বছরের শেষ দিনে আসছে ‘রাত জাগা ফুল’, প্রকাশিত হলো প্রথম গান
জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির সরকারি অনুদানে নির্মাণ করেছিলেন ‘রাত জাগা ফুল’ নামের চলচ্চিত্র। করোনাকাল শুরু হওয়ার আগেই এটির শুটিং শেষ হয়েছিল। তবে করোনার কারণে এটির কারিগরি অংশের কাজ শেষ করতে বিলম্ব হয়। সব কাজ শেষ করে কিছুদিন আগে ছবিটির সেন্সর সার্টিফিকেটের জন্য জমা দেন। অবশেষে আনকাট সেন্সর পেয়েছে এটি। আর এ বছরের একেবারে শেষের দিন (৩১ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে মীর সাব্বির পরিচালিত প্রথম চলচ্চিত্র 'রাত জাগা ফুল'।
ছবিটির মুক্তি উপলক্ষে এখন চালানো হচ্ছে প্রচার-প্রচারণা। সেই ধারাবাহিকতায় মুক্তি দেওয়া হয়েছে 'রাত জাগা ফুল' এর প্রথম গান। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মীর সাব্বির নামে নিজের চ্যানেলে 'রঙ্গে রঙ্গে দুনিয়া' শিরোনামে গানটি প্রকাশ করা হয়। শফি মন্ডল ও এস আই টুটুল একসঙ্গে গেয়েছেন গানটি। মীর সাব্বিরের কথায় গানটির মিউজিক করেছেন ইমন চৌধুরী।
গানটি প্রকাশ করে মীর সাব্বির বলেন, 'রাত জাগা ফুল' ছবিটি আমার স্বপ্নের প্রজেক্ট। অনেক পরিশ্রম ও যত্ন নিয়ে ছবিটি নির্মাণ করেছি। এতে রয়েছে পাঁচটি গান। প্রতিটি গানই আলাদা আলাদা স্বাদের। আজ প্রকাশ পেলো 'রঙ্গে রঙ্গে দুনিয়া' গানটি। আশা করি দর্শক-শ্রোতাদের গানটি আনন্দ দেবে।'
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় রাত জাগা ফুল। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই লিখেছেন । এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। গত ৩১ অক্টোবর সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।