ঢাকায় সুনীলের উপন্যাস নিয়ে ধারাবাহিক নাটক, সম্প্রচার শুরু ২৬ ডিসেম্বর
ছবি: ফেসবুক
দুই বাংলার জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মা বাবা ভাই বোন’ নিয়ে বাংলাদেশে তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক। এ নাটক নির্মান করছেন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ নির্মাতা হাসান রেজাউল। সুনীলের উপন্যাসের নাম অক্ষুণ্ন রেখেই ধারাবাহিকটির নাম রাখা হয়েছে ‘মা বাবা ভাই বোন’। ঢাকাপ্রকাশ-এর সঙ্গে আলাপচারিতায় রেজাউল জানান, আগামী রবিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টা ২০মিনিটে ধারাবাহিক নাটকটির সম্প্রচার শুরু হবে। প্রচারিত হবে এনটিভিতে।
নির্মাতা হাসান রেজাউল সাহিত্যনির্ভর নাটক নির্মাণ করে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন। বিভিন্ন সময় পেয়েছেন সুধীজনের প্রশংসা। ২০১৬ সালের শেষ দিকে নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা ‘চুমকি’ নাটক দিয়ে সাহিত্য-নির্ভর নাটক নির্মাণ শুরু করেন তিনি। তার পর একে একে রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন, সৈয়দ শামসুল হক, জহির রায়হান, হরিশংকর জলদাস, মনি হায়দার, শুভাশিস সিনহাসহ বেশকিছু সাহিত্যিকের গল্প ও উপন্যাস থেকে নাটক নির্মাণ করেছেন। এবার সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস নিয়ে নির্মাণ করছেন ধারাবাহিক নাটক।
হাসান রেজাউল জানান, কবি আলফ্রেড খোকনের রচনায়, তুহিন সমাদ্দারের সুরে নীল কামরুলের মিউজিকে ‘মা বাবা ভাই বোন’ ধারাবাহিক নাটকের জন্য গান করেছেন ওপার বাঙলার বিখ্যাত গায়ক রূপঙ্কর বাগচী। নির্মাতা জানান, টাইটেল ট্র্যাকটি ইতোমধ্যেই রেকর্ড করা হয়েছে।
সংসারের নানা টানাপোড়ন হাসি আনন্দ আর দ্বন্ধই নাটকের মূল উপজীব্য। ‘মা বাবা ভাই বোন’ উপন্যাসটির মূল পটভূমি ঠিক রেখে সময় এবং চিত্রনাটের প্রয়োজনে কিছুটা রূপান্তর করেছেন। যথাযথভাবে সুনীল গঙ্গোপাধ্যায়ের উত্তরাধিকারীর অনুমতি নিয়েই তিনি নাটকটি নির্মাণ করছেন। ইতিমধ্যে ধারাবাহিকের প্রথম দিকের বেশ কিছু পর্ব নির্মিত হয়েছে। সেসবই সম্প্রচার শুরু হবে। পাশাপাশি চলবে বাকি পর্বের শুটিং।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, সাবেরী আলম, আজম খান, তামিম মৃধা, শবনম ফারিয়া, শম্পা রেজা, তাসনুভা তিশা, আদিবা, আনন্দ খালেদ, নিশাত প্রিয়ম, সাজু খাদেম, আবু হোরাইরা তানভীর, ফারুক আহমেদ, শেলী আহসান, জয়নাল জ্যাক, শিবলীসহ একঝাঁক তারকরা।
এ নাটকটির মোট কতটি পর্ব হতে পারে জানতে চাইলে হাসান রেজাউল বলেন, ‘আপাতত এটা বলা মুশকিল। উপন্যাসের মূলভাব ঠিক রেখে যত পর্ব করা যায়, তা করব। তবে অযথাই গল্প টানার ইচ্ছে নেই। সুনীলকে কোনোভাবে অসম্মান করার সাহস ও স্পর্ধা নেই। লেখক ও তার উপন্যাসের প্রতি অনুগত থেকেই পর্বগুলো নির্মিত হবে।’