তাহসান ও মৌসুমীর ‘পত্রমিতালি’

জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খান। সাম্প্রতিক সময়ে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তিনি। তবে এবার একটি নাটকে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সঙ্গে জুটি বেঁধেছেন তাহসান।
নাটকটির নাম ‘পত্রমিতালি’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। সম্প্রতি নাটকটি দেশের অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের বাংলা নাটক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
১৯৮৮ সালের প্রেক্ষাপটে গড়ে উঠেছে নাটকের গল্প। গল্পে দেখা যাবে, মায়া আর লতা দুই বান্ধবী। রাজশাহীতে থাকে ওরা। তাদের শখ চিঠির মাধ্যমে কথা বলা। একদিন লতাকে দেওয়া মায়ার চিঠি ডাক বিভাগের ভুলে মাসুদ নামের একজনের হাতে চলে যায়। মাসুদ সিলেটের একটি কলেজের ইংরেজি শিক্ষক। মায়ার লেখা চিঠি পড়ে মুগ্ধ হয় মাসুদ। তারপর দুজনের মধ্যে পত্রমিতালির মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবেই এগিয়ে গেছে নাটকের কাহিনি।
এতে শিক্ষক মাসুদের চরিত্রে অভিনয় করেছেন তাহসান। আর মায়া চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
এএম/এসজি
