গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা
রবিবার ৩ এপ্রিল, ২০২২ তারিখে ৮০টির বেশি বিভাগে গানের বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
গ্র্যামি অ্যাওয়ার্ডের আসল নাম হলো গ্রামোফোন অ্যাওয়ার্ড। সংক্ষেপে কেবল ‘গ্র্যামি’ নামে ডাকা হয়। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের গানের জগতের আউটস্টান্ডিং অ্যাচিভমেন্ট বা অসাধারণ অর্জনের স্বীকৃতিগুলো প্রদান করেন এই পুরস্কারগুলোর মাধ্যমে। এই ট্রফিগুলোকে বলা হয় গিল্ডেড গ্রামোফোন। বিশ্বেরও সেরা গানের পুরস্কার। প্রথম দেওয়া হয়েছে ১৯৫৯ সালের ৪ মে। এবার ৬৪তম অ্যানুয়াল গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হলো যুক্তরাষ্ট্রের লাস ভোগাসের এমজিএম গ্রান্ড গার্ডেন অ্যারেনাতে।
এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা কটি বিভাগের নাম ও পুরস্কারজয়ীদের নাম দেওয়া হলো-রেকর্ড অব দি ইয়ার : ‘লিভ দি ডোর ওপেন (সিল্ক সনিক)’, সং অব দি ইয়ার : ‘লিভ দি ডোর ওপেন (সিল্ক সনিক)’, অ্যালবাম অব দি ইয়ার : উই আর (জন বেটিস্ট), সেরা নতুন শিল্পী : অলিভিয়া রদরিগো, সেরা একক পপ পারফরমেন্স : ড্রাইভারর্স লাইসেন্স (অলিভিয়া রদরিগো), সেরা যুগল বা দলগত পপ পারফরমেন্স-‘কিস মি মোর’ ডোজা ক্যাট ফিয়াট এসজেডএ, সেরা ঐতিহ্যবাহী পপ কন্ঠের অ্যালবাম : ‘লাভ ফর সেল’ টনি বেনেট ও লেডি গাগা, সেরা পপ কন্ঠের অ্যালবাম : ‘সোর’ অলিভিয়া রদরিগো, সেরা নাচ রেকর্ডিং’ : ‘অ্যালাইভ’ রুফাস ডু সোল, সেরা র্যাপ অ্যালবাম : ‘কল মি ইফ ইউ গেট লস্ট’ টাইলের দি ক্রিয়েটর, সেরা র্যাপ পারফরমেন্স : `ফ্যামেলি টাইজ', বেবি কিম ও কেনড্রিক লামার, সেরা র্যাপ গান : ‘জেল’ কেনি ওয়েস্ট ও জে-জেড, সেরা ল্যাটিন পপ অ্যালবাম : ম্যানদো (অ্যালেক্স কুবা), সেরা মিউজিকা আরবানা অ্যালবাম বা শহরের সেরা গানের অ্যালবাম : এল উরতিম তুর দেল মন্দো (বাদ বার্নি), আমেরিকান শেকড়ের সেরা পারফরমেন্স : ক্রাই (জন বাটিস্টে) সেরা আরঅ্যান্ডবি পারফরমেন্স সমভোটে : `লিভ দি ডোর ওপেন' (সিল্ক সনিক) ও `পিক আপ ইউর ফিলিংস' (জাজমাইন সুলিভাইন), সেরা আরঅ্যান্ডবি বা রক অ্যান্ড ব্লুজ গান : ‘লিভ ডি ডোর ওপেন’ সিল্ক সনিক, সেরা রক অ্যান্ড ব্লুজ অ্যালবাম : ‘হোও টেইলস’, জাজমাইন সুলিভান, কান্টি গানের সেরা একক পারফরমেন্স : ‘ইউ শুড প্রবাবলি লিভ’ (ক্রিস স্টাপেলটন), কান্ট্রি গানের দ্বৈত বা দলগত সেরা পারফরমেন্স : ‘ইয়ঙ্গার মি’ ব্রাদ্রার্স অসবর্ণ। সেরা কান্ট্রি গান : ‘কোল্ড’, ক্রিস স্টাপেলটন, সেরা কান্ট্রি অ্যালবাম : স্টার্টিং ওভার (ক্রিস স্টাপেলটন), সেরা রক পারফরমেন্স-‘মেকিং অ্যা ফায়ার’, ফো ফাইটারর্স, সেরা রক গান- ‘ওয়েটিং অন অ্যা ওয়ার’ ফো ফাইটারর্স, সেরা রক অ্যালবাম : ‘মেডিসিন অ্যাট মিডনাইট’, ফো ফাইটারর্স।
ছবি : সিল্ক সনিক।
ওএস।