শুটিং সেটে আমাকে সবাই ‘হাসিনা’ নামে ডাকতেন: নুসরাত ফারিয়া
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। কয়েকটি ধাপে সিনেমাটির শুটিং শেষের দিকে এসেছে। এর মধ্যে শেখ হাসিনার চরিত্রে ফারিয়া তার অংশের শুটিং শেষ করেছেন। রবিবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমকে জানালেন, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করতে গিয়ে তার অভিজ্ঞতার কথা।
শেখ হাসিনার চরিত্রে অভিনয় প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই এভাবেই ডাকতেন। পুরো সময়টা ক্যারেক্টারের মধ্যে বসবাস করেছি। এজন্য মুম্বাই শুটিং চলাকালীন ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম।’
পর্দায় শেখ হাসিনা হতে পারাটা অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন নুসরাত ফারিয়া। শুটিংয়ে দেয়া লম্বা সময় ফারিয়ার স্মৃতিতে আজীবন গেঁথে থাকবে বলে জানিয়েছেন ‘বস টু’ সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া।
অভিজ্ঞতার কথা জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘২০১৯ সালের শেষের দিকে জার্নিটা শুরু হয়েছিল। ২০২১ শেষ হতে যাচ্ছে। এখন থেকে জার্নিটা শেষ হলো। যতদিন বাঁচবো এই স্মৃতিতে যত্নে থাকবে। সত্যি আমি ভীষণভাবে কৃতজ্ঞ এই সুযোগটা আমাকে যারা দিয়েছেন তাদের প্রতি। সিনেমাটির সঙ্গে যারা জড়িত সবাইকে ধন্যবাদ জানাই।’
ভারতের বিখ্যাত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এর আগে তিনি মহাত্মা গান্ধী, জহুরলাল নেহেরু, সত্যজিৎ রায়ের মতো বিখ্যাত মানুষদের নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন। নেতাজী সুভাষ চন্দ্র বসুকে নিয়ে নির্মাণ করেছেন জীবনী নির্ভর ফিচার ফিল্ম ‘বোস: দ্য ফরগটেন হিরো’।
বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। বঙ্গবন্ধুর মা শেখ সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করবেন দিলারা জামান এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে থাকবেন তৌকির আহমেদ।
বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের চারটি অধ্যায় তুলে ধরা হবে তার বায়োপিকে। বাংলা ছাড়াও উর্দু, হিন্দি এবং ইংরেজি এই চার ভাষায় ডাবিং হচ্ছে ‘বঙ্গবন্ধু’র বায়োপিক। ২০২২ সালের মার্চে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে।