মুহিনের সুর-সংগীতে আব্দুল হাদীর গান

বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী। চলচ্চিত্রে গানের জন্য পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ২০০০ সালে একুশে পদকে ভূষিত হয়েছেন এই বরেণ্য শিল্পী।
অনেকদিন ধরেই গানে অনিয়মিত তিনি। তবে সুখবর হলো আসছে রোজার ঈদে গান নিয়ে ফিরছেন তিনি ।
তার জন্য এই গানের আয়োজন করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান।
মুহিন জানালেন, তার সুর ও সংগীতে সৈয়দ আব্দুল হাদীর গাওয়া গানের শিরোনাম ‘অমর গান’। এ গানের কথা লিখেছেন জামাল হোসেন।
সম্প্রতি এই গানের রেকর্ড শেষ হয়েছে। গানটি প্রকাশ হবে ভিডিও আকারে। ঈদ উপলক্ষে গানটি দেখা যাবে রঙ্গন মিউজিকের ব্যানারে। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা।
এ সম্পর্কে মুহিন বলেন, ‘সৈয়দ আব্দুল হাদী স্যারের সঙ্গে গান করার অনুভূতি সবসময়ই অসাধারণ। এটা বলে বুঝানো যাবে না। খুব চমৎকার কথামালায় আমরা ‘অমর গান’ তৈরি করেছি। স্যারের কণ্ঠে এই গান শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’
এএম/এমএমএ/
