মাধুরীর থেকে পুরস্কার নিলেন তাসনোভা সালাম

বলিউড তারকা মাধুরী দীক্ষিতের থেকে ‘এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ নিলেন বাংলাদেশের তাসনোভা মাহবুব সালাম। সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।
ছোট বেলা থেকে নাচ ও উপস্থাপনার সঙ্গে জড়িত থাকলেও পুরস্কার জিতেছেন একজন ব্যবসায়ী হিসেবে।
তাসনোভা সালাম জানান, সম্প্রতি তার রিয়েল এস্টেট টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড বাংলাদেশের সেরা এবং সফল রিয়েল এস্টেট কোম্পানির পুরস্কার গ্রহণ করেন মাধুরীর কাছ থেকে।
এ সম্পর্কে তাসনোভা মাহবুব সালাম বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে এমন একটি পুরস্কার পেয়ে। বিশেষ করে প্রিয় অভিনেত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করে আরও বেশি ভালো লাগছে। নাচ ও উপস্থাপনা করলেও আমি এখন নিজস্ব রিয়েল এস্টেট ব্যবসা টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড চালাচ্ছি। ব্যবসার পাশাপাশি আমি একজন আইনজীবীও। সবাই দোয়া করবেন আগামীতে আরও ভালো কাজ যেনো করতে পারি।’
এএম/এমএমএ/
