নাটকে গান গাইলেন খায়রুল বাশার

ছোটপর্দার পরিচিত মুখ খায়রুল বাশার। ওয়েব সিরিজেও কাজ করছেন নিয়মিত। এবার অভিনয়ের পাশাপাশি গাইলেন গান। ক্যারিয়ারে প্রথম একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা।
নাটকের নাম ‘প্রিয় লাইলী’। ‘ভালোবাসতে শেখাও আরও’ শিরোনামে গানের কথা লিখেছেন রোহিত সাধু খান। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সজীব খান।
গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে খায়রুল বাশার বলেন, গানটিতে কণ্ঠ দেওয়া অনেকটা জোর করেই। আগে টুকটাক গান গাইতাম। যেহেতু সঙ্গীতের ছাত্র ছিলাম তাই চেষ্টা করেছি। কেমন হয়েছে তা দর্শক বলতে পারবে। আশা রাখছি, ভালো লাগবে।
অনুপম দাসের রচনায় ‘প্রিয় লাইলী’ নাটকটির গল্প লিখেছেন খায়রুল বাশার নিজেই। পরিচালনা করেছেন জামাল মল্লিক।
কিছুদিন আগে মানিকগঞ্জে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে জুটি বেঁধেছেন সাদিয়া আয়মান ও খায়রুল বাশার। নাটকটি আসন্ন ঈদুল আজহায় প্রচারিত হবে বলে জানান খায়রুল বাশার।
এএম/এএস
