শহীদ মিনারে শ্রদ্ধা শনিবার
মরণোত্তর দেহদান করে গেছেন হাসান আরিফ
খ্যাতিমান আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের দেহদান করা হবে হাসপাতালে। সারা জীবন সংস্কৃতির সাধনায় নিবেদিত গুণী এই মানুষটি জীবিত থাকতেই তার ইচ্ছার কথা জানিয়ে গেছেন পরিবারকে।
তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হবে বলে ঢাকাপ্রকাশকে নিশ্চিত করেছেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী আজহারুল হক আজাদ। চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীর সহায়তার জন্যই তিনি দেহদান করে গেছেন বলে জানা গেছে।
এদিকে, শনিবার সকাল ৯ টায় ধানমন্ডির বাসার পাশের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে এবং বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা হবে।
শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা হবে।
শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বছরের ২ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ভর্তি হন হাসান আরিফ। তিনি দীর্ঘদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এরপর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন হাসান আরিফ।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হাসান আরিফ দীর্ঘদিন ধরে দেশের সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করে আসছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব গণতান্ত্রিক-সাংস্কৃতিক আন্দোলনে তিনি সামনে থেকে ভূমিকা পালন করেছেন।
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
খ্যাতিমান এই আবৃত্তিশিল্পীর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে ।
এএম/