সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মনিকার অনুরোধ রাখলেন বিয়ন্সে

যখন বিয়ন্সে গানের লাইনগুলো ঠিকঠাক করছেন, একটি অনুরোধ এলো মনিকার কাছ থেকে।
পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেওয়া মেয়েটির পুরো নাম মনিকা সামিয়েল লুইনস্কি। জন্ম ১৯৭৩ সালের ২৩ জুলাই।
হোয়াইট হাউজে যখন ইন্টার্ন, তখন তার বয়স মোটে ২২। আরো একটি বছর ১৯৯৬ সাল পর্যন্ত মাকিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের কর্ম অফিস ‘ওভাল’-এ তিনি চাকরি করেছেন। এটি হোয়াইট হাউজের অর্ন্তভুক্ত।
মনিকা লুইনস্কি প্রকাশ করেছেন, তখনকার রাষ্ট্রপতি ও বিশ্ববরেণ্য নেতা বিল ক্লিনটনের সঙ্গে তার অন্যায় সম্পর্ক ছিল।
আদালতে উপস্থাপিত ও প্রমাণিত এই প্রণয়ঘটিত দুকর্মের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ এবং আগামীদের উজ্জ্বলতম প্রতিভাগুলোর একটি বিল ক্লিনটনের রাজনৈতিক এবং সামাজিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। প্রতিক্রিয়া হয়েছে তার জীবনে ভয়াবহ। অপবাদ ও অবিশ্বাসকে ঘাড়ে নিয়ে অভিসংশনের শিকার হন ক্লিনটন। তাকে হোয়াইট হাউজের প্রতিনিধিরা প্রথমে সরিয়ে দেন। এরপর কংগ্রেসে ভোটেও হেরে যান তিনি। চলে গেলেন ইতিহাসের দ্বিতীয় ইমপিচমেন্টের শিকার মার্কিন প্রেসিডেন্ট হয়ে ২০০১ সালের ২০ জানুয়ারি।
অথচ উইলিয়াম জেফারসন ক্লিনটনকে কে না চেনেন দুনিয়াতে। ইতিহাসের তৃতীয় কমবয়সী হিসেবে যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট।
মোটে ২৭ বছর বয়সে, পড়ালেখা শেষ করেই এই তুমুল প্রতিভাবান যুবক পুরো আমেরিকাকে চমকে দেন আরাকানসাসের গভর্নর হয়ে। টানা ১৯৯২ সাল পর্যন্ত অঙ্গরাজ্যের প্রধান ছিলেন।
তারও দুই বছর আগে মানে পড়ালেখা শেষ করেই তিনি হলেন রাজ্যটির অ্যাটর্নি জেনারেল।
মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকামীদের দল ডেমোক্রেটিক পার্টিই তাদের সোনার ছেলেটিকে বলতো ‘নিউ ডেমোক্র্যাট’।
তিনি তৃতীয় ধারার রাজনীতিতে বিশ্বাসী ও প্রবক্তা।
জীবনের অন্যতম অর্জন ইসরায়েল ফিলিস্তিনিদের ক্যাম্প ডেভিড চুক্তি, ইয়াসির আরাফাতকে নিয়ে। উত্তর আমেরিকায় বিনা শুল্কে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বাণিজ্য শুরুর আইন পাশ করেছেন।
তার প্রেমিকা ও ছাত্র জীবনের বান্ধবী হিলারি ক্লিনটন। বিশ্বখ্যাত নারী।
হিলারি নিউ ইয়র্কের সিনেটর ছিলেন ২০০১ থেকে ২০০৯ সালে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নারী হিসেবে রাষ্ট্রপতি নিবাচনের প্রতিদ্বদ্বী।
তার স্বামী ক্লিনটন রুজভেল্ট ও রিগ্যানের সঙ্গে তৃতীয় সবচেয়ে সেরা প্রেসিডেন্ট থেকে চলে যান।
এরপর থেকে আর নিয়মানুসারে রাজনীতিতে নেই ক্লিনটন।
বক্তৃতা ও মানবতার কাজে নিজেকে নিয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের এই ঐতিহাসিক প্রধান।
তার ক্লিনটন ফাউন্ডেশন আছে।
এইচআইভি, এইডস নিয়ে তিনি কাজ করেন হিলারিকে নিয়ে।
হাইতিতে তিনি জাতিসংঘের বিশেষ দূত ছিলেন।
‘ক্লিনটন-বুশ হাইতি ফান্ড’ করেছেন তারা।
বিল ক্লিনটন তার দলের রাজনীতিতেও আছেন। ২০০৮ এবং ’১৬ সালে হিলারির রাস্ট্রপতির জন্য প্রচারে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন।
এবার মনিকা। এখন এই নারী মোটে ৪৯ বছরের। হঠাৎ করেই খারাপ কাজে আলো ও অন্ধকারের নীচে চলে এলেন।
একজন মাকিন অধিকারকমী তিনি। টিভি ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার।
ক্লিনটনের অসৎকর্ম তাকে আন্তর্জাতিক তারকার খ্যাতি দিয়েছে।
নিজের নামে একটি হাতব্যাগ, নারীদের; তিনি বিক্রি করেন ভালোভাবে। একটি শরীরচর্চা কম্পানির পরিকল্পনা উপস্থাপনের তিনি বক্তা।
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে তিনি একজন সক্রিয় কমী, লন্ডন থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স।
হিলারির জীবনে না গিয়ে আমরা বরং মনিকা লুইনস্কির সাম্প্রতিক খবরে থাকি। তিনি, গতকাল খবরে প্রকাশ, বিয়ন্সে তার নতুন অ্যালবাম রিনেইনন্স (রেঁনেসা)’তে ‘অদক্ষ লোকের প্রতি বৈষম্য আরোপের নিন্দা জ্ঞাপন’ সরিয়ে দিচ্ছেন এই খবরগুলো তার টুইটারে শেয়ার দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘উম, আমরা অল্প সময়ের জন্য এতে।’
‘পাটিশন (বিভক্তি বা ভাগ)’ নামের এই সাউন্ড ট্র্যাকটি নেওয়া হয়েছে গায়িকার ২০১৩ সালের তার নামেই প্রকাশিত স্টুডিও অ্যালবাম থেকে।
গানে মনিকাও আছেন তার কন্ঠে-“মনিকা লুইনস্কি’ড অল অন মাই গাউন।”
আছেন তিনি বিয়ন্সের ‘হিটেড’ নামের গানে। হিটেড মানে হলো উত্তপ্ত বা উত্তেজিত।
এই সপ্তাহে বিয়ন্সে রাজি হয়েছেন, তার গানটি থেকে সেই অংশটিও সরিয়ে ফেলতে, এটি আলোচনায় নিয়ে আসবে ও হীন আচরণ করতে নিয়ে যেতে পারে দর্শক, শ্রোতাদের সেই জীবনগুলোতে।
তবে মনিকা লুইনস্কির অনুরোধ বিষয়ে গায়িকাকে মন্তব্যের জন্য পেতে পারেনি সিএনএন।
এবার বিয়ন্সে। পুরো নামটি কবেই হারিয়ে গেছে তার, বিয়ন্সে জ্যাজেল নোওজ কার্টার।
৪০ বছরের এই নারী কালো, আফ্রিকান-আমেরিকান মা।
বাবা সেলুন মালিক ও নরসুন্দর।
এখন তিনি একজন বিশ্ব কাঁপানো গায়িকা, অভিনেত্রী, প্রযোজক ও গীতিকার।
শিশু বয়স থেকে তার গাওয়া ও নাচার শুরু। ৯০ দশকের শেষ থেকে এই কিশোরী-তরুণীর মার্কিন বিখ্যাত মেয়েদের গানের দল “ডেসটেনিস’স চাইল্ড”র প্রধান গায়িকা হিসেবে বিশ্ব কাঁপানোর শুরু করেন। সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মেয়েদের গানের দলের অন্যতম তারা।
বিয়ন্সে বিশ্বের সবচেয়ে বেশি প্রদর্শনযোগ্য রেকর্ড আর্টিস্টদের একজন। ২শটি গানের তালিকাতে বিশ্বজুড়ে প্রথম শিল্পী হিসেবে তার পর, পর ছয়টি গান প্রথম হয়েছে।
২৮টি ‘গ্রামি’ জিতেছেন শিল্পী হিসেবে, ২৬টি ‘এমটিভি মিউজিক অ্যাওয়ার্ড’ও আছে তার। ১৩টি বিইটি, ১৭টি একক শিল্পীর ‘ট্রেইন মিউজিক অ্যাওয়ার্ড’ রয়েছে। আর কারো নেই দুনিয়াতে এমন সব অর্জন।
ওএফএস।

