বক্স অফিসে অবিশ্বাস সাফল্য, নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’
নতুন রেকর্ড গড়ল ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। বিশ্বের বক্স অফিসে মহামারীর সময়ে এটিই প্রথম ছবি যা ১ বিলিয়ন ডলার ব্যবসার গণ্ডি পেরিয়ে গেল । শেষ এই রেকর্ড গড়েছিল ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত ‘স্টার ওয়ার্স: দ্য রাইস অফ স্কাইওয়াকার’।
উত্তর আমেরিকা ও ইউরোপে ক্রমবর্ধমান ওমিক্রন ও করোনা আতঙ্ককে জয় করে টম হল্যান্ডের এই তৃতীয় স্পাইডারম্যান বিপুল ব্যবসা করল বিশ্বজুড়ে। এমনকী পৃথিবীর সবচেয়ে বড় সিনেমামুখী দর্শকের দেশ চিনে, ছবিটি এখনও মুক্তিই পায়নি। তাতেই এই রেকর্ড গড়ল স্পাইডারম্যান।
চিনের ‘দ্য ব্যাটল অ্যাট লেক চ্যাংজিন’-কেও (৯০২ মিলিয়ন ডলার) পেছনে ফেলে এটিই এই বছরের শীর্ষ-আয়কারী চলচ্চিত্র। পিছনে ফেলেছে ২৫তম জেমস বন্ড ছবি ‘নো টাইম টু ডাই’-কে (৭৭৪ মিলিয়ন ডলার)।
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এর বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই সনি ও ডিজনির ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ সিনেমা মুক্তি পাওয়ার দুই সপ্তাহের মধ্যে বক্স অফিসে রেকর্ড হয়।