আমির খান-আলিয়া ভাট নতুন জুটি

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন বর্তমান সময়ের আলোচিত তারকা অভিনেত্রী আলিয়া ভাট। দুই প্রজন্মের এ দুই তারকা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে চলেছেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে.ইন-এর প্রতিবেদন অনুসারে আমির এবং আলিয়া একটি বিজ্ঞাপনে স্ক্রিন স্পেস শেয়ার করবেন।
জানা গেছে, গতকাল (২৯ মার্চ) মুম্বাইয়ের ফিল্মসিটিতে শুটিং শুরু হয়েছে বিজ্ঞাপনটির। একটি সূত্র নিউজ পোর্টালটিকে বলেছে, ‘বিজ্ঞাপনটির আইডিয়া ও আমেজে আলিয়া এবং আমিরকে একসঙ্গে খুব মানিয়েছে। আমিরের সঙ্গে কাজ করা নিয়ে আলিয়া খুবই উত্তেজিত।’
প্রসঙ্গত, ‘আরআরআর’ মুক্তির কয়েকদিন আগে দিল্লিতে সিনেমার প্রচারমূলক ইভেন্টে পরিচালক এসএস রাজামৌলি, আলিয়া ভাট, রাম চরণ এবং জুনিয়র এনটিআরের সঙ্গে যোগ দিয়েছিলেন আমির খানও। এমনকি সিনেমার জনপ্রিয় গান ‘নাটু নাটু’তে নেচেছেনও আমির।
এদিকে আমির খান অভিনীত নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
এএম/এমএমএ/
