চলচ্চিত্র পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন রিজভী আর নেই
বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দিন রিজভী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি গত কয়েক বছর ধরে বেশ কিছু জটিল রোগে ভুগছিলেন।
সোমবার (২৫ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
মঙ্গলবার (২৬এপ্রিল) বাদ জোহর নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
তমিজউদ্দিন রিজভী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় নারায়ণগঞ্জে সহকারী কমান্ডার ছিলেন তিনি। তার পরিচালিত ‘আশীর্বাদ’সিনেমার মাধ্যমে জনপ্রিয় চিত্র নায়িকা অঞ্জু ঘোষ চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন। ‘আশা ভালবাসা’নামের জনপ্রিয় সিনেমার পরিচালকও ছিলেন তমিজ উদ্দিন রিজভী। এই চলচ্চিত্রের মাধ্যমে খলচরিত্রে অভিষেক ঘটে মিশা সওদাগরের।
তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘তুমি আমার’, ‘ছোট মা’, ‘জেলের মেয়ে’, ও ‘জবাবদিহি’।
এএম/আরএ/