বছরের সেরা নাটকের তালিকায় থাকবে ‘পথে হলো দেরী’
ছবি: সংগৃহীত
জনপ্রিয় ছয় তারকাকে নিয়ে তিনটি প্রেমের গল্পে সাজানো হয়েছে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। আর এই উৎসবের পর্দা নেমেছে অভিনেতা জিয়াউল ফারুক ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত ‘পথে হলো দেরী’ নাটকের মাধ্যমে। গতকাল সন্ধ্যা ৬টায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে নাটকটি।
মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে অপূর্ব অভিনিত নাটকটি। ১৭ ঘন্টায় এখন পর্যন্ত ১১ লক্ষ মানুষ নাটকটি দেখে ফেলেছে। নাটকটি দেখে অনেকেই বছরের সেরা নাটকের তকমাও দিয়ে ফেলেছেন। নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
পুরো নাটক জুড়ে গল্প’র (তটিনী) ট্যুরমেট হিসেবে নিযুক্ত থাকে সাদাত (অপূর্ব)। অনিচ্ছা সত্তেও চাকরি বাঁচাতে নিজের এঙ্গেজমেন্ট পিছিয়ে গল্পের সাথে হৃদয়পুরের উদ্দ্যেশে যাত্রা শুরু করেন সাদাত। পথিমধ্যে নানা রকম অদ্ভুদ আর রোমান্টিক কিছু ঘটে দুজনের সাথে। দুজনই বেশ উপভোগ করে পুরো জার্নি। শেষ অবদি একে অপরের অদ্ভুদ মায়ায় আবদ্ধ হন দুজন দুজনার।
নাটকটিতে আরও অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ। এছাড়াও নাটকটিতে তিনটি গানও রেখেছেন নির্মাতা। গান তিনটি গেয়েছেন মিনার রহমান, মাহতিম সাকিব এবং অবন্তী দেব সিঁথি।
অপূর্ব বলেন, কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে আমরা শুটিং করেছি। এখানে শুটিং করতে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে হয়েছে। আশা করছি নাটকটি দর্শকদের হৃদয়ে দাগ কেটে যাবে। তবেই আমাদের শ্রম সার্থক হবে।
নাটকটির নির্মাতা ও নাট্যকার জাকারিয়া সৌখিন বলেন, আমি আসলে কাজটির মাধ্যমে বড় ক্যানভাস ধরার চেষ্টা করেছি। সেটা সম্ভব হয়েছে অপূর্ব, তটিনী, সিনেমাটোগ্রাফার নাজমুল হাসান, প্রযোজক পাপ্পু ভাইসহ ইউনিটের প্রত্যেকের সহযোগিতায়। পুরো ইউনিট মিলে অসম্ভব কষ্ট করে এই কাজটি করেছি। আশা করছি এটি দেখে ভালো লাগবে সবার।
নির্মাতা জানান, গল্পের দাবিতে নাটকটির জন্য দুটি নতুন গান তৈরি করেছেন তিনি। লিখেছেন সোমেশ্বর অলি।
এর আগে ‘ক্লোজআপ রোম্যান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’ এর একই উৎসবের অংশ হিসেবে ৩০ নভেম্বর মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘হদয়ে হৃদয়’ এবং ৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’। দুটো নাটকই পেয়েছে দারুণ জনপ্রিয়তা।