শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মনিকার অনুরোধ রাখলেন বিয়ন্সে

যখন বিয়ন্সে গানের লাইনগুলো ঠিকঠাক করছেন, একটি অনুরোধ এলো মনিকার কাছ থেকে।
পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া মেয়েটির পুরো নাম মনিকা সামিয়েল লুইনস্কি। জন্ম ১৯৭৩ সালের ২৩ জুলাই।
হোয়াইট হাউজে যখন ইন্টার্ন, তখন তার বয়স মোটে ২২। আরো একটি বছর ১৯৯৬ সাল পর্যন্ত মাকিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের কর্ম অফিস ‘ওভাল’-এ তিনি চাকরি করেছেন। এটি হোয়াইট হাউজের অর্ন্তভুক্ত।
মনিকা লুইনস্কি প্রকাশ করেছেন, তখনকার রাষ্ট্রপতি ও বিশ্ববরেণ্য নেতা বিল ক্লিনটনের সঙ্গে তার অন্যায় সম্পর্ক ছিল।
আদালতে উপস্থাপিত ও প্রমাণিত এই প্রণয়ঘটিত দুকর্মের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ এবং আগামীদের উজ্জ্বলতম প্রতিভাগুলোর একটি বিল ক্লিনটনের রাজনৈতিক এবং সামাজিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। প্রতিক্রিয়া হয়েছে তার জীবনে ভয়াবহ। অপবাদ ও অবিশ্বাসকে ঘাড়ে নিয়ে অভিসংশনের শিকার হন ক্লিনটন। তাকে হোয়াইট হাউজের প্রতিনিধিরা প্রথমে সরিয়ে দেন। এরপর কংগ্রেসে ভোটেও হেরে যান তিনি। চলে গেলেন ইতিহাসের দ্বিতীয় ইমপিচমেন্টের শিকার মার্কিন প্রেসিডেন্ট হয়ে ২০০১ সালের ২০ জানুয়ারি।
অথচ উইলিয়াম জেফারসন ক্লিনটনকে কে না চেনেন দুনিয়াতে। ইতিহাসের তৃতীয় কমবয়সী হিসেবে যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট।
মোটে ২৭ বছর বয়সে, পড়ালেখা শেষ করেই এই তুমুল প্রতিভাবান যুবক পুরো আমেরিকাকে চমকে দেন আরাকানসাসের গভর্নর হয়ে। টানা ১৯৯২ সাল পর্যন্ত অঙ্গরাজ্যের প্রধান ছিলেন।
তারও দুই বছর আগে মানে পড়ালেখা শেষ করেই তিনি হলেন রাজ্যটির অ্যাটর্নি জেনারেল।
মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকামীদের দল ডেমোক্রেটিক পার্টিই তাদের সোনার ছেলেটিকে বলতো ‘নিউ ডেমোক্র্যাট’।
তিনি তৃতীয় ধারার রাজনীতিতে বিশ্বাসী ও প্রবক্তা।
জীবনের অন্যতম অর্জন ইসরায়েল ফিলিস্তিনিদের ক্যাম্প ডেভিড চুক্তি, ইয়াসির আরাফাতকে নিয়ে। উত্তর আমেরিকায় বিনা শুল্কে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাণিজ্য শুরুর আইন পাশ করেছেন।
তার প্রেমিকা ও ছাত্র জীবনের বান্ধবী হিলারি ক্লিনটন। বিশ্বখ্যাত নারী।
হিলারি নিউ ইয়র্কের সিনেটর ছিলেন ২০০১ থেকে ২০০৯ সালে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নারী হিসেবে রাষ্ট্রপতি নিবাচনের প্রতিদ্বদ্বী।
তার স্বামী ক্লিনটন রুজভেল্ট ও রিগ্যানের সঙ্গে তৃতীয় সবচেয়ে সেরা প্রেসিডেন্ট থেকে চলে যান।
এরপর থেকে আর নিয়মানুসারে রাজনীতিতে নেই ক্লিনটন।
বক্তৃতা ও মানবতার কাজে নিজেকে নিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক প্রধান।
তার ক্লিনটন ফাউন্ডেশন আছে।
এইচআইভি, এইডস নিয়ে তিনি কাজ করেন হিলারিকে নিয়ে।
হাইতিতে তিনি জাতিসংঘের বিশেষ দূত ছিলেন।
‘ক্লিনটন-বুশ হাইতি ফান্ড’ করেছেন তারা।
বিল ক্লিনটন তার দলের রাজনীতিতেও আছেন। ২০০৮ এবং ’১৬ সালে হিলারির রাস্ট্রপতির জন্য প্রচারে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।
এবার মনিকা। এখন এই নারী মোটে ৪৯ বছরের। হঠাৎ করেই খারাপ কাজে আলো ও অন্ধকারের নীচে চলে এলেন।
একজন মাকিন অধিকারকমী তিনি। টিভি ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার।
ক্লিনটনের অসৎকর্ম তাকে আন্তর্জাতিক তারকার খ্যাতি দিয়েছে।
নিজের নামে একটি হাতব্যাগ, নারীদের; তিনি বিক্রি করেন ভালোভাবে। একটি শরীরচর্চা কম্পানির পরিকল্পনা উপস্থাপনের তিনি বক্তা।
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তিনি একজন সক্রিয় কমী, লন্ডন থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স।
হিলারির জীবনে না গিয়ে আমরা বরং মনিকা লুইনস্কির সাম্প্রতিক খবরে থাকি। তিনি, গতকাল খবরে প্রকাশ, বিয়ন্সে তার নতুন অ্যালবাম রিনেইনন্স (রেঁনেসা)’তে ‘অদক্ষ লোকের প্রতি বৈষম্য আরোপের নিন্দা জ্ঞাপন’ সরিয়ে দিচ্ছেন এই খবরগুলো তার টুইটারে শেয়ার দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘উম, আমরা অল্প সময়ের জন্য এতে।’
‘পাটিশন (বিভক্তি বা ভাগ)’ নামের এই সাউন্ড ট্র্যাকটি নেওয়া হয়েছে গায়িকার ২০১৩ সালের তার নামেই প্রকাশিত স্টুডিও অ্যালবাম থেকে।
গানে মনিকাও আছেন তার কন্ঠে-“মনিকা লুইনস্কি’ড অল অন মাই গাউন।”
আছেন তিনি বিয়ন্সের ‘হিটেড’ নামের গানে। হিটেড মানে হলো উত্তপ্ত বা উত্তেজিত।
এই সপ্তাহে বিয়ন্সে রাজি হয়েছেন, তার গানটি থেকে সেই অংশটিও সরিয়ে ফেলতে, এটি আলোচনায় নিয়ে আসবে ও হীন আচরণ করতে নিয়ে যেতে পারে দর্শক, শ্রোতাদের সেই জীবনগুলোতে।
তবে মনিকা লুইনস্কির অনুরোধ বিষয়ে গায়িকাকে মন্তব্যের জন্য পেতে পারেনি সিএনএন।
এবার বিয়ন্সে। পুরো নামটি কবেই হারিয়ে গেছে তার, বিয়ন্সে জ্যাজেল নোওজ কার্টার।
৪০ বছরের এই নারী কালো, আফ্রিকান-আমেরিকান মা।
বাবা সেলুন মালিক ও নরসুন্দর।
এখন তিনি একজন বিশ্ব কাঁপানো গায়িকা, অভিনেত্রী, প্রযোজক ও গীতিকার।
শিশু বয়স থেকে তার গাওয়া ও নাচার শুরু। ৯০ দশকের শেষ থেকে এই কিশোরী-তরুণীর মার্কিন বিখ্যাত মেয়েদের গানের দল “ডেসটেনিস’স চাইল্ড”র প্রধান গায়িকা হিসেবে বিশ্ব কাঁপানোর শুরু করেন। সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মেয়েদের গানের দলের অন্যতম তারা।
বিয়ন্সে বিশ্বের সবচেয়ে বেশি প্রদর্শনযোগ্য রেকর্ড আর্টিস্টদের একজন। ২শটি গানের তালিকাতে বিশ্বজুড়ে প্রথম শিল্পী হিসেবে তার পর, পর ছয়টি গান প্রথম হয়েছে।
২৮টি ‘গ্রামি’ জিতেছেন শিল্পী হিসেবে, ২৬টি ‘এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড’ও আছে তার। ১৩টি বিইটি, ১৭টি একক শিল্পীর ‘ট্রেইন মিউজিক অ্যাওয়ার্ড’ রয়েছে। আর কারো নেই দুনিয়াতে এমন সব অর্জন।
ওএফএস।

