শাকিবের বায়োপিক বানাবেন এফ আই মানিক, অভিনয় করবেন কারা?
শাকিব খানের নায়ক হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি হবে চলচ্চিত্র। চলচ্চিত্রের নাম ‘স্টোরি অব শাকিব খান’। পরিচালনা করবেন নির্মাতা এফ আই মানিক। সম্প্রতি চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে ছবিটি।
এ বিষয়ে নির্মাতা এফ আই মানিক বলেন, ‘অনেক দিন হলো ছবি নির্মাণে বিরতি ছিল। এবার বিরতি ভেঙে কাজ শুরুর পরিকল্পনা করছি। শুরুর কাজটি তাই চমক হিসেবে রাখতে চাই। এরই মধ্যে শাকিব খানকে নিয়ে বায়োপিক নির্মাণের বিষয়টি চূড়ান্ত করেছি। ছবির নাম পরিচালক সমিতিতে নিবন্ধন করেছি। এ ছবি দিয়েই আমি নতুন কাজ শুরু করতে চাই।’
ছবির গল্প প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা এফ আই মানিক জানান, ঢাকাই চলচ্চিত্রের প্রধান নায়ক শাকিব খানের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আবর্তিত হয়েছে ছবির গল্প। এখানে শাকিব খানের শৈশব-কৈশোরের গল্প থাকবে না। থাকবে চলচ্চিত্রে কাজ শুরু করার ঠিক আগের সময়টা থেকে দেশের জনপ্রিয় ও প্রধান নায়ক হয়ে ওঠার গল্প। তবে শাকিব খানের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা জানিয়েছেন, শাকিব খানের অন্যতম নায়িকা হিসেবে গল্পে থাকবেন অভিনেত্রী অপু বিশ্বাস। এই চরিত্রে কে অভিনয় করবেন, এ বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন বছরের প্রথমভাগেই কাজ শুরু করতে চান নির্মাতা। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মানিক।
চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে। তবে বাবার চাকরির সুবাদে তাঁর শৈশব-কৈশোর কেটেছে নারায়ণগঞ্জে। তাঁর পারিবারিক নাম মাসুদ রানা। বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী, মা নূরজাহান গৃহিণী। তাঁর এক ভাই ও এক বোন রয়েছে।
ছবিতে কে হবেন শাকিব খান? তার নায়িকাদের চরিত্রে কাকে দেখা যাবে? বিশেষ করে শাকিব খানের ক্যারিয়ারের লক্ষী বলে খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস চরিত্রে কে অভিনয় করবেন? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সিনেমাপাড়ায়।
ছড়িয়েছে নানা গুঞ্জন। যেখানে এগিয়ে আছে শান্ত খানের নাম। এফ আই মানিকের ‘স্টোরি অব শাকিব খান’ সিনেমায় শাকিবের চরিত্রে দেখা যাবে শান্ত খানকে। এমন গুঞ্জন বেশ জোরেসোরেই শোনা যাচ্ছে। অপরদিকে শাকিবের প্রাক্তন স্ত্রী ও তার ক্যারিয়ারের সর্বাধিক সিনেমা ও সফল নায়িকা অপু বিশ্বাসের চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘিকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
তবে এ নিয়ে এখনো মুখ খুলছেন না সংশ্লিষ্টরা। বিষয়টি আপাতত প্রক্রিয়াধীন বলে জানা গেছে। শান্ত ও দিঘী এর আগে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন। যেখানে তারা কিশোর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন।