বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নির্মিত হয়েছে একক নাটক ‘বীরাঙ্গনা’। তাতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অপর্ণা ছাড়া আরো অভিনয় করেছেন রওনক হাসান, মনোজ প্রামাণিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।
মুক্তিযুদ্ধের এক বীরাঙ্গনার করুণ কাহিনিই নাটকের মূল প্রতিপাদ্য। নাটকে দেখা যায়, মুক্তিযুদ্ধে লাঞ্চিত হন এক নারী ময়ূরজান। দেশ স্বাধীন হলে পাকিস্তানি ক্যাম্প থেকে মুক্ত হন বন্দি ময়ূরজান। তখন তিনি গর্ভবতী। এক পুত্রসন্তানের জন্ম দেন। সন্তানকে নিয়ে শুরু হয় আরেক যুদ্ধ। সমাজের নানা লাঞ্ছনা-গঞ্জনা আর অবহেলা। সে এক করুণ কাহিনি। স্বাধীন দেশে ময়ূরজান যেন পরাধীন। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প।
অপর্ণা বলেন, ‘মুক্তিযুদ্ধে এক বীরাঙ্গনার করুণ কাহিনিই নাটকের মূল প্রতিবাদ্য। বীরাঙ্গনা চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।’
নাটকটি বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) বৈশাখী টিভিতে রাত ১০টায় প্রচার হবে।