ঋত্বিকের ভিটে হেরিটেজ সাইটের দাবী তানভীর মোকাম্মেলের
ঋত্বিক কুমার ঘটকের পৈত্রিক বাড়িটি রাজশাহী শহরে।
কলকাতায় দেশভাগের পর চলে যাওয়া এই বরেণ্য বাঙালি চলচ্চিত্র পরিচালকের বাড়িটি প্রত্নতাত্বিক সম্পদ হিসেবে গণ্য করে ‘হেরিটেজ সাইট’ বানানোর দাবী জানিয়েছেন তানভীর মোকাম্মেল।
একুশে পদকে ভূষিত বাংলাদেশের এই খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা বলেছেন, ‘সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের পৈত্রিক ভিটাগুলো আমাদের দেশে। এ অত্যন্ত গৌরবের। তারা সারা বিশ্বের সম্পদ। এই কীর্তিমান পরিচালকদের বাড়িগুলোকে সরকারকে অধিগ্রহণ করতে আমি অনুরোধ করছি। সেগুলো প্রত্নতত্ব অধিদপ্তরের অধীনে পরিচালনা ও হেরিটেজ সাইট হিসেবে ব্যবহার করলে আগামী প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। তারা বেঁচে থাকবেন বাংলাদেশে।’
‘সত্যজিত, মৃণাল ও ঋত্বিকের স্মৃতিচিহ্নগুলো বেঁচে থাকবে।’
ওএস।