এ আর রহমানের বাংলা গানে মুগ্ধ দর্শক

বিসিবির আয়োজনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট। এ অনুষ্ঠানে মঞ্চে পরপর দুইটি বাংলা গান পরিবেশন করলেন অস্কার বিজয়ী ভারতীয় সুরকার, গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক এ আর রহমান।
‘জয় বাংলা জয় বাংলা’, ‘আমার সোনার বাংলা’ শিরোনামে গান দুটি গাওয়ার সময় উপস্থিত হাজার হাজার দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠেছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। এ আর রহমানের বাংলা গান দুটি পরিবেশন করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার দৃশ্যটি ছিল চোখ ধাঁধানো।
গানে, সুরে ও কথায় এ আর রহমান অন্যরকম এক আবহ তৈরি করেছেন। দর্শক শ্রোতাদের বেঁধে রেখেছেন তার অনন্য পরিবেশনায়।
বৃষ্টির কারণে অনুষ্ঠান শুরুতে কিছুটা বিঘ্ন ঘটলেও এ আর তার পরিবেশনা দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেছেন। ‘জয় হো’ গানের মাধ্যমে পরিবেশনা শুরু করেছেন এ তারকা। এরপর ‘মুখ কালা মুকাবিলা ও লায়লা’ গানটি পরিবেশন করেন তিনি।
অনুষ্ঠানে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবির প্রেসিডেন্ট বক্সে বসে অনুষ্ঠান উপভোগ করছেন তিনি। প্রধানমন্ত্রী আসার পরই পরিবেশন করা হয় জাতীয় সংগীত।
মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শুরু হওয়া বৃষ্টি থামে ৭টার দিকে। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ নামের কনসার্টে এর আগে গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস ও ফোক সম্রাজ্ঞী মমতাজ।
উল্লেখ্য, মমতাজের সঙ্গে মঞ্চে থেকে গান পরিবেশন করেন তার দুই মেয়ে।
এএম/টিটি
