মুক্তি পেল জীবনানন্দকে নিয়ে সিনেমার ট্রেলার
কবি জীবনানন্দ দাশকে নিয়ে চলচ্চিত্র ‘ঝরা পালক’ নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। এতে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরে। তার আগে শনিবার (২৫ ডিসেম্বর) বড়দিনে মুক্তি পেল সিনেমার ট্রেলার।
ট্রেলারের আয়তন তিন মিনিট ১২ সেকেন্ড। তাতে জীবনানন্দের ভূমিকায় দেখা গেছে ব্রাত্য বসুকে। এমনকি কবি কাজী নজরুল ইসলামের একটি চরিত্রও একঝলক দেখা গেছে। ফ্ল্যাশব্যাকে সাদাকালোর ফাঁকে বাস্তব সময়ের রঙিন চরিত্রগুলোও উঁকি দিয়েছে। মাঝেমধ্যে উঠে এসেছে কবির কবিতার আবৃত্তি। একঝলক দেখেই বোঝা যায়, অত্যন্ত শৈল্পিকভাবে বানানো হয়েছে সিনেমাটি।
নির্মাতা জানান, ছবির কেন্দ্রে থাকবে জীবনানন্দ দাশের জীবনকথা। দুই বয়সের কবিকে পর্দায় ফুটিয়ে তুলেছেন ব্রাত্য বসু ও রাহুল বন্দ্যোপাধ্যায়। কৌশিক সেনকে দেখা যাবে কবি বুদ্ধদেব বসুর ভূমিকায়, সুপ্রিয় দত্ত অভিনয় করবেন কবি কাজী নজরুল ইসলামের চরিত্রে এবং দেবশঙ্কর হালদারকে দেখা যাবে কবি সজনীকান্ত দাশের ভূমিকায়। ২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও প্রদর্শিত হতে পারে ‘ঝরা পালক’। এত দিন করোনা মহামারির কারণে থমকে ছিল ছবির মুক্তি।
চরিত্র প্রসঙ্গে জয়া বলেন, মা ছাড়া কবি জীবনানন্দ দাশের জীবনে একমাত্র নারী লাবণ্য দাশ। প্রথাগত ভাবনা থেকে যেভাবে লাবণ্য দাশকে দেখা হয়েছে, আসলে লাবণ্য তেমন ছিলেন না। তিনি ছিলেন জীবনানন্দের জীবনের অনেক বড় অনুপ্রেরণা। সিনেমায় সে রকমই দেখানো হয়েছে।