আঁখি আলমগীরের ‘কেন এতো ভয়’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। এবার আসছে তার নতুন ও ভিডিও। গানের শিরোনাম ‘কেন এতো ভয়’। গানটির কথা লিখেছেন মারুফ হাসান। সুর সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। এ গানটি বাপ্পা মজমুদারের ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’ অ্যালবামের জন্য করা হয়েছে।
সুর ও সংগীতের পাশাপাশি এই গানের ভিডিও নির্দেশনাও দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই। ইতিমধ্যেই মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে।
গানটি সম্পর্কে আঁখি আলমগীর বলেন, ‘এর আগেও বাপ্পা দা’র সুরে গান গেয়েছি। কেন এতো ভয়’ গানটি চমৎকার একটি গান। মিউজিক ভিডিওটি ভালো হয়েছে। আশা করছি শ্রোতা দর্শকের এটি ভালো লাগবে।’
বাপ্পা মজমুদার বলেন, ‘এই গানটা দারুণ গেয়েছে আঁখি, একদমই অন্যরকম। তার গায়কিতে আমি ভীষণ খুশি। মূলত আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্যই এই গানটি করা। তাই নিজেই চেষ্টা করেছি ভীষণ যত্ন নিয়ে গানটি করতে এবং মিউজিক ভিডিওটি নির্মাণ করতে।’
বাপ্পা মজুমদার জানান, আগামী ৭ এপ্রিল তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘বাপ্পা মজুমদার’-এ গান ও ভিডিও প্রকাশ পাবে।
এএম/এমএমএ/
