সজলের পাঁচ সিনেমা
জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বহু আগেই রুপালি পর্দায় যাত্রা শুরু করেছেন তিনি। এবার এ অভিনেতা নতুন আরও একটি সিনেমার কাজ শেষ করলেন। আবু সাইয়ীদের পরিচালনায় সিনেমার নাম ‘সংযোগ’।
এ নিয়ে সবমিলিয়ে পাঁচটি সিনেমার কাজ শেষ করেছেন এ অভিনেতা। সিনেমাগুলো হলো- নাদের চৌধুরীর ‘জ্বীন’, হৃদি হকের ‘১৯৭১ সেইসব দিন’, উজ্জ্বল ও নবী পরিচালিত ‘পাপড্যাডি’, অনন্য মামুনের পরিচালনায় ‘জাহানারা’। প্রতিটি সিনেমা নিয়েই ভীষণ আশাবাদী সজল।
এ সম্পর্কে সজল বলেন, ‘সত্যি বলতে এখানে যেসব সিনেমার কথা উল্লেখ করা হয়েছে তাতে নির্দিষ্ট একটি সিনেমার একটি চরিত্রের কথা বলা কঠিন। কারণ একেকটি চরিত্র একেকরকম। কোনো সিনেমাতে আমি ২৫ বছরের যুবক, আবার কোনো সিনেমাতে আমি চল্লিশোর্ধ্ব একজন নেতিবাচক চরিত্রের মানুষ, আবার কোনো সিনেমায় আমি উদ্ভাবক, জ্বীন’তো জ্বীন ভুতের গল্প নিয়ে সিনেমা। তাই প্রতিটি সিনেমাই আসলে দর্শকের কাছে সত্যিই দারুণভাবে গ্রহণযোগ্যতা পাবার মতো সিনেমা। সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার গল্প বলার ধরন যে বদলেছে এসব সিনেমায় কাজ করতে এসে বুঝেছি। আমাদের সিনেমা এখন অনেক উন্নত, আরও আধুনিক হয়েছে। যে কারণেই প্রত্যাশা বেড়েছে আমার অভিনীত প্রতিটি সিনেমা নিয়ে।’
সজল জানান, এবারের ঈদে তিনি খুব বেশি নাটকে অভিনয় করবেন না। ফেরদৌস হাসান রানাসহ আর দু’একজন নির্মাতার নাটকে অভিনয় করতে পারেন। তবে মাবরুর রশীদ বান্নাহ্’র পরিচালনায় তিন-চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিনয় করার কথা রয়েছে। এরই মধ্যে সজল পল্লব বিশ্বাসের গল্পে এহসান এলাহী বাপ্পীর পরিচালনায় আগামী ৮ এপ্রিল দুপুরে চ্যানেল আইতে প্রচারের জন্য ‘বেলা অবেলা’ নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন নায়মা আলম মাহা।
এএম/এসএন