প্রথম দিনেই বাজিমাত রণবীর-দীপিকার সিনেমা ‘৮৩’!
ভারতের কাছে ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয় ছিল ঐতিহাসিক। কপিল দেবের নেতৃত্বে সেই বিশ্বকাপ জয়ের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘৮৩’। বড়দিনে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছে। প্রথম দিনে ১২ কোটি ৬৪ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। অনেকে বলছেন, বক্স অফিসে রীতিমতো ছক্কা মারবে ‘৮৩’ চলচ্চিত্র!
ক্রিকেট নিয়ে উন্মাদনা ভারতে নতুন নয়। আর ক্রিকেট বা ক্রিকেটারের কাহিনি যদি রুপোলি পর্দায় ফুটে উঠে তাহলে সেই ছবি নিয়ে বাড়তি একটা উন্মাদনা তৈরি হয়। ঠিক যেমনটা ঘটেছে কবীর খানের '৮৩' কে ঘিরে। মোটামুটি প্রথম দিনেই বাজিমাত রণবীর-দীপিকার সিনেমা ‘৮৩’!
বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ভারত, কিন্তু আশির দশকের গোড়ায় তেমনটা ছিল না। প্রবল পরাক্রমী ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি রূপকথার চেয়ে কম নয়। ১৭ দিনের সেই কাহিনিই আড়াই ঘন্টায় রুপোলি পর্দায় তুলে ধরলেন পরিচালক কবীর খান। যার ফলে প্রবল উত্তেজনা নিয়ে দর্শক দেখছেন ‘৮৩’ চলচ্চিত্র।
কবির খান নির্মিত ‘৮৩’ সিনেমাটিতে রণবীর সিং ভারতীয় ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করেছেন। বাস্তব জীবনে রনবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন কপিল দেবের স্ত্রী রোমি দেবের চরিত্রে। এছাড়াও অভিনয় করেছেন সাকিব সেলিম, তাহির রাজ ভাসিন, জিভা, চিরাগ পাটিল, হার্ডি সান্ধু, যতিন সারনা, দিনকার শর্মা প্রমুখ।
চলচ্চিত্র সমালোচক সাইবল চ্যাটার্জি সিনেমাটিকে পাঁচের মধ্যে চার তারকা দিয়েছেন। এছাড়াও তিনি একে উত্তেজনাপূর্ণ ও আলোড়ন তোলা সিনেমা বলে অভিহিত করেছেন।
১৯৮৩ সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। ওয়ানডে বিশ্বকাপ শুরুর পর তার আগের দুই আসরেই শিরোপা জিতেছিল ক্যারিবিয়ানরা।
পরে ভারত আরেকবার বিশ্বকাপ ক্রিকেট জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। সেই ধোনিকে নিয়েও বায়োপিক হয়েছে বলিউডে।