ঢাকায় বসছে ১৫টি ব্যান্ডের মেগা কনসার্ট রক ফেস্ট
শীত মানেই কনসার্ট; আর কনসার্ট মানেই ব্যান্ড! সেই রেশ ধরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বড়সড় রক ফেস্ট। এতে অংশ নেবে দেশের অন্যতম ১৫টি ব্যান্ড। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হলে এই কনসার্ট হবে ২৩ ডিসেম্বর।
স্কাই ট্র্যাকার লিমিটেড আয়োজিত উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড। এ উপলক্ষে সম্প্রতি এক সংবাদ সম্মেলন হয়। এতে বিস্তারিত তুলে ধরেন স্কাই ট্র্যাকার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান। এতে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের চীফ কর্পোরেট এ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তৈমুর রহমান, ব্র্যান্ড এ্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর কাজী উরফী আহম্মেদ প্রমুখ।
আয়োজকরা জানান, করোনার কারণে গত বছর ব্যান্ডপ্রেমীদের জন্য এই আয়োজন করতে না পারলেও এ বছর রাজধানীবাসীকে মাতাতে এবং ২০২১ সালকে বিদায় জানাতে আয়োজন করা হচ্ছে ঢাকা রক ফেস্ট। দিনব্যাপী এই কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপটিকফেট, ইনডালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, ব্রহ্মপুত্র, দ্য ট্রি, সাবকনসাস, আফটারম্যাথ, থ্র্যাস, আরেকটা রক ব্যান্ড ও ক্যালিপসো।
এই কনসার্ট প্রসঙ্গে বাংলালিংকের চীফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, আমরা সব সময় তরুণদের উৎসাহ জানিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছি। এর অংশ হিসেবে, বছর শেষে আনন্দ উপভোগ করতে ঢাকা রক ফেস্টের সঙ্গে যুক্ত হয়েছি। ২৩ ডিসেম্বর সকাল ১০টায় ‘ঢাকা রক ফেস্ট ২’-এর গেট খুলে দেয়া হবে। অনুষ্ঠান চলবে বেলা ১১টা থেকে সারাদিনব্যাপী। টিকেটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। পাওয়া যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত।