দশ বছর পর লুৎফর হাসানের ফেরা
গীতিকার সুরকার ও গায়ক লুৎফর হাসান। গানের ভুবনে নিয়মিত হলেও দশ বছর পর তার স্বপ্নের জায়গা সিনেমার গানে ফিরলেন তিনি।
গাইলেন সিনেমায় নতুন গান। ‘ভালো আছে রুম, দুপুরের ঘুম, বিকেলের ভাঙা কাপে চা’ এমন কথার গানটি লিখেছেন ফেরারী ফরহাদ। সুর ও সংগীত করেছেন আহমেদ কিসলু। গানটি তৈরি হয়েছে ‘নাকফুল’ সিনেমার জন্য। ফেরারী ফরহাদের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন অলোক হাসান।
এতে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা চেরী ও আদর আজাদ।
দীর্ঘদিন পর সিনেমার গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, ‘গানের কথা কাব্যিক। সুর ও সংগীতও ভালো হয়েছে। দশ বছর পর সিনেমার এমন একটা গানে কণ্ঠ দিতে পেরে আমি আনন্দিত।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিক ‘টেলিভিশন’ সিনেমায় সর্বশেষ গেয়েছিলেন লুৎফর হাসান। ‘ভাবনার রেলগাড়ি’ শিরোনামে কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছিলেন আইয়ুব বাচ্চু।
এএম/এমএমএ/