বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

জেমস বন্ডের থিম সং নির্মাতা মন্টি নরম্যান আর নেই

তালিকাভুক্ত এবং চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘ড. নো’ ছবিটির থিম বা মূল বিষয়বস্তুর জন্য গানটি লেখার জন্য, ১৯৬২ সালে। ছবিটির মাধ্যমেই ‘জেমস বন্ড’ সিরিজের চলচ্চিত্রে যাত্রা। সুরকার ও গীতিকার মন্টি নরম্যান ‘০০৭’র জন্য গানটি লেখার জন্য অনেক খেটেছেন। কেননা হতে হবে ভয় প্রদর্শনকারী আবার সামান্য যৌনাবেদনকারীও, তুলে ধরবে গোয়েন্দাকে।

নরম্যান শুরুর দিকের একটি সংস্করণের গানটি লিখলেন। সেটি জ্যাজ পিয়ানোবাদক ও একটি ব্যান্ডদলের প্রধান কাউন্ট বেইসি গেয়ে রেকর্ড করলেন। ‘খারাপ হয়নি’, পরে বলেছেন। তবে আওয়াজ যথেষ্ট ভয়াল হলো না। ফলে প্রযোজক অ্যালবাট আর. ব্রকলি ও হ্যারি সল্টজম্যান ভিন্ন ধরণের কিছু করতে চাপ দিতে থাকলেন তাকে। তেমন উৎসাহব্যাঞ্জক কিছু খুঁজে বেড়াতে লাগলেন।

অবশেষে দেখলেন, এ তো নাকের নীচেই আছে। একটি অব্যবহৃত গান, নিজেই লিখেছিলেন। ডেস্কের ওপরের ড্রয়ারে পড়ে আছে। টিউনকে বলা হয়েছিল, ‘ব্যাড সাইন, গুড সাইন’। প্রায় বছরখানেক আগে লিখেছিলেন ভি.এস. নাইপলের ‘দি হাউজ অব মিস্টার বিশ্বাস’ উপন্যাস থেকে উদ্দীপ্ত হয়ে। প্রডাকশন আকারে বেরুতে পারেনি। বলেছেন, ‘গানটিকে ভারতীয় স্টাইলের মেলোডি বলে নিন্দা করা হয়েছে।’ এই গানে আরো আছে পূর্ব ভারতীয় নায়কোচিত আবেশ। ০০৭’র সঙ্গে সামান্য মিলে যায়। গানটিতে তিনি আরো খুঁজে পেলেন আশ্চর্যজনক গুণ। ফলে গানটি নিয়ে কাজ করতে পারেন বলে তার ভেতরে বিশ্বাস জন্মালো।

মেলোডিটিকে তৈরি করে ব্যবহার করলেন তাতে, আলাদা, আলাদা নোটে এজন্য গানটিকে ভাগ করলেন। সেতার থেকে গিটার নিয়ে ভাগ করে সুর বসালেন। কাজ সেরেই জেনে গেলেন ০০৭’র জন্য থিম সংটি তৈরি করে ফেলেছেন। বলেছেন, ‘এই গানে আমি কথা ও সুরে এভাবেই তুলে এনেছি জেমস বন্ডের যৌনাবেদন, তার রহস্যময় জীবন, নির্মমতা। সবই কটি নোটের মাধ্যমে।’ গিটারের মাধ্যমে ‘ডাম ডা ডা ডাম ডাম’ সঙ্গে, সঙ্গে স্বীকৃতি পেয়ে গেল। পুরো গানটি হয়ে গেল বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও সফল টিউনগুলোর একটিতে গড়া, একটি স্বাক্ষর-জেমস বন্ড সিরিজের।

টানা ছয় দশক ধরে মাতিয়ে চলেছে দুনিয়ার সব সিনেমাপ্রেমীকে। নায়ক হিসেবে অনন্যতা দিয়েছেন শন কনোরি থেকে ড্যানিয়েল ক্রেগ। তিনি গানের লেখক হিসেবে সিনেমায় আছেন।

যদিও কম্পোজার জন ব্যারি ড. নো ছবিতে অ্যারেঞ্জার ছিলেন। তাকে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয় গানটিতে জনপ্রিয় জ্যাজ ও পপের ফিউশন যুক্ত করায়। ‘গানের সুরগুলো বিচক্ষণতার প্রমাণ, যে চরিত্রটি সম্পর্কে আপনি জানবেন, সবকিছ্ইু তুলে ধরেছে’, কম্পোজার ডেভিড আরনল্ড, পাঁচটি বন্ড ছবিতে কাজ করেছেন, ভ্যারাইটিকে ২০০৮ সালে বলেছেন। আরো জানিয়েছেন, ‘এটি ছিল অতিশয় আত্মগর্বসম্পন্ন, বড়াই, আত্মবিশ্বাসে পূর্ণ, অন্ধকার, বিপদজনক, উপদেশমূলক, যৌনাবেদনময়ী ও থামানো সম্ভব নয় এমন থিম।’

১১ জুলাই, ৯৪ বছর বয়সে গানটির গীতিকার ও সুরকার মন্টি নরম্যান মারা গিয়েছেন। শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন ইংল্যান্ডের ব্লাউয়ের এক হাসপাতালে। জায়গাটি লন্ডনের পশ্চিমে। তার স্ত্রী রিনা নরম্যান বেঁচে আছেন। বলেছেন, ‘অল্প কদিনের অসুস্থতার পর চলে গেলেন।’ নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

মন্টি নরম্যান অধশতাব্দীর বেশি সময় জুড়ে সঙ্গীতজীবনে কাজ করেছেন। ১৯৫০’র দশকে ব্রিটেনের বড় ব্যান্ড দলগুলোতে গেয়েছেন। ভ্যারাইটি বা বিচিত্র ধরণের শোগুলোতেও পারফর্ম করে নাম করেছেন। তার সঙ্গে শোগুলোতে আরো ছিলেন বেনি হিল ও পিটার সেলাস। তারা সাহায্যও করেছেন ‘ইহমা লা দুস’ নামের একটি ফরাসী সঙ্গীতনাট্যকে হিট ইংরেজি ভাষার স্টেজ শোতে রূপদানে। মন্টি নরম্যান ১৯৬১ সালে একটি টনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন এই বিষয়ের বই ও লিরিকসগুলো লেখায়।

সবকিছুর চেয়ে তাকে বেশি সাফল্য এনে দিয়েছে বন্ডের থিম সং। যে প্রকল্পটি তিনি প্রায় প্রত্যাখ্যান করছিলেন। তখন তিনি দুটি স্টেজ শো নিয়ে কাজ করছেন। তাকে ব্রকলি ছবিটিকে কাজ করার জন্য আমন্ত্রণ জানালেন। ইয়ান ফ্লেমিংয়ে জেমস বন্ড সিরিজের এই উপন্যাসটি সিনেমার জন্য বানিয়েছেন। নরম্যান ‘সিনেমার জন্য খুব ভালো হয়েছে’ উৎসাহ, প্রশংসা করলেন। ব্রকলি ও সল্টজম্যান স্ত্রীর কাছে লন্ডন থেকে জ্যামাইকা বিমানে উড়িয়ে নিয়ে গেলেন বলে বলেই কাজটি গ্রহণ করেছেন জানিয়েছেন নরম্যান। সেখানেই ছবিটির শুটিং শুরু হয়েছে। এ বন্ডের প্রথম ছবিটির গল্পও। ‘সেটি আমার জন্য একটি খিল আঁটা কাজ হয়েছে। এছাড়াও ভেবেছিলাম, ড. নোর জন্য যদি গালাগাল খাই, তারপরও ছবিটিতে তো আমরা দেখাতে পারব সূর্য, সাগর ও বালুকারাজি।’

একটি চাটার্ড বিমানে ২০ ঘন্টা যাত্রা করে তারা ক্যারিবিয়ানে পৌঁছালেন। এরপর ছবিটির জন্য কিছু পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের গান নিয়ে সেগুলোর রসে ভরা সঙ্গীত রচনা করলেন তিনি। সেসবের মধ্যে আছে ‘আন্ডারনেথ দি ম্যাঙ্গো ট্রি’, বন্ডের ভালোবাসার আগ্রহ প্রকাশ করেছে, কথাগুলো বলেছেন বন্ড উরসুলা আন্ড্রুজের প্রতি। হেনরি রাইডার চরিত্র করেছেন উরসুলা। লাইনগুলো গেয়েছেন তারা সৈকতে। উরসুলার কন্ঠে গেয়েছেন নরম্যানের তখনকার স্ত্রী গায়িকা ও অভিনেত্রী ডায়ানা কোপল্যাল্ড। এখন আর বেঁচে নেই।

