‘শুভযাত্রা’র প্রথম গান সবার জন্য
‘আমি বাকরুদ্ধ। বিষ্ময়কর মিশ্রণ ও ব্যবস্থাপনা। অমূল্য গীতের জন্য কুদ্দস তুষার হাসান ও শুভকে শুভেচ্ছা। সালাম নিন ভাইয়েরা’-বলেছেন জিয়াউর রহমান জিয়া। শিরোনামহীনের ‘জিয়া’ নামে খ্যাত ব্যান্ড তারকা।
তাকে ‘শুভযাত্রা’য় ব্যান্ড দলের প্রধান ভোকাল ও গিটার বাদক শুভ বলেছেন বিনম্র শ্রদ্ধায়, ‘আপনাকে ধন্যবাদ’।
পুরো গানটি ক্লিক করতে লিংক দিয়েছেন তিনি, https://www.youtube.com/watch?v=FDHq90ow9vg। এই গান নিয়ে তিনি আলাদা ইউটিউব চ্যানেল খুলেছেন, দেদার খরচ করেছেন ভিডিওটি বানাতে, যদিও তার গানে ভিডিও লাগে না। গানটির নাম হলো ‘খোলা চিঠি’।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সিটি কলেজের বিখ্যাত ব্যান্ড তারকা শুভর ব্যান্ড দলের অফিশিয়াল ফেইসবুক পেইজ https://www.facebook.com/Shvojatra।
পূর্ণ ছবির বানানো এই ভিডিটিই হলো তাদের ব্যান্ড দলের অফিশিয়াল ভিডিও, সাল ২০২২।
‘বাসায় পৌঁছে প্লিজ একটা ম্যাসেজ দিও। কেউ কি বলে এখন? কেউ কি জানে আর-সাদা ফুল প্রিয় তোমার? ঠিক আমি জানি যেমন’-লিরিক শুভর লেখা।
একটি ভেসপা চালিয়ে এক নি:সঙ্গ, বাউল তরুণের যাত্রা একটি পুরোনো সেতুর ওপর, অনিন্দ্য এক মেয়ের সিঁড়িতে লাফিয়ে ওঠা আর বুড়িগঙ্গার পুরোনো সতেজ জলে নৌকার ভেসে বেড়ানো-এই হলো অবিশ্বাস্য গানের অসাধারণ মিউজিক ভিডিও’র শুরু।
বাংলা গানের ভুবনে শুভ সবসময়ই একটি প্রতিভা হিসেবে বিলিয়ে চলেছেন তার আলো। সে আলোর স্ফুরণ শুরু হলো এই গানে। তার গান নিয়ে বলা নিস্প্রয়োজন, বরং দেখা উত্তম।
গানের সঙ্গে মিউজিক ভিডিও’র মিশেলের জাদুর জগতে আর দেরী কেন? তার চেয়ে বরং বাঙালি গায়ক শুভর গানের পেছনের কথাগুলো তুলে দেই-‘মানুষ তার স্মৃতি মনে করে যেমন কষ্ট পায়, তেমনি অনেক আনন্দের স্মৃতি মনে পড়ে। তাতে জীবনকে পিছে ফিরে দেখার সুযোগ পায়। সে রকমই একটি অধ্যায় নিয়ে গানটি। এ আসলে কোনো গান নয়। এক সত্যি গল্প। শ্রোতারা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারেন।’
নানা বিখ্যাত গায়কের কাছে শুভর শেখার, তার গান গাওয়ার কনসার্টগুলোতে, সে জগতের এ এক অভিনব উপস্থাপন।
মানবতার চিরন্তর কাহিনীও বটে। পুরোনো পৃথিবীতে চির নতুন মানুষের আখ্যান। নান্দনিকতার রূপময় জগৎ। শুভর প্রিয় গানের দুনিয়া। গানের শেষে তিনি আছেন সাদা শার্টে। কথা নয়, গানটিই ভালো শোনা। অন্য লিংকগুলো হলো- https://open.spotify.com/track/2JCrKgXAM4qAIBsy4QJPBt?si=dmHaD64VT1mIuFEfL5ZLmA&context=spotify%3Asearch%3Ashuvojatra&fbclid=IwAR1jCUpaywp1aD5fKxWJMuRRCa9eLCa_LfHGsqsw_CUZtl9LuIqf_8moz1M&nd=1।
তিনি বলেছেন, ‘অনেকগুলো মানুষের বহু প্রচেষ্টার ফসল এক একটি গান। খোলা চিঠি আমাদের (শুভযাত্রা ব্যান্ডদলের) প্রথম গান।’
ওএস।