Header Ad
Header Ad

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের।

সম্প্রতি (২৮ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন। এতে ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক বাহিনী সেখানে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং টি-৯০ ট্যাংক মোতায়েন করেছে। পাশাপাশি করিডোরের নিরাপত্তা বাড়াতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে।

পশ্চিমবঙ্গের এই সরু করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণ। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধান করিডোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কৌশলগত প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি করিডোর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Header Ad
Header Ad

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঢাকার ভাটারা থানায় গৃহকর্মী পিংকি আক্তার এই অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার এ জিডি করেন। অভিযোগে বলা হয়েছে, পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গৃহকর্মীকে মারধর করা হয়।

 

ছবি: সংগৃহীত

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী থানায় জিডি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

Header Ad
Header Ad

পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিস্তৃতি এতদূর গিয়েছে যে, জনমানবহীন দ্বীপপুঞ্জও এর আওতায় এসেছে। ভারত মহাসাগরে অবস্থিত অ্যান্টার্কটিকার জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জের ওপরও যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে।

এই দ্বীপপুঞ্জে মানুষের কোনো বসবাস নেই, সেখানে শুধু পেঙ্গুইন, সিল এবং পরিযায়ী পাখিরা বসবাস করে। কিন্তু যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির অংশ হিসেবে এই দ্বীপপুঞ্জের ওপরও ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। এর পাল্টা হিসেবে দ্বীপগুলোও যুক্তরাষ্ট্রের পণ্যে একই হারে শুল্ক আরোপ করেছে!

অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত ও দূরবর্তী জনশূন্য অঞ্চল। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফ্রেম্যান্টল বন্দর থেকে সেখানে পৌঁছাতে জাহাজে কমপক্ষে ১০ দিন সময় লাগে। দ্বীপগুলোর বাসিন্দারা শুধুই বিভিন্ন প্রজাতির সংরক্ষিত পাখি, সিল এবং পেঙ্গুইন।

ট্রাম্পের এই শুল্ক নীতির বিস্তার নিয়ে অনেকে বিস্মিত। জনমানবহীন দ্বীপপুঞ্জের সঙ্গে শুল্ক-সংক্রান্ত বিরোধ সত্যিই নজিরবিহীন।

সূত্র: দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ময়মনসিংহের ইয়াসিন নিহত