মোটে এক মিলিয়ন ডলারের অল্প বাজেটের ছবি ড. নো. বক্স অফিসে রেকর্ড করলো। ৬০ মিলিয়ন ডলার আয় করেছে বিশ্বজুড়ে। শুরুতেই ড. নোতে তার থিম সংটি ব্যবহার করা হলো। চলছে আজও। একমাত্র পার্থক্য হলো তার সূচনা ও ভাবনার সঙ্গে মাতাল শন কোনারি একটি সিগারেট নিলেন ও বললেন, ‘বন্ড, জেমস বন্ড।’

ছবিগুলোর বাণিজ্যিক সাফল্য ও বন্ডের উন্মাদনা কয়েক বছর ধরে চলা থিম সংটি লেখার ক্ষেত্রে নরম্যানের অবদানের খ্যাতি ও সম্মানের বিতর্ক থামিয়ে দিতে সাহায্য করেছে। কিছু সমালোচক বলেছেন, গানটির প্রাথমিক কৃতিত্ব ব্যারির পাওয়া উচিত, যিনি প্রায় ১২টি বন্ড ছবিতে কাজ করেছেন ও তার অর্কেস্টাবাদন ছবিটির গানে রেকর্ড করা হয়েছে। গান ও সঙ্গীতের জন্য রয়ালিটি দাবী করেছেন ব্যারি। নরম্যান বাতিল করে দিয়েছেন ‘পুরোপুরি বাজে কাজ’ বলে।

১৯৯৭ সালে সিডনি টাইমস অব লন্ডন একটি লেখায় ছাপিয়েছে, ব্যারি এই থিমের আসল কম্পোজার। নরম্যান কুৎসা লেখার জন্য তাদের বিপক্ষে মামলা করেছেন। জিতেছেন। তাকে ক্ষতিপূরণ দিতে হয়েছে ৩০ হাজার পাউন্ড। স্কটসম্যানকে পরে জানিয়েছেন, ‘এটি একটি পুরোনো বক্তব্য সিনেমা ভুবনে। কেউ কোনো ফ্লপের পক্ষে ওকালতি করেন না।’ ড. নোর পরে এই সিরিজ ছবিতে কাজ করার জন্য ১৯৭৬ থেকে ১৯৯৯ সালের মধ্যে প্রায় ৪ লাখ ৮৫ হাজার পাউন্ড রয়ালিটি সংগ্রহ করেছেন মন্টি নরম্যান।

তাকে ড. নো’র জন্য স্বাক্ষরের পর ব্রকলি বলেছিলেন, ‘তুমি ভালো একটি থিম সং বানাতে পারলে আমরা আরো দুটি ছবি এবং একটি সিরিজ তৈরি করতে পারব। এ আমার জন্য যথেষ্টের বেশি ছিল।’ এরপর তিনি কাজে নেমেছেন। ২০১২ সালে স্কটসম্যানকে বলেছেন, ‘এ অবিশ্বাস্য যে, ৫০ বছর ধরে সিরিজটিতে আমার গান, সুর, আয়োজন চলছে। এও অবিশ্বাস্য আমি এখানে সুবর্ণজয়ন্তী করছি।’

নরম্যান মা-বাবার একমাত্র সন্তান। জন্ম ১৯২৮ সালের ৪ এপ্রিল। ইহুদি অভিবাসী পরিবারে। ভালো নাম মন্টি নোসেরোভিচ। লন্ডনে জন্ম, পূর্ব লন্ডনে বেড়ে উঠেছেন। বাবা কেবিনেট নির্মাতা, মা শিশুদের পোষাক বানাতেন। তাদের পরিবারের সঙ্গীতের ইতিহাস আছে। খালুরা শখের অপেরাবাদক ছিলেন। ১৬ বছর বয়সে মা তাকে প্রথম গিটার কিনে দিলেন। গিবসন গিটারটি এক দশকের বেশি বাজিয়েছেন।

তাদের পরিবার সেন্ট অ্যালবানসে চলে এলো। গিটার শিখতে শুরু করলেন বার্ট উইডেনের কাছে। হারবার্ট মরিস উইলিয়াম উইডেন ওবিই একজন ইংরেজ গিটারবাদক। তার স্টাইলটি জনপ্রিয় এবং অনুপ্রেরণাদায়ক ১৯৫০ ও ১৯৬০’র দশকে। ১৯৫৯ সালে প্রথম ব্রিটিশ ইংরেজ গিটারবাদক হিসেবে একটি হিট রেকর্ড করেন, যেটি ব্রিটেনের সিঙ্গেল চার্টে উঠেছে। তার সবচেয়ে ভালো শিক্ষাদানের গিটারবাদন হলো ‘প্লে ইন অ্যা ডে’। অসম্ভব বিক্রি হয়েছে। রেকর্ডটি ইন্সট্রাকশন ম্যানুয়াল। এরিক ক্লাপটেন, ব্রয়ান মে ও পল ম্যাকার্টনির মতো গায়কদের অনুপ্রেরণা। ২০০১ সালে সঙ্গীতে অবদানের জন্য ‘ওবিই’ লাভ করেছেন। বৈচিত্র্যপূর্ণ সঙ্গীতবিদ ছিলেন।

তার কাছ থেকে উৎসাহ লাভ করে ছাত্র নরম্যান জ্যাজ গ্রুপগুলোতে গাওয়া শুরু করলেন। বড় দলগুলোতে এরপর ডাক পেলেন। সিরল স্টেইপলটন একজন জ্যাজ ব্যান্ডদলনেতা ও ভালোলিনবাদক। তার দলে গান গেয়েছেন ও গিটার বাজিয়েছেন নরম্যান। স্টানলি ব্ল্যাক ও টেড হিথের দলে কাজ করেছেন।

১৯৫০’র দশকে গীতিকার হিসেবে জীবন শুরু করার আগে নিজের সলো ক্যারিয়ার শুরু করেছেন। লন্ডনের ইস্ট এন্ডে তার এই জীবনে সংস্পর্শে এসেছেন ও তিনি কাজ করেছেন লেখক জুলিয়ান মোর ও মঞ্চ পরিচালক পিটার ব্রুকের সঙ্গে। কদিন আগে পিটার ব্রুক চলে গিয়েছেন। তার সঙ্গেই বিখ্যাত ‘ইহমা লা দুস’কে ইংরেজি সংস্করণ করেছেন তিনি। তার আরো সঙ্গীত রচনার মধ্যে আছে ‘এক্সপ্রেসো বঙ্গো’। সঙ্গীত ভুবন নিয়ে স্যাটায়ার। পরে ছবি হয়েছে। অভিনয় করেছেন ক্লিফ রিচার্ড। পোটোবেলো রোডে এন্টিক কেনাবেচা নিয়ে রচনা করেছেন ‘মেক মি অ্যান অফার’।

বন্ড বাদে আরো ছবিতে কাজ করেছেন। আছে ১৯৬০ সালের ছবি ‘দি টু ফেইজের অব ড. জ্যাকেল’, ব্রকলির সঙ্গে কাজ করেছেন ১৯৬৩ সালে ‘কল মি বোয়ানা’তে। ১৯৭৯ সালে অলিভার অ্যাওয়ার্ড জয় করেছেন।

কোপল্যান্ডের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে। ২০০০ সালে রিনা চেজারিকে বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর গর্ভে তার মেয়ে আছে সোশানা কিচেন। তার দুই নাতনী আছে।

ওএস।

Header Ad
Header Ad

ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ পরিষেবা ভয়েস অফ আমেরিকা (ভিওএ) বন্ধে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিয়েছেন মার্কিন বিচারক রয়েস ল্যাম্বার্থ। ট্রাম্প বেআইনিভাবে সংবাদমাধ্যমটি বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। 

এতে বলা হয়, কংগ্রেস গঠিত ও রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ওই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমটি ৮৩ বছর ধরে বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে। মার্চে ভয়েস অফ আমেরিকার ১৩০০ জনের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার দেয়া রায়ে রয়েস ল্যাম্বার্থ নির্দেশ দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অফ আমেরিকার পূর্বের সক্ষমতা ফিরিয়ে আনে। ‘বামপন্থী পক্ষপাতিত্ব করা ও যথেষ্ট আমেরিকানপন্থী’ না হওয়ার অজুহাতে মার্চে সংবাদমাধ্যমটি বন্ধের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। তবে ভয়েস অফ আমেরিকার আইনজীবীরা বলেছেন, তারা নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রীয় অর্থায়নে চলা আরও দুটি সংবাদমাধ্যম হলো-রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কস। বিচারক ল্যাম্বার্থ ওই দুটি সংবাদমাধ্যমের সক্ষমতা ফিরিয়ে আনারও নির্দেশ দিয়েছেন। তবে রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি ও ওপেন টেকনোলজি ফান্ড এর ক্ষেত্রে একই রকম আবেদন নাকচ করেছেন ওই বিচারক।

