিক ধারার গায়িকা। ব্রিটেনের ইতিহাসে সেরা সোল আর্টিস্টদের একজন বিবেচনা করা হয়। ধারার পপ গান কালো মানুষরাই গান। পপ মিউজিকের একটি বিশেষ ধারাও।
আরো থাকবেন ‘জর্জা অ্যালেস স্মিথ’ বা ‘জর্জা স্মিথ’। মোটে ২৫ বছরের এই তরুণী একজন বিখ্যাত আবেদনময়ী ইংরেজ গায়িকা ও গীতিকার। ১১ বছর বয়স থেকে গান লেখেন। তাকে ‘ব্রিট অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়েছে ব্রিটেনের সেরা নারী গায়িকা হিসেবে। ‘বি অনেস্ট’ গানের জন্য অত্যন্ত বিখ্যাত।
অন্য শিল্পী হলেন ‘অ্যাপাচি ইন্ডিয়ান’, ব্রিটিশ গায়ক ও গীতিকার এবং র্যাগে ডিজে।
গাইবেন ‘লোরা রিমভোলা’। ৩৬ বছরের গায়িকা, কালো মেয়ে। বাবা ছিলেন একজন কালো মানুষ, জ্যামাইকান। তার মেয়ে খালি গলায় গান করতে পারদর্শী, জ্যাজ, নিও-সোল (জনপ্রিয় গান), গসপেল (ঐতিহ্যবাহী খ্রিস্টান গান), সমবেত ও ক্লাসিক্যাল গানে প্রশিক্ষিত।
‘গোল্ডি এমবিই’ একজন ডিজে, সঙ্গীত প্রযোজক ও ব্রিটিশ গ্রাফিতি শিল্পী।
‘জ্যাকব ব্যাংকস’ হলেন একজন নাইজেরিয়ান-ব্রিটিশ। অভিবাসী। গায়ক ও গীতিকার। ২০১২ সালের কালোদের গানের ধারার তিনি অভিষেকের প্রতিযোগীতাটি জয় করেছেন। সোল, আর অ্যান্ড বি ও হিপ হপের গায়ক।
গাইবেন জানুম খান বা জেইকেই। একজন তরুণ ব্রিটিশ র্যাপার ও অভিনেতা।
গান করবেন অ্যাশ।
থাকবেন ব্রিটিশ-আইরিশ বাবা ও জ্যামাইকান মায়ের মেয়ে ‘মাহেলিয়া ব্রুকমার’। মোটে ২৪ বছরের, শিল্পীর বাবা-মা দুজনেই গানের মানুষ। তিনি ব্রিটিশ-জ্যামাইকান গায়িকা, গীতিকার ও অভিনেত্রী। কয়েকটি লং প্লে, দুটি অ্যালবাম ও ‘ব্রাদারহুড’ ছবিতে কাজ করেছেন। ২০১৮ সালে তার ‘সোবার’ গানটি ইউটিউবে এক নম্বরে ছিল।
ব্রিটিশ-জ্যামাইকান র্যাগে ব্যন্ডি ‘মিউজিকাল ইয়ুথ’ পারফর্ম করবে। ১৯৭৯ সালের পুরোনো গানের দলটি বার্মিংহামভিত্তিক অন্য অনেকের মতো। ১৯৮২ সালে তাদের ‘পাস দি ডাচি’ বিশ্বের অনেকগুলো গানের চার্টে এক নম্বর হয়েছে। মোটে দুটি অ্যালবাম করেছেন তারা ও গ্রামিতে মনোনীত হয়েছেন। ২০০১ সালের পর থেকে তারা দুজনের দল।
নিলম গিল থাকবেন। তার দাদা-দাদী ভারতীয়, পাঞ্জাবি শিখ পরিবার। একজন ২৭ বছরের ব্রিটিশ-ভারতীয় ফ্যাশন মডেল। ভোগের প্রচ্ছদ।
তার দেশী পাঞ্জাবি এমসি, অনেক ধরণের গানে পারদর্শী গাইবেন। বিশ্বজুড়ে তার ভাঙ্গারা গান ‘মানদিয়ান তো বাঁচকে’র জন্য খুব খ্যাতিমান। ১ কোটি কপি বিক্রি হয়েছে। বিশ্বের সবচেয়ে বিক্রি হওয়া একক গানের অন্যতম। তাকে ভাঙ্গারা গানের সবচেয়ে প্রতিশ্রুতিশীল গায়কের একজন মনে করা হয়।
থাকবেন ‘রাজা হুসেন’, ব্রিটেনের প্রথম হিজড়া টপ মডেল ‘তালুলা-ইভ’ ও ‘দি সিলেক্টর’। তারা জ্যামাইকান ভাবধারার গান করেন। ১৯৭৯ সালের পুরোনো ব্যান্ডদল। ১৯৫০ থেকে ৮০’র দশকের জ্যামাইকান ধারার গান থেকে গান গেয়ে চলেন।
তাদের সবার পারফরমেন্স দেখতে ৩০ হাজার দর্শক স্টেডিয়ামে থাকবেন।
বার্মিংহামের এই আয়োজনের প্রধান সৃজনশীল কর্মকর্তা মাটিন গ্রিন জানিয়েছেন, ‘এই অসাধারণ শহরের স্পন্দনশীল শক্তি এবং সাংস্কৃতিক সম্পদকেও উদযাপন করবে আয়োজন।’
ছবি : ১. জর্জা স্মিথ ২. পিকি ব্লাইন্ডার্স ৩. লোরা রিমভোলা ৩. মাহেলিয়া ব্রুকমার ৪. নিলম গিল।
ওএফএস।