আফজাল হোসেনের ‘পাবনার ভাবনা’

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান অভিনেতা আফজাল হোসেন। অভিনেতার পাশাপাশি পরিচালক, চিত্রশিল্পী, বিজ্ঞাপন নির্মাতা অনেক পরিচয়ে পরিচিত তিনি। আগের চেয়ে অভিনয়ে কিছুটা অনিয়মিত আফজাল হোসেন। বিশেষ দিবস এলেই তার দেখা মেলে। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও তার ছোটকাকু সিরিজ থাকছে।
সোমবার (২৭মার্চ) এই সিরিজের কাজ শুরু হয়েছে কলে জানিয়েছেন পরিচালক ও অভিনেতা আফজাল হোসেন। এবার ৭ পর্বের সিরিজটির নাম রাখা হয়েছে ‘পাবনার ভাবনা’।
এ সম্পর্কে আফজাল হোসেন বলেন, ‘প্রতিবছরই ভিন্ন ভিন্ন গল্প নিয়ে এই সিরিজটি নির্মাণ করি। এবারও নতুন গল্প বেছে নিয়েছি। এই সিরিজের প্রতি দর্শকদের প্রত্যাশা বেড়েছে। ঈদের সময় দর্শকরা ছোটকাকু সিরিজের জন্য অপেক্ষা করেন। তাই আমিও চেষ্টা করি ভালো কিছু করার জন্য।’
এতে অভিনয় করছেন তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, সমু চৌধুরী প্রমুখ। প্রতি বছরের মতো এবারও চ্যানেল আইতে নাটকটি প্রচার হবে।
এএম/এমএমএ/