রায়ে ল্যাম্বার্থ বলেছেন, ভয়েস অফ আমেরিকা বন্ধের পেছনে ছিলো তড়িঘড়ি করে নেয়া সিদ্ধান্ত। যা প্রমাণ করে প্রশাসনের উদ্দেশ্য ছিলো রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের পুনর্গঠন। এদিকে ওই রায়কে ‘শক্তিশালী বার্তা’ হিসেবে দেখছে মিডিয়া কর্মীদের সংগঠন।

Header Ad
Header Ad

এসএসসি পাসেই বিমানে চাকরি, নেবে ৬৬২ জন

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় বিমান সংস্থাটি ১৩টি পদে ৬৬২ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

২৩ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদসংখ্যা: ১৩টি
লোকবল নিয়োগ: ৬৬২ জন

পদের নাম: পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৬২টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ডিসওয়াসার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ৮টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: হাইজিন হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৬টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: কিচেন হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ২৫টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: বেকার হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১২টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: মেইন্টেন্যান্স হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১০টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: স্টোর হেলপার (ক্যাজুয়াল) (শুধু পুরুষ)
পদসংখ্যা: ৫টি
বেতন: দৈনিক মজুরি, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৬৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন। উল্লেখ্য, বিএফসিসি কর্তৃক খাবার সরবরাহ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৪০টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ হতে এইচএসসি অথবা সমমান পরীক্ষায় (গণিত ও পদার্থবিদ্যাসহ) ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০০ এর স্কেলে) থাকতে হবে। এসএসসি অথবা সমমান পরীক্ষায়ও ন্যূনতম জিপিএ ৩.০ (৫.০০ এর স্কেলে) থাকতে হবে।

পদের নাম: পাম্প অপারেটর (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম: ফায়ার হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ৫টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান (বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকারযোগ্য) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: স্টোর হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৮টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০ (৫.০০ এর স্কেলে) থাকতে হবে।

পদের নাম: সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১০০টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

পদের নাম: এয়ারক্রাফট ক্লিনার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ১৬০টি
বেতন: দৈনিক মজুরি, আহার, ইউনিফর্ম, ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট ৮৭৫/- প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন। এছাড়াও, প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস

বয়সসীমা: ২৩-০৪-২০২৫ তারিখে কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। এসএসসির সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে অফিশিয়াল ওয়েবসাইট

https://biman.gov.bd এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২২ মে ২০২৫
Header Ad
Header Ad

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা

সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেই কঠোর হুঁশিয়ারি মোদির

ছবি: সংগৃহীত

দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। এই পরিস্থিতিতে সৌদি আরব কাটছাঁট করে আজ বুধবার সকালেই দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে, তাদের রেয়াত করা হবে না! তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পণ দৃঢ়। এটা আরও কঠিন হবে।’

ভারতের হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন মোদি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য আধিকারিকেরা।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদি। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।’

মোদির সফরসূচি অনুযায়ী, বুধবার রাতে দিল্লি ফেরার কথা ছিল মোদির। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। খবর পাওয়ামাত্রই সৌদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কাশ্মীরের সুরক্ষাব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন।

শুধু তাই নয়, শাহকে কাশ্মীরে পৌঁছোনোরও কথাও বলেন মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শাহ।

এর আগে মঙ্গলবার সকালেই দুদিনের সফরে সৌদি আরবের জেদ্দা শহরের উদ্দেশে রওনা দিয়েছিলেন মোদি। সৌদির যুবরাজ সালমানের আমন্ত্রণেই এই সফরে গিয়েছিলেন তিনি। কিন্তু দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গিহানায় ২৬ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়ার পরই ভারতে ফেরার তোড়জোড় শুরু করেন প্রধানমন্ত্রী।

সৌদি থেকেই মোদি এক্সে লেখেন,‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এই জঙ্গিহানার তীব্র নিন্দা করছি। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব রকমের সাহায্য করা হবে।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ভয়েস অফ আমেরিকা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিলেন মার্কিন বিচারক
এসএসসি পাসেই বিমানে চাকরি, নেবে ৬৬২ জন
সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরেই কঠোর হুঁশিয়ারি মোদির
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থীদের সঙ্গে চলছে আলোচনা
বিসিবির চাকরি ছাড়ছেন এলিট প্যানেলের আম্পায়ার সৈকত
ট্রেনে কাটা পড়ে ৩ যুবকের মৃত্যু
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল
‘নারী বিষয়ক সংস্কার কমিশন’ এর প্রতিবেদন বাতিল চান আজহারী
রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি
সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬
পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে: আমিনুল হক