Header Ad
Header Ad

পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস

ছবি: সংগৃহীত

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ভারত এখন পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে বিশ্বের এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দিল্লিতে কূটনৈতিকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। তবে এসব আলোচনা মূলত অভিযানের যৌক্তিকতা তুলে ধরতেই হচ্ছে বলে জানানো হয়েছে।

কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে গুলিবিনিময় অব্যাহত রয়েছে। কাশ্মিরে ব্যাপক ধরপাকড় চলছে এবং শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারত পাকিস্তানের বিরুদ্ধে অতীতের সন্ত্রাসবাদে জড়িত থাকার ইতিহাস তুলে ধরলেও এবারকার হামলায় সরাসরি জড়িত থাকার প্রমাণ এখনো প্রকাশ করেনি। পাকিস্তান সরকার সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, যেহেতু ভারত ও পাকিস্তান উভয়েই পরমাণু শক্তিধর দেশ, তাই সামরিক সংঘাত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে।

ইরান ও সৌদি আরব মধ্যস্থতার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানালেও, দক্ষিণ এশিয়ার প্রতি তাদের মনোযোগ সীমিত বলেই মনে করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালের ঘটনার তুলনায় এবার প্রমাণের স্বচ্ছতা কম, আর “রেজিস্ট্যান্স ফ্রন্ট” নামে একটি অজ্ঞাত গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও ভারত এটিকে পাকিস্তানভিত্তিক সংগঠনের ছায়া গোষ্ঠী বলে মনে করছে।

ভারতীয় সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ রয়েছে এবং মোদি সরকার “বড় ধরনের কিছু” করার পরিকল্পনায় এগোচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

Header Ad
Header Ad

ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরাতে শিগগিরই অভিযান চালানো হবে। শনিবার (২৬ এপ্রিল) মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এজাজ জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতোমধ্যে অবৈধ অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা প্রস্তুত করেছে। তালিকাভুক্ত স্থাপনাগুলোর বিরুদ্ধে শিগগিরই যৌথ অভিযান চালানো হবে।

এছাড়া, ডিএনসিসি প্রশাসক আবাসিক এলাকাগুলোতে অবৈধ অটোরিকশা ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধে বাড়ির মালিক সমিতিগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানান।

অনুষ্ঠানে তিনি জলাধার রক্ষার ওপর গুরুত্বারোপ করে নাগরিকদের জমি কেনার আগে মৌজা ম্যাপ যাচাই করার অনুরোধ জানান।

পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সাতটি প্যাকেজে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ শেষ হলে এলাকাটির জলাবদ্ধতা কমবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি বর্ষায় বড় গাছ লাগিয়ে এলাকা সবুজায়নের উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)

ছবি: সংগৃহীত

ঢাকার রেলওয়ে নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্টের কাছে চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে। চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকিও দেয়া হয়েছে।সম্প্রতি তাদের কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে।

অভিযুক্তরা হলেন রেলপথ মন্ত্রনালয়ের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান এবং রেজাউল করীম। 

ভাইরাল হওয়া ওই কল রেকর্ড থেকে জানা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর কাছে ১০ লক্ষ টাকার বিনিময়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ওই ২ সমন্বয়ক। তবে এটি করবে না যদি বর্তমানে ঢাকায় কর্মরত রেলওয়ে নিরাপত্তাবাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম তাদের দাবীকৃত টাকা তাদের বুঝিয়ে দেয়।

এ বিষয়ে কমান্ড্যান্ট শফিকুল ইসলামের সাথে এর আগেও বেশ কয়েকবার আলোচনা হয়েছিল ওই দুই সমন্বয়কের।

রেকর্ডে শোনা যায়- কমান্ড্যান্ট শফিকুল ইসলাম ছাত্র প্রতিনিধি মেহেদী হাসানকে বলছেন, ‘‘আমি তো ওইদিন আপনার সামনেই বললাম কোর্টের মধ্যে থেকে যে টাকাটা জমা হয় ওইটা তোলার জন্য। ওইটা না হলে দুই লাখ টাকা দিতে পারবো না, আমার কোন ইনকাম সোর্সও নাই। কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহর যেহেতু বলছে তার কাছ থেকে দশ লাখ টাকা নিয়া নেন। সে মাত্র গেছে।’’

ছাত্র প্রতিনিধি মেহেদী বলছে, না। ‘‘সমস্যা নেই আপনার সাথে যে কথা হয়েছে নির্জন (রেজাউল ইসলামের ডাক নাম) ভাইয়ের, ওইটা দিলেই হবে। তাহলে ওইটা হচ্ছে কবে? কালকে?’’

শফিকুল ইসলাম বলেন, ‘‘কোর্ট থেকে টাকাটা উঠানোর সাথে সাথে আমি দিয়ে দিবো। যদিও আমার কষ্ট হইতেছে। কারণ এর বাইরে তো আমার কাছে টাকা নেই।’’

এরপর মেহেদী ফোন ধরিয়ে দেয় আরেক ছাত্র সমন্বয়ক রেজাউলকে, ফোন দিয়ে বলে শফিক ভাই কথা বলবে। এরপর মেহেদী তার মুঠোফোনটি রেজাউলকে দিয়ে দেয়।

এ সময় শফিকুল ইসলাম রেজাউল করীমকে বলেন, ‘‘ভাই কালকে তো আপনার রেস্ট হাউজে গেলাম। গিয়ে বললাম না, আমি কি কালকে আসবো? কোর্টের বেঞ্চ সহকারী বললো আমি লিখে একাউন্টে পাঠাইছি। আমি জানাবো, জানালে আপনি আসবেন, আজকে এখনো জানায়নি কোর্টে যাওয়ার জন্য। জানাইলে আমি আসবো।’’

ছাত্র সমন্বয়ক রেজাউল বলছে- ‘‘এখন ভাই আপনি দেখেন , ওইটা আমার কাছে কিছু বইলেন না। কোন বিষয় কি করবেন। সেইটা আপনার বিষয়। আপনি যেমন বলেছেন সেইটাই করা হয়েছে। এখন কিভাবে কি করবেন সেটা আপনার বিষয় ?’’

এদিকে ফাঁস হওয়া কল রেকর্ড সম্পর্কে জানতে চাইলে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম বলেন- হ্যাঁ, ওই কল রেকর্ডটি আমাদের। আমাকে কমলাপুর রেস্ট হাউজে ডেকে নিয়ে ৫ লক্ষ টাকা চেয়েছিলো ছাত্র প্রতিনিধি রেজাউল।

তিনি আরো বলেন, রেজাউল আমাকে বলেছিলো উপদেষ্টাকে আমরা যা বলি, উপদেষ্টা তাই শোনে। চট্রগ্রামে উপদেষ্টা যখন গিয়েছিলো তখন কমান্ড্যান্ট শহীদুল্লাহ শহীদ ঢাকায় আসার জন্য আমাদের কাছে ১০ লক্ষ টাকা অফার করেছে। আপনি ৫ লক্ষ টাকা দিলে আপনাকে ঢাকাতে রাখবো। না হয় শহীদুল্লাহকে নিয়ে আসবো।

তিনি আরো বলেন, ‘আমি এই ঘটনার স্বাক্ষী প্রমান রাখার জন্য প্রথমে রাজি হয়ে যাই, এক লক্ষ টাকা বলি এবং পরে দুই লক্ষ টাকা বলি। যোগাযোগ দীর্ঘায়িত করি তথ্য প্রমানের জন্য। আর এই রেকর্ডটি আমিই করি এবং অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেই। আজ (মঙ্গলবার) ডিজি মহোদয়ের সাথে সাক্ষাত করে আইনগত ব্যবস্থা নিবো।’

এই ব্যাপারে জানতে অভিযুক্ত ছাত্র প্রতিনিধি মেহেদী ও রেজাউলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

চাঁদা দাবির বিষয়ে ছাত্র প্রতিনিধি আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমরা সকলেই একটি টিমে কাজ করি। আমি চাঁদা চেয়েছি এমন প্রমাণ কেউ দিতে পারবে না। আমি মেহেদী ও রেজাউলের সাথে জড়িত নই।

তবে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম জানান- ‘আশিকুর রহমান, মেহেদী ও রেজাউলের যোগসাজসে এই চাঁদা দাবি করা হয়েছে।’

সংবাদ সূত্র: রেল নিউজ ২৪

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি
রেফারির কাছে ক্ষমা চাইলেন মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা
দুর্নীতির অভিযোগ তুলে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি
নওগাঁয় গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় জাতীয় পার্টি’র নেতাকে গণধোলাই
পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির
এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