বীরাঙ্গনা চরিত্রে নার্গিস
২০১৬ সালের সরকারি অনুদানের সিনেমা ‘সাবিত্রী’। সাবিত্রী একজন বীরাঙ্গনা। তাকে ঘিরেই মূলত ‘সাবিত্রী’ সিনেমার গল্প। এই সাবিত্রী চরিত্রেই নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী নার্গিস। পান্থ প্রসাদের পরিচালনায় এরইমধ্যে সিনেমাটির কাজ শেষ করেছেন তিনি।
এতে অভিনয় প্রসঙ্গে নার্গিস বলেন,‘মূলত আমার অভিনীত চরিত্রটিকে ঘিরেই এই সিনেমার গল্প। আমি একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছি। মন উজার করে অভিনয় করেছি। এমন একটি চরিত্রে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে আমার। নির্মাতা অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমি খুব আশাবাদী এই কাজটি নিয়ে। এখন শুধু সিনেমাটির মুক্তির অপেক্ষায় আছি।’
নার্গিস জানান এই সিনেমাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হীরা। একজন অ্যাডভোকেটের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় মাসুদ পথিক পরিচালিত ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
নার্গিস ছোটবেলায় থেকেই মঞ্চে অভিনয় করতেন। তার অভিনীত প্রথম মঞ্চ নাটক ‘কুয়াশার কান্না’। বাংলাদেশ টেলিভিশনের ‘আয়না’ সিরিজে তিনি অভিনয় করেছেন। পাশাপাশি ‘বউ কথা কও’,‘হীরামন’-এ অভিনয় করেছেন। ১৯৭৩ সালে খান আতাউর রহমান প্রযোজিত ‘ঝড়ের পাখি’ সিনেমাতে হোসনে আরা থেকে নার্গিস হয়ে অভিনয় শুরু করেন।
‘ঝড়ের পাখির পর নার্গিস অবদান, গুনাহগার, চম্পাচামেলী, ভাই আমার ভাই, আদালত, নোলক, ফকির মজনু শাহ, রাজকুমারী চন্দ্রভান, রং বেরং, মায়ার বাঁধন, সারেং বউ, স্মৃতি তুমি বেদনা, কলংকিনী, রামের সুমতি, সংঘর্ষ, পিঞ্জরসহ আরও বহু চলচ্চিত্রে অভিনয় করেন।
নার্গিস জানান, আরও একটি নতুন সিনেমাতে তার কাজ করার কথা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হওয়ার কথা সেই সিনেমাটি। কিন্তু এখনও সিনেমার শুটিং শুরু হয়নি বিধায় তিনি এ বিষয়ে বিস্তারিত তেমন কিছু বলতে পারেননি।
এএম/আরএ/