কেমন আছেন এক সময়ের জিঙ্গেল গায়িকা
সুমনা হক এক সময়ের ব্যস্ততম সঙ্গীতশিল্পী। গান গাওয়ার পাশাপাশি বিজ্ঞাপনে জিঙ্গেল দেওয়া নিয়েই যার সময় কাটত। নব্বই দশকের পুরোটা সময় এবং বিংশ শতাব্দীর শুরুটাও জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার একক আধিপত্য ছিল তার।
‘প্রিয় প্রিয় প্রিয়-সুন্দরী প্রিন্ট শাড়ি’, মেরিলের ‘সোনা জাদু মনিরে’,‘ অনুভবে তুমি আমার’, ‘আহা হা পাকিজা’, ‘পরেছি কপালে টিপ চোখে কাজল’, ‘রিনিক ঝিণিক খুশির ঝিলিক ছড়াল ফ্রেশ জেল’, ‘রঙ্গে রঙ্গে কারুকাজে পথ চাওয়া ভীরু লাজে করেছি গো নন্দিনিয়া-নন্দিনী প্রিন্ট শাড়ি’ , ‘তুমি ছাড়া আমি যেন আমি নই, অন্য মানুষ কোনো, সৌরভে অনুভবে তুমি, তুমি আছো তাই প্রতিদিন পূর্ণতা পাই’ এমন বহু জিঙ্গেলে সুমনার কন্ঠ আজও দর্শককে মুগ্ধ করে। ইউটিউবে পুরোনো বিজ্ঞাপনে অনেকেই সুমনার কন্ঠ শুনতে পান।
জিঙ্গেলে, গানে তুমুল ব্যস্ততা থাকার পরও একটা সময় গান ও জিঙ্গেলে কণ্ঠ দেওয়া থেকে নিজেকে সরিয়ে নেন এই গায়িকা।
বিগত বেশ কয়েকবছর যাবত যেন গানে পুরোপুরিই অনুপস্থিত। সেই সঙ্গে জিঙ্গেলেও। এরই মধ্যে হজ্জ্ব করেও এসেছেন তিনি। সব মিলিয়ে এখন বাসাতেই সময় কাটছে সুমনা হকের।
তার কন্ঠের গাওয়া ‘মায়াবী এই রাতে দু’জনে বিজনে মুখোমুখি বসে রবো’, ‘মাঝে কিছু বছর গেল স্মৃুতিগুলো এলোমেলোসহ আরও বেশি কিছু জনপ্রিয় গান রয়েছে।
এ সম্পর্কে সুমনা হক বলেন, ‘আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি, শুকরিয়া। সবাই শুধু আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখেন ভালো রাখেন। আপনাদেরকেও আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।’
এএম/এমএমএ/